দান্তেওয়াড়ায় সহকর্মীর গুলিতে মৃত ৪ জওয়ান |
ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ার অরণপুরে একটি সিআরপিএফ ক্যাম্পে দীপককুমার তিওয়ারি নামে এক জওয়ানের গুলিতে ৪ সহকর্মীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। তিনি তাঁর জবানবন্দিতে জানিয়েছেন, তাঁকে বহু দিন ধরেই নানা ভাবে উত্যক্ত করত ওই সহকর্মীরা। এ জন্য মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি। অবসাদের জেরেই গত কাল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সহকর্মীদের উপর গুলি চালায় সে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। ২ জন গুরুতর আহত হয়। তার মধ্যে ১ জন হাসপাতালে যাওয়ার পথে মারা যান। আহত অন্য জওয়ানের চিকিত্সা চলছে।
|
বাসের মধ্যে মহিলাকে ধর্ষণের অভিযোগ |
গত কাল রাতে ঠাকুরপুকুরের কদমতলা এলাকায় একটি দাঁড় করানো বাসের মধ্যে মানসিক ভারসাম্যাহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, অভিযুক্তকে ঘটনাস্থলে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, এর কিছু ক্ষণ পরেই ওই অভিযুক্তকে থানার বাইরে ঘুরতে দেখা গিয়েছে। পুলিশকে তাঁরা জিজ্ঞাসা করায় উত্তর মেলে, অভিযুক্ত পালিয়েছে। কর্তব্যরত ৭ পুলিশকর্মীর সামনে থেকে কী ভাবে সে পালাল তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। ঠাকুরপুকুর থানার তরফ থেকে অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। গত কয়েক দিনে এ অঞ্চলে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছে। এই ঘটনাগুলির পর এলাকার বাসিন্দারা জানিয়েছেন তাঁরা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন।
|
হাওড়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন বৃদ্ধা |
হাওড়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হলেন হরিকলা ঠাটা নামে এক বৃদ্ধা। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ গঙ্গাধর মুখার্জি লেনে স্থানীয় বাসিন্দারা সত্তরোর্ধ ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় নর্দমায় পড়ে থাকতে দেখে। বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করে। বৃদ্ধার বাড়ির তরফ থেকে জানানো হয়েছে তাঁর গলায় ও কানে সোনার হার ও দুল ছিল। পরে বৃদ্ধার দেহে সেগুলি পাওয়া যায়নি। সে কারণেই প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁকে পাথর বা ইট দিয়ে আঘাত করেছিল দুষ্কৃতীরা। এবং তাতেই তাঁর মৃত্যু হয়েছে। |