সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। শনিবার সকালে রায়গঞ্জ থানার শক্তিনগরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম জয়ন্ত সরকার (৩৪)। দীর্ঘদিন ধরেই পারিবারিক জমি-দোকান নিয়ে তাঁর সঙ্গে ভাইয়ের গোলমাল চলছিল। জয়ন্তবাবুর স্ত্রী রেখা দেবীর অভিযোগ, এদিন সকালে বচসার সময়ে তাঁর স্বামীকে দেওর খুব কাছ থেকে গুলি করেন। জয়ন্তবাবুর তাঁর চোয়ালে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় এরপর রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হলে কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরেই অভিযুক্ত ফেরার। পুলিশের সন্দেহ, পাইপগান থেকে গুলি চলেছে।
অন্য দিকে, পারিবারিক বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। শনিবার সকালে রায়গঞ্জ থানার নয়নডাঙ্গি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম ছত্রিশ পূজাহার (৫৬)। তিনি পেশায় দিনমজুর। তাঁকে খুনের অভিযোগে তাঁর ভাই বত্রিশ ও শ্যালিকা বাড়নি দেবীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ছত্রিশবাবুর বাড়িতে তাঁর শ্যালিকা ওই এলাকারই বাসিন্দা বাড়নিদেবী ঘন ঘন যাতায়াত শুরু করেন। বিষয়টি মেনে নিতে না পারায় কয়েকদিন ধরে ছত্রিশবাবুর সঙ্গে বত্রিশবাবুর বিবাদ লেগে ছিল। এদিন সকালে ছত্রিশবাবুকে লাঠিপেটা করা হয় বলে অভিযোগ। পুলিশ ছত্রিশবাবুকে উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করায়। সেখান তাঁর মৃত্যু হয়। |