টুকরো খবর |
শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
পাঁচ দফা দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি। শুক্রবার দুপুরে বিক্ষোভের আগে একটি মিছিলও করেন আন্দোলনকারীরা। সংগঠনের জেলা সভাপতি মৃণাল বসু বলেন, “আমরা ঠিকা শ্রমিক ব্যবস্থা বাতিল করার দাবি জানাচ্ছি। শ্রমিক ও কর্মচারীদের মাসে দশহাজার টাকা মজুরি ও অন্যান্য সুযোগসুবিধা দিতে হবে। সেই সঙ্গে তাঁদের বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশনও চালু করতে হবে।” শ্রমিকদের ৪৫ দিনের মধ্যে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠন। এদিন একই দাবিতে সিটুর পক্ষ থেকে সিউড়ি, বোলপুর ও রামপুরহাট প্রশাসন ভবনের সামনেও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের পাশাপাশি সংগঠন আইন অমান্য কর্মসূচিও নেওয়া হয় বলে জানিয়েছেন সিটুর জেলা সম্পাদক শেখ ইসলাম। এগারোটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ওই দাবিগুলিকে সামনে রেখে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করা হবে বলে জানা গিয়েছে।
|
পাকা রাস্তার দাবি ময়ূরেশ্বরে
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
দীর্ঘদিন আগে রাস্তায় মোরাম পড়েছে। কিন্তু বারবার আবেদন জানানো সত্ত্বেও পাকা হয়নি ময়ূরেশ্বরের তুড়িগ্রাম মোড় থেকে কুসুমি বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা। যার জেরে ওই এলাকার বাসিন্দারা চরম ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, বষার্র সময় মোরামের রাস্তাও চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অথচ প্রশাসনের সকল স্তরে দৃষ্টি আকর্ষণ করেও রাস্তা পাকা করা কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট দাশপলশা পঞ্চায়েতের প্রধান বিজেপি-র প্রতিমা বাগদি বলেন, “রাস্তাটি পাকা করার জন্য আমরা ইতিমধ্যেই জেলা পরিষদে প্রস্তাব পাঠিয়েছি।” জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সিপিএমের পঞ্চানন ভট্টাচার্য বলেন, “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ওই রাস্তা পাকা করা যায় কিনা তা প্রস্তাব পাওয়ার পর খতিয়ে দেখা হবে।”
|
চড় মেরে খুন, ৭ বছর জেল
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কিশোরীকে চড় মেরে খুনের দায়ে কারাদণ্ড হল পড়শি এক ব্যক্তির। শুক্রবার রামপুরহাট ফাস্ট ট্র্যাক তৃতীয় আদালতের বিচারক মানস বসু অনিচ্ছাকৃত খুনের দায়ে শিশির মণ্ডল নামে ওই ব্যক্তিকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দেন। ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি নলহাটি থানার দত্তকয়া গ্রামের ১২ বছরের কিশোরী কমলিকা মণ্ডল পড়শি দুই বান্ধবী চিন্তা মণ্ডল ও আনন্দময়ী মণ্ডলকে সঙ্গে নিয়ে মাঠে ঘাস কাটতে গিয়েছিল। তখন জমি থেকে ছোলা কলাইয়ের গাছ তোলার অপরাধে কমলিকাকে চড় মারে শিশির মণ্ডল। তখন ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। ঝুড়ি-কাস্তে কেড়ে নিয়ে তার দুই বান্ধবীকে চলে যেতে বলে শিশির। পরবর্তীতে মাঠের একটি বাবলা গাছে গামছার ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় কমলিকাকে। সন্ধ্যায় শিশির মণ্ডলের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছিলেন মা। প্রমান লোপের জন্য গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগও হয়েছিল। সরকারি আইনজীবী সুমন্ত শেখররায় বলেন, “দীর্ঘদিন মামলা চলার পরে এ দিন শিশিরকে কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। তবে প্রমান লোপের চেষ্টার প্রমান পাওয়া যায়নি।”
|
চালকলে চুরি
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
আগ্নেয়াস্ত্র দেখিয়ে চার জন কর্মীকে এক জায়গায় আটকে রেখে চালকল থেকে টাকা ভর্তি লোহার সিন্দুক তুলে নিয়ে গেল এক দল দুষ্কৃতী। শুধু সিন্দুক নিয়ে যাওয়াই নয় সেখানে আরও বেশ কিছু দরজা, আলমারিও ভাঙচুর করেছে বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার সাতকেন্দুরী মোড়ের কাছাকাছি থাকা ‘ভারতমাতা’ চালকলে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্তে নেমে ইতিমধ্যেই কথাবর্তায় অসঙ্গতি ও ঘটনার সঙ্গে যুক্ত থাকাতে পারে এই সন্দেহে ওই চালকলে পাহারার দায়িত্বে থাকা এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
|
বিজ্ঞান কংগ্রেসে বীরভূমের স্কুল
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দেওয়ার সুযোগ পেল বীরভূম। রাজ্য থেকে সুযোগ পাওয়া মোট তিনটি প্রকল্পের দু’টিই বীরভূমের দু’টি স্কুলের। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি রাজা ঘোষ। তিনি বলেন, “এ বার জেলার ১১৮টি স্কুল মোট ৭২টি বিজ্ঞান বিষয়ক প্রকল্প জমা দিয়েছিল। এটা খুবই আশার কথা যে, জেলার অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে বিজ্ঞানচেতনা বাড়ছে।” আগামী ২৭-৩১ ডিসেম্বর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানটি হবে বলে সভাপতি জানিয়েছেন।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মুন্না আলি (২৮)। বাড়ি রামপুরহাট পুরসভার সানঘাটা পাড়া এলাকায়। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে রামপুরহাট থানার জয়রামপুর সেতুর কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের গাড়িতে করে ওই দিন শ্বশুরবাড়ি ময়ূরেশ্বর থানার কানাচি গ্রামে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।
|
অবরোধ
নিজস্ব সংবাদদাতা • হুড়া |
কলেজের ক্যাম্পাস থেকে মাঝেমাঝেই ছাত্রছাত্রীদের সাইকেল চুরি হচ্ছে, এই অভিযোগে শুক্রবার পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়ক অবরোধ করলেন হুড়ার লালপুর মহাত্মা গাঁধী কলেজের পড়ুয়াদের একাংশ।
|
মা সারদাকে কাত্যায়নী রূপে পুজো |
|
—নিজস্ব চিত্র। |
দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠার (১৯৪০) এক বছর পর অর্থাৎ ১৯৪১ সাল থেকে মা সারদাকে কাত্যায়নী রূপে পুজো শুরু হয়। এর সূচনা করেছিলেন আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দদেব। প্রতিবছর অগ্রহায়ণ মাসের শুক্লা সপ্তমীর দিন থেকে দুর্গা পুজোর রীতি অনুসারে চার দিন পুজো হয়। শুক্রবার হয়েছে নবমী পুজো।
|
পুকুরে দেহ |
দু’দিন ধরে নিখোঁজ থাকা এক বধূর দেহ ভেসে উঠল পুকুরের জলে। ভারতী মাঝি (৩৫) নামের ওই বধূর বাড়ি পুরুলিয়ার আদ্রার জীবনপুর গ্রামে। শুক্রবার দুপুরে দেহটি উদ্ধার করে পুলিশ। |
|