সরকারি কর্মসূচিতে যোগ দিতে আগামী ৫ জানুয়ারি মেদিনীপুর শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তাঁর হাত দিয়েই শহরের পদ্মাবতী শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন করাতে চায় মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ (এমকেডিএ)। ইতিমধ্যে তাঁর কাছে এই আবেদনও রাখা হয়েছে। এমকেডিএ’র চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি বলেন, “চুল্লি তৈরির কাজ শেষ। ৫ জানুয়ারি শহরে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। চুল্লি উদ্বোধনের জন্য তাঁকে চিঠি দিয়েছি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও জানিয়েছি।” বছর দু’য়েক আগে পদ্মাবতী শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি তৈরির কাজ শুরু হয়। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও বৈদ্যুতিক চুল্লি নেই। এক সময় খড়গপুরেও চুল্লি বসানোর তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু খরচের বহর দেখে দেখে পুর-কর্তৃপক্ষ পিছিয়ে আসেন। প্রথমে ঠিক হয়, মেদিনীপুর শহর লাগোয়া এলাকায় চুল্লি তৈরি হবে। সেই মতো জায়গাও দেখা হয়। পরে অবশ্য স্থানীয়দের আপত্তিতে পদ্মাবতী শ্মশানেই চুল্লি তৈরির সিদ্ধান্ত হয়। প্রাথমিক খরচ ধরা হয় ১ কোটি ৭৫ লক্ষ টাকা। চুল্লি সংলগ্ন এলাকায় একটি পার্কও তৈরি করা হয়েছে। যেখানে মৃতদেহের সঙ্গে আসা লোকজন সময় কাটাতে পারবেন। এমকেডিএ’র আর্থিক সহায়তাতেই এই চুল্লি তৈরির কাজ শুরু হয়। এক সময় চুল্লি তৈরির কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে আসেন এমকেডিএ’র চেয়ারম্যান। দ্রুত কাজ শেষের নির্দেশও দেন। শুক্রবার এমকেডিএ’র এক বৈঠকে চুল্লি উদ্বোধনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। জঙ্গলমহলের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরকে নিয়ে এক ছাত্র-যুব উৎসবের আয়োজন করছে রাজ্য সরকার। ৫ জানুয়ারি, শেষ দিনে উৎসব মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী। ওই দিন মুখ্যমন্ত্রীর হাত দিয়েই যাতে চুল্লির উদ্বোধন করা যায়, সেই চেষ্টাই করছেন এমকেডিএ কর্তৃপক্ষ।
|
এক বিচারকের আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুরে। বৃহস্পতিবার রাতে মেদিনীপুরের বিশেষ জেলা ও দায়রা আদালতের বিচারক পার্থপ্রতিম দাসের আবাসনে চুরি হয়। অভিযোগ, ঘরের সামনে ফাঁকা জায়গায় দু’টি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। গ্রিল কেটে ওই সিলিন্ডার চুরি করে পালায় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হতেই আবাসনের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। মেদিনীপুর আদালত চত্বরের এই আবাসন এলাকায় সব সময়ই পুলিশি নজরদারি থাকে। তার ফাঁক দিয়ে কী ভাবে এক বিচারকের আবাসনে চুরি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। মেদিনীপুর কোতয়ালি থানায় এই নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
|
প্রতিবাদ সভা করল এসএফআই। শুক্রবার খড়্গপুর কলেজের ঘটনা। ১৩ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে টিএমসিপির সঙ্গে এসএফআইয়ের হাতাহাতিতে উভয়পক্ষের ৬ জন ছাত্র জখম হন। অভিযোগ, এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা সদস্য সংগ্রহ করার সময় টিএমসিপির কর্মী-সমর্থকেরা এসে গোলমাল করেন, মারধরও করেন। পাল্টা মারধর করে এসএফআইও। টিএমসিপির বক্তব্য, জোর করে ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল এসএফআই। তার প্রতিবাদেই শুক্রবার এই প্রতিবাদ সভার আয়োজন হয়। ছিলেন সংগঠনের নেতা রাজীব মণ্ডল, মধুসূদন রায়, মৃন্ময় হাইত, অনামিকা সরকার প্রমুখ। এসএফআইয়ের অভিযোগ, বহিরাগতদের এনে টিএমসিপি ক্যাম্পাস দখলে রাখার চেষ্টা করছে।
|
মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে এক বিজ্ঞান-শিবির শুরু হয়েছে মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। সহযোগিতা করেছে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই শিবির চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন স্কুলের প্রায় ১৬০ জন মেধাবী ছাত্রছাত্রী এই শিবিরে যোগ দিয়েছে। |