সচিন রমেশ তেন্ডুলকর (১৮ ডিসেম্বর ১৯৮৯-১৮ মার্চ ২০১২)
ওয়ান ডে ব্যালান্স শিট
১৯৮৯। পাকিস্তানে অভিষেক। ১৯৯৩। হিরো কাপে। ১৯৯৮। শারজায় মরুঝড়ের পর।
১৮ ডিসেম্বর ১৯৮৯
পাকিস্তানের বিরুদ্ধে গুজরানওয়ালায় ওয়ান ডে অভিষেকে ০। ডুনেডিনে ১ মার্চ দ্বিতীয় ম্যাচেও ০।
২৪ নভেম্বর ১৯৯৩
ইডেনে হিরো কাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার জিততে শেষ ওভারে দরকার ছিল ৬। ম্যাকমিলান আর ডোনাল্ডকে আটকে দিয়ে সচিন দেন ৩ রান।
২৭ মার্চ১৯৯৪
অকল্যান্ডে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম বার ওয়ান ডে-তে ওপেন করে ৮২।
৯ সেপ্টেম্বর ১৯৯৪
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কলম্বোয় প্রথম এক দিনের সেঞ্চুরি (১১০)।
১৯৯৬ বিশ্বকাপ
প্রথম ব্যাটসম্যান হিসাবে
পাঁচশোর বেশি রান।
১৯৯৭ টরন্টো সিরিজ
পাকিস্তানের বিরুদ্ধে সচিনের নেতৃত্বে ৪-১ সিরিজ জয়।
১৯৯৮ শারজায় মরুঝড়
২২ এপ্রিল, ২৪ এপ্রিল: শেন ওয়ার্নদের পিটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৩ ও ১৩৪।
১৯৯৮
৩৪ ম্যাচে ১৮৯৪ রান। এক ক্যালেন্ডার বছরে সচিনের কেরিয়ারে সব থেকে বেশি রান। বিশ্বরেকর্ডও।
১৫ অক্টোবর ২০০০
ফাইনালে ৬৯ করে আজহারউদ্দিনের ৯৩৭৮ রানের বিশ্বরেকর্ড ভাঙা। এর পর মোট সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড আর তাঁর হাতছাড়া হয়নি।
২০০৩ বিশ্বকাপ
পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে ৯৮। বিশ্বকাপে রেকর্ড ৬৭৩ রান।
২০০৭। বিশ্বকাপ বিপর্যয়। ২০১০। ঐতিহাসিক দুশো। ২০১১। মুঠোয় বিশ্ব।
২০০৭ বিশ্বকাপ
সচিনের তিন ম্যাচে ৬৪, ভারতের গ্রুপ লিগে বিদায়।
২ ও ৪ মার্চ ২০০৮
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে সিডনি এবং ব্রিসবেনে ১১৭ ও ৯১। ভারতের প্রথম ত্রিদেশীয় সিরিজ জয়।
৮ মার্চ ২০০৯
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে ১৬৩ ন.আ.। বিদেশের মাঠে সর্বোচ্চ রান।
৫ নভেম্বর ২০০৯
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে ১৭৫।
২৪ ফেব্রুয়ারি ২০১০
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্বালিয়রে ওয়ান ডে-তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস (২০০ ন.আ.)।
বিশ্বকাপ ২০১১
দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার (৯ ম্যাচে ৪৮২ রান) এবং বিশ্বকাপ জয়।
১৬ মার্চ ২০১২
এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে ১১৪। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর একশোতম সেঞ্চুরি।
১৮ মার্চ ২০১২
এক দিনের ক্রিকেটে শেষ ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে মীরপুরে ৫২।
২০১২। ঢাকায় সেঞ্চুরির সেঞ্চুরি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.