কাজ থেকে বাড়ি আসার পথে নিখোঁজ হয়ে গেল একাদশ শ্রেণির এক ছাত্র। ছাত্রটির নাম বিশ্বজিৎ দাস। তার বাড়ি দুবরাজপুর থানা এলাকার বালিজুড়ি গ্রামের। বছর আঠারোর বিশ্বজিৎ অবশ্য নিখোঁজ হয়েছে বাঁকুড়ার মেজিয়া থেকে বালিজুড়ি ফেরার পথে। গত ৯ ডিসেম্বর থেকে ওই ছাত্রের কোনও খোঁজখবর না পাওয়ায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। তাঁরা দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রটি সংসারে সাহায্যের জন্য নিখোঁজ হওয়ার দিন সাতেক আগে মেজিয়ায় একটি মাটিকাটার যন্ত্রের সহকারী অপারেটারের কাজে যোগ দিয়েছিল। বিশ্বজিতের বাবা বৈদ্যনাথ দাস বলেন, “৯ তারিখ বাড়ি আসবে বলে ওখান থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি ছেলে। ওখানকার থানায় অভিযোগ করার সমস্যা ছিল। ঠিক কোথায় কী হয়েছে বুঝতে না পেরে দুবরাজপুর থানায় ডায়েরি করেছি। তবে কোনও ফল মেলেনি।” পুলিশ জানিয়েছে, ছাত্রটির খোঁজ করা হচ্ছে।
|
চালকলে কাজ করার সময়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে ময়ূরেশ্বর থানার মদিয়ান গ্রাম সংলগ্ন এলাকায়। মৃতেরা হলেন বামাচরণ বাগদি (৪৭), অমিত বাউড়ি (২৮)। মল্লারপুর খালাসি পাড়ায় তাঁদের বাড়ি। চাল মজুত করা জায়গায় একটি ছোট দেওয়ার আছে। চালের চাপে ওই দেওয়াল ভেঙে চার জন জখম হন। তাঁদেপ উদ্ধার করে মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে বামাচরণবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অমিতবাবুকে সিউড়িতে পাঠানো হয়। পরে সেখানেই তিনি মারা যান। বাকি দু’জনের অবস্থা গুরুতর নয়। ফোন বন্ধ থাকায় চালকল মালিক তন্ময় রায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বীরভূম জেলা চালকল অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপক প্রামাণিক বলেন, “ওই চালকল ইতিমধ্যে দু’বার হাত বদল হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনা ঘটে না।”
|
নিজেকে স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে আদিবাসী পাড়া থেকে দু’মাসের এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। এই মর্মে বুধবার বোলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বোলপুরের মহকুমা হাসপাতাল লাগোয়া ক্ষ্যাপাডাঙা পাড়ার ওই হাঁসদা দম্পতি। পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবারের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুস্থ সন্তান হয়েছে। তাই ব্লক থেকে পুরস্কার দেওয়া হবে বলে সুনীল হাঁসদার স্ত্রী বুধিন হাঁসদাকে জানান ভুয়ো ওই স্বাস্থ্যকর্মী। বুধিন দেবীর অভিযোগ, “ছেলেকে নিয়ে তিনি ব্লক অফিসে যেতে বলেন। বাসে দু’জনেই উঠি। চিত্রামোড়ে নেমে দু’জনে হাঁটতে হাঁটতে যাই। মাঝে খাওয়ার জন্য তিনি কেক দেন। ওই কেক খেয়ে অজ্ঞান হয়ে যাই। পরে দেখি ছেলে ও স্বাস্থ্যকর্মী নেই।” খোঁজ করে তাঁকে কোথাও না পেয়ে বাড়ি গিয়ে স্বামীকে সব কথা বলেন বুধিনদেবী।
|
দুবরাজপুর পুরসভা ও রাজ্য সরকারের যুব কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে ছাত্র-যুব উৎসব শুরু হল বুধবার। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দুবরাজপুর লোকমঞ্চে ‘বিবেক ছাত্র-যুব উৎসব ও বিশ্ব যুব উৎসব’ শীর্ষক ওই উতসবের সূচনা করেন কবি অজিত বাইরি। উৎসবের কয়েক দিন থাকবে আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, তাৎক্ষণিক বক্তৃতা, বিবেকানন্দ বিষয়ক প্রবন্ধ। ক্যুইজ-সহ বিভিন্ন প্রতিযোগিতা হবে। এ ছাড়াও থাকছে নানা সংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা। দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, “কুড়ি বছর ধরে নিয়মিত এই উৎসব হচ্ছে। আনন্দের পাশাপাশি এই উৎসবের মাধ্যমে এলাকায় প্রতিভা অন্বেষণের একটা সুযোগ থাকে। কৃতীরা জেলা বা রাজ্য স্তরে নিজেদের তুলে ধরার সুযোগ পায়।”
|
বিধায়ক থাকাকালীন নলহাটি পুর এলাকায় উন্নয়ন প্রকল্পে যে টাকা খরচ করা হয়েছে, তা খতিয়ে দেখতে বুধবার এলাকায় ঘুরে গেলেন প্রাক্তন বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেন, “যে সমস্ত নলকূপ বসানো হয়েছিল, সেগুলির মধ্যে কিছু খারাপ হয়ে গিয়েছে। পুরসভার তরফ থেকে সংস্কার করা হয়নি বলে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।” পুরপ্রধান তৃণমূলের রাজু সিংহ বলেন, “পুরসভা তো এলাকার সমস্যা সমাধান করার জন্যই।” তাঁর দাবি, “বিধায়ক কটি নলকূপ বসিয়েছিলেন তার কোনও হিসেব আমাদের কাছে নেই।” অন্য দিকে, নলহাটি ১ ব্লকের বিডিও তাপস বিশ্বাস বলেন, “উন্নয়ন খাতে পাওয়া টাকায় অনেক কাজই হয়েছে। কোন কোন কাজ হয়েছে খাতা না দেখে বলতে পারব না।” উপনির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে অভিজিৎবাবু বলেন, “দল সমীক্ষা করে দেখতে কাকে প্রার্থী করা হবে।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের বরুটিয়া বাসস্ট্যান্ডে, সিউড়ি-বহরমপুর সড়কে। ওই ঘটনার পরে ক্ষতিপূরণের দাবিতে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ট্রাক ও বাসে ভাঙচুর চালানো হয়। পুলিশ জানায়, মৃতের নাম কিরণ শেখ (২৩)। বাড়ি মহম্মদবাজারের সোৎশাল গ্রামে। জখম হয়েছেন তাঁর এক আত্মীয়। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।
|
সুলভ মূল্যে রেশন সামগ্রী বণ্টন, এবিএল ও বিপিএল গ্রাহকদের মধ্যে বিভাজন করা চলবে না-সহ নানা দাবিতে বুধবার বিডিও-র কাছে স্মারকলিপি দিল আরসিপিআই দলের রামপুরহাট ২ ব্লক কমিটি। স্মারকলিপির বিষয়ে বিডিওকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন যুগ্ম বিডিও প্রণব দাস। |