ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলির দাপটে রাজ্যে স্বল্প সঞ্চয় কমছে। অথচ এ নিয়ে রাজ্য সরকারের হেলদোল নেই। এমনই অভিযোগ করলেন প্রাক্তন সেচমন্ত্রী তথা কংগ্রেস নেতা মানস ভুঁইয়া। শনিবার বাঁকুড়ায় দলীয় সভায় তিনি বলেন, “রাজ্যে ব্যাঙের ছাতার মতো ভুঁইফোঁড় সংস্থা গজিয়ে উঠেছে। ওদের কারবার নিয়ন্ত্রণে রাজ্য সরকারের হেলদোল নেই।” তাঁর দাবি, গত বছর স্বল্প সঞ্চয় প্রকল্পে রাজ্য থেকে সাড়ে ছ’হাজার কোটি টাকা জমা হয়েছিল। এ বছর মাত্র ১৪৪ কোটি টাকা জমা হয়েছে। অথচ ওই সব ভুঁইফোঁড় সংস্থায় মানুষ টাকা রেখে সর্বস্বান্ত হচ্ছেন। কেন্দ্রের জনমুখী কর্মসূচি রূপায়ণের দাবিতে শনিবার সারেঙ্গায় কংগ্রেসের সভায় মানসবাবুই ছিলেন মুখ্যবক্তা। তাঁর অভিযোগ, “এখানে যে সব প্রকল্প চলছে, সবই কেন্দ্র সরকারের। শুধু মাত্র প্রকল্পগুলি রূপায়ণের দায়িত্ব রাজ্যের। সেটাও রাজ্য সরকার ঠিকমতো করতে পারছে না।” দলের কর্মীদের তাঁর নির্দেশ, “প্রকল্পগুলি ঠিকমতো রূপায়িত হচ্ছে কি না আপনারা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁর মন্ত্রিসভার এই প্রাক্তন সদস্যের কটাক্ষ, “দিদিমণি এখন কেন্দ্রের ইউপিএ ২ সরকারকে ফেলার জন্য সিপিএম-বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন।”
|
আগামী মার্চের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও ১৫ হাজার কোটি টাকা মূলধন জোগাবে কেন্দ্র। শনিবার চেন্নাইয়ে এ কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনতে উদ্যোগী কেন্দ্র। সে জন্য আরও বেশি মূলধন প্রয়োজন হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। একই সঙ্গে তাঁর দাবি, আগামী ৫-১০ বছরে এই খাতে প্রায় এক লক্ষ কোটি টাকা দিতে হবে কেন্দ্রকে।
|
পূর্ব ভারতে ব্যবসা শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে এডেলওয়েইজ টোকিও লাইফ। সম্প্রতি কলকাতায় তারা নতুন অফিস চালু করল। এমডি ও সিইও দীপক মিত্তল জানান, চলতি অর্থবর্ষের মধ্যেই রাঁচি, পটনা ও ভুবনেশ্বরে অফিস চালু করা হবে। এডেলওয়েইজ ক্যাপিটাল ও জাপানি বিমা সংস্থা টোকিও মেরিন হোল্ডিংয়ের যৌথ উদ্যোগ এডেলওয়েইজ টোকিও লাইফ ভারতে ব্যবসা শুরু করে দেড় বছর আগে। ইতিমধ্যেই লগ্নির অঙ্ক ৫৫০ কোটি টাকা। এজেন্ট নিয়োগের ক্ষেত্রেও বড় মাপের পরিকল্পনা রয়েছে বলে জানান চেয়ারম্যান রাশেশ শাহ।
|
ভারতের বাজার ধরতে চেন্নাইয়ের পর কলকাতাকে বেছে নিচ্ছে ক্যারিয়ার মাইডিয়া ইন্ডিয়া। মার্কিন বহুজাতিক ক্যারিয়ার ও চিনা সংস্থা মাইডিয়া-র এই যৌথ উদ্যোগ এয়ারকন্ডিশনার, মাইক্রোওয়েভ-এর মতো পণ্য বাজারে আনছে। সংস্থার প্রধান কৃষ্ণন সচদেব জানান, মধ্যবিত্ত বাজারের দিকেই চোখ রাখছে সংস্থা। তাঁর দাবি, ভারতে এক বছরে ব্যবসা হাজার কোটি ছোঁবে। |