কিং খানের ‘শো’। আতসবাজির বিশাল প্রদর্শনী। অলিম্পিকের ধাঁচে নামী কোনও ট্রুপের পারফরম্যান্স। আন্তর্জাতিক পপ-তারকার উপস্থিতি। ভারত-পাক ভরা বাজারে আইপিএল সিক্সের ঢাকে কাঠি পড়তে না পড়তেই উদ্বোধনী অনুষ্ঠানের সম্ভাব্য খসড়াও কিছু ঠিক হয়ে গেল।
আর সেই অনুষ্ঠান হচ্ছে কোথায়? না, ইডেন গার্ডেন্সে! আইপিএল ফাইভ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে। |
আইপিএলের নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন টিম পরের বছরের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল পেয়ে থাকে। সেই নিয়মে ইডেনও পাচ্ছে। তবে উদ্বোধনী অনুষ্ঠান গতবারের মতো উদ্বোধনী ম্যাচের আগের দিন নয়, ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে হবে। আগামী ৩ এপ্রিল নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল সিক্স। এবং যা খবর, তাতে ইডেনে বীরু বনাম গোতি শুরুর ঘণ্টাখানেক আগে থাকে বিনোদনের ভরপুর পানভোজনের ব্যবস্থা। আইপিএল কমিটি মনে করছে, গতবার চেন্নাইয়ের ওয়াইএমসিএ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান করতে গিয়ে ক্রিকেটের দর্শকের সঙ্গে যোগাযোগ ঠিকমতো ঘটেনি। কারণ ম্যাচ ছিল পরের দিন, চিপকে। এ বার সে রাস্তায় আর যাওয়া হচ্ছে না। ‘মেনু’-তে কী কী থাকছে? আইপিএল ফাইভের উদ্বোধন হয়েছিল অমিতাভ বচ্চনের কবিতা পাঠ দিয়ে। সলমন খান-করিনা কপূর ছিলেন। শুধু ছিলেন না শাহরুখ খান। এ বার চেষ্টা চলছে শাহরুখকে দিয়েই কোনও ‘শো’ করিয়ে দেওয়ার। কারণ এক দিকে তিনি কলকাতার ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’। অন্য দিকে, নাইট মালিক। পাশাপাশি কোনও আন্তর্জাতিক পপ-তারকাকেও আনা হবে। গতবার যেমন ছিলেন কেটি পেরি। এ বার কে থাকবেন, তা এখনও ঠিক হয়নি। ইডেনে আতসবাজির বিশাল প্রদর্শনীর জন্য সিএবি-কে দমকল বিভাগের সঙ্গে আগেভাগে কথাবার্তা বলে রাখতে অনুরোধ করা হয়েছে। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল বলেই রেখেছেন, “আইপিএল ২০১৩-র কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেল। এমন একটা টুর্নামেন্ট আমরা দেখতে চলেছি যা আগের সংস্করণগুলোর চেয়েও বেশি চোখধাঁধানো হবে।” |
শহরের মহাযজ্ঞে শুধু একটাই যা চোনা। প্রথমে ঠিক ছিল, কলকাতায় হবে আইপিএল সিক্সের নিলাম। আগামী ২০ জানুয়ারি। এমনিতেই তা পিছিয়ে গিয়ে হচ্ছে ৩ ফেব্রুয়ারি। কিন্তু সেই সময় শহর জুড়ে বিয়ের মরসুম থাকায় নিলাম-পর্ব অন্য রাজ্যে সরে যেতে পারে। কলকাতার কোনও পাঁচতারা হোটেলে সেই সময় নাকি বুকিংই পাওয়া যাচ্ছে না!
|
কেকেআর এ বার |
৩ এপ্রিল: দিল্লি ডেয়ারডেভিলস (কলকাতা)।
৮ এপ্রিল: রাজস্থান রয়্যালস (জয়পুর)।
১১ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (বেঙ্গালুরু)।
১৪ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)।
১৬ এপ্রিল: কিংস ইলেভেন পঞ্জাব (মোহালি)।
২০ এপ্রিল: চেন্নাই সুপার কিংস (কলকাতা)।
২৪ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স (কলকাতা)।
২৬ এপ্রিল: কিংস ইলেভেন পঞ্জাব (কলকাতা)।
২৮ এপ্রিল: চেন্নাই সুপার কিংস (চেন্নাই)।
১ মে: দিল্লি ডেয়ারডেভিলস (দিল্লি)।
৩ মে: রাজস্থান রয়্যালস (কলকাতা)।
৭ মে: মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই)।
৯ মে: পুণে ওয়ারিয়র্স (পুণে)।
১২ মে: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (রাঁচি)।
১৪ মে: পুণে ওয়ারিয়র্স (রাঁচি)।
১৯ মে: সানরাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদ)। |
|