বিনোদনের টুকরো খবর
পরিচালক যীশু দাশগুপ্ত প্রয়াত
বাংলা সিরিয়ালের সবচেয়ে জনপ্রিয় পরিচালক-প্রযোজকদের অন্যতম যীশু দাশগুপ্ত মারা গেলেন। ক্যান্সারে ভুগছিলেন। একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সকালে ৫৭ বছর বয়সে মৃত্যু হল তাঁর। বাংলা সিরিয়ালের সবচেয়ে বিত্তশালী প্রযোজক ছিলেন যীশুই। এন টি ওয়ান স্টুডিওর লাইট বয় থেকে লাইট সাপ্লায়ার। সেখান থেকে ক্যামেরাম্যান হন। কমেডি সিরিয়াল ‘দে-রে’ দিয়ে পরিচালনার কাজ শুরু। তার পর একে একে ‘মানুষ’, ‘শিশিরের শব্দ’ ‘কুয়াশা যখন’, ‘তিথির অতিথি’, ‘নানা রঙের দিন’, ‘নাচবে রাধা’, ‘বালিকা বধূ’...। অন্তিম যাত্রার আগে টালিগঞ্জ স্টুডিও প্রাঙ্গণে তাঁকে এ দিন শেষ দেখা দেখতে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বাংলা বড় ও ছোট পর্দার কলাকুশলীরা। প্রসেনজিৎ বলেন, “ওর সঙ্গে আমার গভীর বন্ধুত্ব ছিল। ‘দুটি পাতা’য় অভিনয় করার সময় আমরা একসঙ্গে রুম শেয়ার করতাম। ওর জীবন এতই রঙিন আর বৈচিত্রময় ছিল যে, তা নিয়েই একটা ছবি তৈরি হতে পারে।” এক সময় জনপ্রিয়তায় ‘জন্মভূমি’র রেকর্ডকে ছাপিয়ে গিয়েছিল ‘তিথির অতিথি’। ২০০০ পর্ব পার করেছিল এই সিরিয়াল। এই জনপ্রিয়তার কারণ? উত্তরে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন, “সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখকে সহজ-সরল ভাবে দেখাতেন। অযথা কাহিনিকে জটিল করতেন না।” তাঁর সঙ্গে কাজ করে বহু শিল্পীই পাদপ্রদীপের আলোয় এসেছেন, বিখ্যাত হয়েছেন। “যীশুদা জহুরির মতো চিনতে পারতেন সম্ভাবনাময় শিল্পীকে,” বললেন ইন্দ্রাণী হালদার। টালিগঞ্জ স্টুডিওপাড়ার লোকজন বলেন, কেউ কোনও দিন জানতে পারেনি কত দুঃস্থ পরিবার তাঁর সাহায্য নিয়ে সংসার চালাত। নিজের সম্পর্কে এতটাই নীরব থাকতে ভালবাসতেন যীশু দাশগুপ্ত।

তারকা দম্পতি

মুম্বইয়ে তাঁদের পরবর্তী ছবির প্রচারে রীতেশ
ও জেনেলিয়া দেশমুখ। ছবি: পিটিআই


রবিশঙ্করের স্মরণসভায় নীরব নোরা জোন্স
থাকলেন সর্বক্ষণ। কিন্তু একটি কথাও বললেন না নোরা জোন্স। রবিশঙ্করের স্মরণসভা অনুষ্ঠিত হল শুক্রবার। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এনসিনিটাসে রবিশঙ্করের বাড়ির কাছেই একটি মন্দিরে। মেয়ে অনুষ্কা বলছিলেন, “বাবা এখানে সময় কাটাতে ভালবাসতেন। তাই এই সুন্দর জায়গাতে তাঁর স্মরণসভা করা হল।” এসেছিলেন শিল্পীর প্রায় ১০০ জন গুণমুগ্ধ ভক্ত। সঙ্গীতকার জুবিন মেটা, জর্জ হ্যারিসনের স্ত্রী অলিভিয়া হ্যারিসনও ছিলেন তাঁদের মধ্যে। আর ছিলেন, নোরা। শিল্পীর আর এক মেয়ে। এর মধ্যে ফেসবুক পেজে বাবার প্রতি শ্রদ্ধা জানান নোরা। পোস্ট করেছিলেন বাবার কিছু বাছাই বাজনা। এ দিনও অনুষ্কা আর অনুষ্কার মা, রবিশঙ্করের স্ত্রী সুকন্যার সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে প্রার্থনা করলেন নোরা। কিন্তু মুখে কিছু বললেন না। সব কথাকে ছাপিয়ে বাঙ্ময় হয়ে উঠল নোরার নীরবতা।

উত্তরপাড়ায় শুরু সমতট নাট্যমেলা
ত্রয়োদশ সমতট নাট্যমেলা আজ, শনিবার থেকে শুরু হচ্ছে উত্তরপাড়া গণভবনে। চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন একটি করে নাটক মঞ্চস্থ হবে। সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, মেঘনাদ ভট্টাচার্য, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, সুমন্ত গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীরা তাঁদের প্রযোজনা নিয়ে মঞ্চ মাতাবেন। নাট্যমেলার উদ্বোধন করবেন বিভাস চক্রবর্তী।

সইফের বিরুদ্ধে
সইফ আলি খান ও তাঁর দু’ই বন্ধুর বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জশিট দাখিল করল মুম্বই পুলিশ। কিছু মাস আগে তাজ হোটেলের মালিক ইকবাল মীর শর্মা ও তাঁর শ্বশুরের সঙ্গে সইফ আলি খান ও তাঁর দু’ই বন্ধুর বিবাদ বাধে। অভিযোগ, সেই বিবাদের জেরে সইফ রীতিমতো হুমকি দেন তাঁদের এবং ঘুষিও মারেন শর্মার নাকে।


‘ছোটদের ছবি শুধু ছোটদেরই শেখায় না, শেখায় বড়দেরও।’ শিশু কিশোর অ্যাকাডেমির আয়োজনে
সপ্তাহব্যাপী দ্বিতীয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে বললেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে জুহি চাওলা, উৎসবের উদ্বোধক হর্ষ মায়ার, অ্যাকাডেমির
সভাপতি অর্পিতা ঘোষ প্রমুখ। শুক্রবার, নন্দনে। ছবি: সুদীপ আচার্য



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.