ঘুমপাড়ানি গুলি ছুড়ে জখম দাঁতাল হাতির চিকিৎসা করল বনকর্মীরা। শনিবার সকাল থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতিতে একটি দাঁতাল হাতি দেখতে পেয়ে বন দফতরকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। বেলা বাড়তে জখম হাতিটি পোরোর জঙ্গলে ঢুকে পড়ে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা বিজয়কুমার সালিমাথ জানান, মাস খানেক আগে বক্সার ২৩ মাইল ও২৫ জঙ্গলের মাঝে অন্য দাঁতালের সাথে লড়াইয়ে জখম হয় হাতিটি। এ দিন বনকর্মীরা পোরোর জঙ্গলে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে তার ক্ষত জায়গায় ওষুধ দেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন্যপ্রাণী চিকিৎসক দীপক কুমার শর্মা জানান হাতিটির পিছনে ৫-৬ জায়গায় ক্ষত রয়েছে। সেখানে ওষুধ দেওয়া হয়েছে। মাস খানেক আগে হাতিটির চিকিৎসা করানো হয়। বন দফতর সুত্রে জানা গিয়েছে, হাতিটি লড়াইয়ের সময় বাঁদিকের দাঁতটি সম্পূর্ণ ভেঙে যায়। ডান দিকের দাঁতটি অর্ধেক ভাঙা রয়েছে।
|
বেআইনি কাঠ পাচারের দায়ে ৩ ব্যক্তিকে ২ মাসের কারাদন্ড দিল আদালত। সম্প্রতি কোচবিহারের মুখ্য বিচার বিভাগীয় বিচারক সন্দীপকুমার মান্না ওই রায় দেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্তদের নাম বিপুল মজুমদার, কৃষ্ণ সরকার ও অমিত বর্মন। বাড়ি কোচবিহার কোতোয়ালি থানা এলাকায়। ২০০৭ সালে কোচবিহার-দিনহাটা রাস্তায় হরিণচওড়া এলাকায় গাড়ি ভর্তি বেআইনি কাঠ-সহ তিন জনকে গ্রেফতার করা হয়। এ দিকে, শনিবার সকালে কোচবিহারের হরিণচওড়া এলাকায় ৭০ হাজার টাকার বেআইনি কাঠ উদ্ধার করে বন দফতর। চালক গাড়ি ফেলে পালিয়েছে বলে বন দফতরের দাবি।
|
রাজ্যে হাতি-মানুষ সংঘাত চলছেই। গতরাতে, ধুবুরি ও নগাঁও জেলায়, হাতির পায়ে পিষ্ট হয়ে এক শিশু ও তিন মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাতে, ধুবুরির মানকাচরে পানকাটা এলাকায় হাতির পাল হানা দেয়। তাদের পায়ের চাপে বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙেছে। বাড়ির ভিতরেই, হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান তিন জন। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলা। অন্যদিকে, নগাঁওয়ের লংকার কাছাকাছি সংরক্ষিত অরণ্য থেকে বের হয়ে আসা হাতির দল গতকাল রাতে লংকাজান গ্রামে চড়াও হয়। তাদের পায়ে পিষ্ট হয়ে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
|
সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ হাটগাছি থেকে শনিবার একটি গন্ধগোকুল উদ্ধার করলেন বনকর্মীরা। স্থানীয় বাসিন্দারাই বন দফতরে খবর দেন। বন কর্মীরা প্রাণীটি উদ্ধার করে সজনেখালি বন দফতরে পাঠায়। চিকিৎসার পরে গন্ধগোকুলটিকে জঙ্গলে ছাড়া হবে তারা জানান।
|
রাতের অন্ধকারে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ১৯নম্বর ওয়ার্ডে প্যারেড গ্রাউন্ডে। পুরপ্রধান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, শিরিষ গাছ কাটা হয়েছে বলে অভিযোগ রয়েছে। |