প্রযুক্তির প্রতি তাঁর অনুরাগের কথা ইতিমধ্যেই জেনে গিয়েছে গোটা বিশ্ব। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা ড্যানিয়েল ক্রেগের সঙ্গে অভিনয় করে তাক লাগিয়ে দেন তিনি। এ বার থ্রি-ডি চশমা পরে নিজেরই রেকর্ড করা বড়দিনের শুভেচ্ছা বার্তা দেখলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের রাজ পরিবারের ইতিহাসে এই প্রথম কোনও রাজা বা রানি থ্রি-ডি চশমা পরলেন। গোটা বছরই রানির সিংহাসনে বসার হীরক জয়ন্তীর অনুষ্ঠান ধুমধামের সঙ্গে পালিত হয়েছে। এই বিশেষ বছরের কথা মাথায় রেখেই এ বার বড়দিনের শুভেচ্ছা বার্তাতেও রয়েছে পরিবর্তনের ছোঁয়া। বাকিংহাম রাজপ্রাসাদের এক মুখপাত্রের কথায়, “হীরক জয়ন্তী বর্ষের কথা মাথায় রেখেই নতুন কিছু করতে চেয়েছিলাম। প্রথম বার থ্রি-ডি-তে শুভেচ্ছা জানানোর পদ্ধতিটাও অসাধারণ মনে হয়েছে।” |
থ্রি-ডি চশমায় রানি। ছবি: এএফপি |
রাজ পরিবারের ইতিহাস বলছে, ঠিক আশি বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের দাদু রাজা পঞ্চম জর্জ দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জাননোর প্রথা চালু করেন। স্যান্ড্রিংহাম প্রাসাদ থেকেই ১৯৩২ সালে রেডিওতে সেই বার্তা প্রচারিত হয়েছিল। ১৯৫৭ সালে রানির বার্তা প্রথম প্রচারিত হয় টিভিতে। কী আছে রানির সেই বিশেষ থ্রি-ডি বার্তায়? রাজপ্রাসাদ সূত্রে খবর, লন্ডন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের সাফল্য আর প্রতিযোগীদের সাহসিকতার প্রশংসা করেছেন রানি। থ্রি-ডি চশমা পরা রানির সেই ছবি প্রকাশও করা হয়েছে। কাল দুপুর তিনটেয় স্যান্ড্রিংহাম প্রাসাদ থেকে রানির বার্তা প্রচারিত হবে। এই প্রাসাদেই প্রতি বছর পরিবারের সঙ্গে বড়দিনটা কাটান রানি। এ বারও অন্যথা হবে না। যদিও বাকিংহাম প্রাসাদ সূত্রে খবর, দুই নাতি তাঁর সঙ্গে এ বছর থাকছেন না।
পরিসংখ্যান বলছে, মাত্র ৬% ব্রিটেনবাসীর কাছে থ্রি-ডি টিভি আছে। ফলে রানির থ্রি-ডি বার্তা দেখার সুযোগ ক’জন পান, সেটাই দেখার। |