টুকরো খবর
বন্ধ্যাত্বদূরীকরণ নিয়ে আলোচনা
শহরে চিকিৎসক গৌতম খাস্তগির
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে সহজেই দূর করা যায় বন্ধ্যাত্ব। শনিবার মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে এক আলোচনাসভায় এমনটাই জানালেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ গৌতম খাস্তগির। শহরের রবীন্দ্রনগরে এ দিন এক বন্ধ্যাত্বদূরীকরণ ক্লিনিকের উদ্বোধন হয়। সেই উপলক্ষেই এই আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। সেখানে টেস্ট টিউব বেবি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন চিকিৎসকেরা। এ ক্ষেত্রে জোর দেওয়া হয় অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির উপর। গৌতমবাবুর মতে, “আমাদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।” টেস্ট টিউব বেবি প্রসঙ্গে এই বিশেষজ্ঞ চিকিৎসক আরও জানান, এই প্রক্রিয়া আগে খরচ সাপেক্ষ হলেও ইদানীং তা অনেক মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে চলে এসেছে। এই সংক্রান্ত ভুল ধারণা থেকেও বেরিয়ে আসার আবেদন জানান তিনি।

অ্যাম্বুল্যান্স পরিষেবা
সম্প্রতি খড়্গপুর শহরে সুভাষপল্লিতে চালু হল অ্যাম্বুল্যান্স পরিষেবা। সুভাষপল্লি কালীমন্দির ক্লাবের উদ্যোগে ও সাংসদ কুণাল ঘোষের উন্নয়ন তহবিলের সৌজন্যে চালু হল এই পরিষেবা। অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করেন মহেশতলা পুরসভার পুরপ্রধান দুলাল দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সমাজকল্যাণ পর্ষদের সভানেত্রী অপর্ণা নিয়োগী, কাউন্সিলর কমল কুণ্ডু, কল্যাণী ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিনাকী বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস খাটুয়া।

চক্ষু পরীক্ষা শিবির
বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল তিরাট কোলিয়ারির একটি ক্লাব। রবিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান ১২৮ জন। আসানসোলের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে বিনামূল্যে তাঁদের ১২ জনের ছানির অস্ত্রোপচার করা হবে। শিবিরে উপস্থিত ছিলেন সিপিএমের রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রেবু মুর্মু ও আইএনটিটিইউসি নেতা দীপক মুখোপাধ্যায়। এ দিনই জামুড়িয়ায় বীরকুলটির একটি ক্লাবের তরফেও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ১২৭ জন সেখানে চক্ষু পরীক্ষা করান। তাঁদের মধ্যে ৩১ জনের ছানির অস্ত্রোপচার করা হবে ২৮ ডিসেম্বর।

চক্ষুপরীক্ষা শিবির
হুগলির ফুরফুরা শরিফ হেজবুল্লাহের উদ্যোগে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবিবার। বর্ধমানের গলসির শীড়রাই স্কুল মাঠে ওই শিবিরের উদ্বোধন করেন আবু ইব্রাহিম মহম্মদ ওবাইদুল্লাহ। বক্তৃতা আব্দুল্লাহ সিদ্দিকি, পীরজাদা সওবান সিদ্দিকি ও মুজাহিদ সিদ্দিকি। অন্তত আড়াইশো জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বিনামূল্যে শ’পাচেক মানুষের চক্ষুপরীক্ষা করা হয়। চক্ষু বিশেষজ্ঞরা তাঁদের চিকিৎসা করেন।

চিকিৎসক-সমাবেশ
কলকাতায় অনুষ্ঠিত হল ইএনটি চিকিৎসকদের ৪১তম সমাবেশ। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীমকুমার রায়, চিকিৎসক বি কে রায়চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য জানান, কলকাতার পাশাপাশি প্রতিটি জেলায় এমন সমাবেশের আয়োজন করতে হবে। উপস্থিত চিকিৎসকেরা এ দিন জানান, গ্রামের চিকিৎসকদেরও এই সমাবেশে অংশগ্রহণ করা উচিত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.