|
|
|
|
ভুল চিকিৎসার জরিমানা ২০ লক্ষ টাকা |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
ভুল চিকিৎসায় খোওয়া গিয়েছে হাত। যে জন্য সংশ্লিষ্ট চিকিৎসকের ২০ লক্ষ টাকা জরিমানা করল হুগলি জেলা ক্রেতা সুরক্ষা আদালত।
আদালত ও শিশুটির পরিবার সূত্রের খবর, চলতি বছরের মার্চ মাসে চণ্ডীতলার মশাটের বাসিন্দা শৌনক পাত্র নামে এক শিশু ধনেখালিতে মামার বাড়িতে যায়। সেখানে খেলতে গিয়ে তিন বছরের ওই শিশুটির বাঁ হাতে চোট লাগে। স্থানীয় শল্য চিকিৎসক চন্দন রায়ের কাছে নিয়ে যাওয়া হলে তিনি পরীক্ষা করে জানান, হাড় ভেঙেছে। বাঁ’হাতে প্লাস্টারও করেন তিনি।
—নিজস্ব চিত্র |
এর কিছু দিন পরে শিশুটির পরিবারের লোকজন দেখেন, হাতে লালচে দাগ। কলকাতার এক চিকিৎসকের কাছে শৌনককে নিয়ে যান তাঁরা। ওই চিকিৎসক জানিয়ে দেন, শিশুটির হাতের অবস্থা ভাল নয়। চেন্নাইয়ে যাওয়ার পরামর্শ দেন ওই চিকিৎসক।
সেই মতো মার্চ মাসে শৌনককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ে। সেখানকার বিশেষজ্ঞেরা জানিয়ে দেন, প্লাস্টার ঠিক না হওয়ায় শৌনকের হাতের স্নায়ুর ক্ষতি হয়েছে। যা থেকে প্রাণসংশয়ও ঘটতে পারে। গত ২৯ মার্চ অস্ত্রোপচার করা হয় শৌনকের। বাঁ হাতটি কনুইয়ের নীচে থেকে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকেরা।
এই মর্মান্তিক ঘটনার পর ১১ জুন শৌনকের পরিবারের সদস্যেরা হুগলি জেলার ক্রেতা সুরক্ষা আদালতে অভিযুক্ত চিকিৎসক চন্দন রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সমস্ত ঘটনা জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েসনকে।
শুক্রবার হুগলি জেলার ক্রেতা সুরক্ষা আদালতের প্রধান বিচারপতি নারায়ণচন্দ্র চক্রবর্তী অভিযুক্ত চিকিৎসককে ভুল চিকিৎসা করার দায়ে ২০ লক্ষ টাকা জরিমানা করেন। অভিযুক্তের আইনজীবী এ দিনই ১০ লক্ষ টাকার ‘ড্রাফট’ আদালতের কাছে জমা দেন। যদিও অভিযুক্ত নিজে এ দিন আদালতে হাজির ছিলেন না।
শৌনকের বাবা কাজলবাবু বলেন, “চিকিৎসকের জরিমানায় আমরা খুশি। কিন্তু আমি তো আর আমার ছেলেকে তার হাত ফিরিয়ে দিতে পারব না। এই ঘটনা যাতে না ঘটে সেই দিকেই সকলের নজর দেওয়া উচিত।”
অভিযুক্ত চিকিৎসক এ ব্যাপারে প্রথমে মন্তব্য করতে অস্বীকার করেন। পরে বলেন, “মানবিকতার খাতিরে আমি ওই শিশুর চিকিৎসা বাবদ ২০ লক্ষ টাকা দিতে সম্মত হয়েছি।”
কিন্তু যে চিকিৎসার জন্য শিশুটির হাত বাদ গেল, সে বিষয়ে চন্দনবাবু কোনও কথা বলেননি। সংশ্লিষ্ট বিভিন্ন মহলে এখন প্রশ্ন, এ ক্ষেত্রে কী শুধু আর্থিক জরিমানাই যথেষ্ট? নাকি অন্য কিছু ভাবার অবকাশ রয়েছে? |
|
|
|
|
|