|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
প্রকৃতিকে দূষিত করে মানুষ |
মৃণাল ঘোষ |
সম্প্রতি কেমোল্ড গ্যালারিতে ‘ওয়াইল্ডস্কেপ’ এর উদ্যোগে অসীম পালের প্রদর্শনী ‘ক্লোরোফিল’ অনুষ্ঠিত হল। বিষয় দূষণমুক্ত পরিবেশ। ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে তিনি বন-নদী-সমুদ্র ও জনপদে নির্মল প্রকৃতির সন্ধান করেছেন। |
|
সেই নিসর্গ এঁকেছেন স্বচ্ছ জলরঙে। এই আর্ট কলেজে জল-রং চর্চা দীর্ঘ দিনের ঐতিহ্য। বাংলা, বিহার, ওড়িশা, কর্নাটক, রাজস্থান অঞ্চলের যে নিসর্গ তিনি এঁকেছেন, তা বুঝিয়ে দেয় প্রকৃতি স্বভাবত নির্মল। মানুষ তাকে দূষিত করে।
|
প্রদর্শনী |
চলছে
সিমা: ‘বিটুইন ডার্কনেস অ্যান্ড ম্যাজিক’ ৫ জানুয়ারি পর্যন্ত।
অবনীন্দ্রনাথ গ্যালারি: রোমি, সুজাতা প্রমুখ ২৬ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: ‘সোসাইটি অব কন্টেম্পোরারি আর্টিস্টস’ কাল পর্যন্ত।
গ্যলারি গোল্ড: বনশ্রী, সুব্রত প্রমুখ ২৬ ডিসেম্বর পর্যন্ত।
চিত্রকূট: অমল বিশ্বাস, রিনা রায় প্রমুখ ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বেঙ্গল আর্ট গ্যালারি: রথীন মিত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|