একটি স্বাস্থ্য শিবির হয়ে গেল রাজনগরের চন্দ্রপুর পঞ্চায়েতের তারাশোল গ্রামে। অদিবাসী অধ্যুষিত গ্রামটিতে গত সোমবার ওই স্বাস্থ্য শিবিরের উদ্যোক্তা ছিল রাজনগরের তাঁতিপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
|
চিত্তরঞ্জন সেবাসদনে এক নবজাতককে ইঁদুরে কামড়েছে বলে অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে প্রসূতি ওয়ার্ডের পাশেই দোলনায় ছিল শিশুটি। তখনই ইঁদুরের কামড়ে তার শরীরে ক্ষত হয় বলে অভিযোগ। সুপার আশিস মুখোপাধ্যায় অবশ্য বলেন, “শিশুটির শয্যার নীচে একটি বড় ইঁদুর দেখে ভয় পেয়ে এক সেবিকা তড়িঘড়ি তাকে কোলে নিতে যান। তখনই শিশুটির গা সামান্য ছড়ে যায়। আমি শিশুটিকে দেখেছি। ভালই আছে। কোনও সমস্যা নেই।”
|
সবিতা হালাপ্পানাভার ঘটনার তদন্তের ভার দেওয়া হল আয়ার্ল্যান্ডের একটি নজরদারী সংস্থাকে। সবিতা মৃত্যুর তদন্তের পাশাপাশি রোগীদের, বিশেষ করে গর্ভবতী মহিলাদের, ঠিকঠাক চিকিৎসা হচ্ছে কি না তা খতিয়ে রিপোর্ট দেবে সরকার অনুমোদিত ওই নজরদার সংস্থা। |