টুকরো খবর
মাজদিয়ায় দুষ্কৃতী হানা, লুঠ টাকা-গয়না
প্রায় পৌনে এক ঘণ্টার অপারেশন চালিয়ে দুষ্কৃতী দল কয়েক হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ মাজদিয়ার সাহেববাগানের বাসিন্দা সন্তোষ বিশ্বাসের বাড়িতে জনা ছয়েকের সশস্ত্র দুষ্কৃতী দল ঢোকে। রাজ্য স্বাস্থ্য দফতরের অবসরপ্রাপ্ত কর্মী সন্তোষবাবু বলেন, “প্রাচীরের লোহার গেটের তালা ভেঙে ডাকাতদলটি বাড়িতে ঢোকে। তার পর তারা বারান্দার দরজার তালা ভেঙে ঘরে ভিতরে ঢুকেই ছোট ছেলে সুজয়ের মাথায় বন্দুক ঠেকায়। আমাদের সকলকে পিছমোড়া করে বেঁধে ফেলে। এর পর কার্যত বিনা বাঁধায় অপারেশন চালিয়ে ওরা সর্বস্ব লুঠ করে নিয়ে পালায়।” এই ঘটনার পর হৃদরোগাক্রান্ত সন্তোষবাবুর স্ত্রী নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রীর সফরের ঠিক প্রাক্কালে দুঃসাহসিক এই ডাকাতি প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ থানার ওসি জয়প্রকাশ বন্ধু বলেন, “ডাকাতির অভিযোগ পেয়েছি। তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।”

অন্যায্য রিকশা ভাড়া, নালিশ পুরপ্রধানের
পুরসভা নির্ধারিত ভাড়া না নেওয়ায় অভিযোগে রিকশাওয়ালাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের কাছে বৃহস্পতিবার নালিশ জানালেন কান্দি পুরসভার পুরপ্রধান কংগ্রেসের গৌতম রায়। বছর দুয়েক আগে পুরসভা রিকশা ও ভ্যানের বিভিন্ন রুটের ভাড়া নির্ধারণ করে দেয়। কিন্তু অভিযোগ রিকশাওয়ালারা পুরসভার তৈরি ভাড়ার তালিকার তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে করে যাত্রীদের সঙ্গে তাঁদের বচসাও বাধছে। পুরপ্রধান গৌতমবাবু বলেন, “রিকশা ইউনিয়নের সঙ্গে কথা বলা সত্ত্বেও কাজের কাজ না হওয়ায় বাধ্য হয়ে বাধ্য হয়ে প্রশাসনের কাছে নালিশ জানিয়েছি।” কান্দির এসডিপিও সন্দীপ মণ্ডল বলেন, “কান্দির আইসি বহু বার রিকশা ইউনিয়নের সঙ্গে বৈঠক করলেও কোনও কাজ হয়নি। এ বার সমস্যা সমাধানে কড়া পদক্ষেপ করা হবে।” তৃণমূল পরিচালিত কান্দি শহর ও ব্লক রিকশা ও ভ্যান ইউনিয়নের সভাপতি নূর আলম শেখ বলেন, “এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পুরোনো ভাড়া তালিকা মেনে রিকশা চালানো সম্ভব নয়। পুরসভার এ বিষয়ে কোনও হেলদোল নেই। তাই বাধ্য হয়ে আমরা ভাড়া বাড়িয়েছি।”

বহিষ্কৃত তাপস ফের দলে
পরিবর্তনের সরকারই প্রত্যাবর্তন ঘটাল বহিষ্কৃত নেতার। ২০১১ সালের ১৬ এপ্রিল বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসে তেহট্টের বেতাই কলেজ মাঠের এক জনসভায় মঞ্চে দাঁড়িয়ে দলের স্থানীয় নেতা তাপস সাহাকে তৃণমূল থেকে বহিষ্কার করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও তাপসবাবু নির্দল হয়েই লড়াইয়ে নামেন তৃণমূলের প্রার্থী গৌরীশঙ্কর দত্তের সঙ্গে। গৌরীবাবুর চেয়ে বেশি ভোটও পেয়েছিলেন, তবে জিততে পারেননি। সেই তাপসবাবুকেই বৃহস্পতিবার দেখা গেল তেহট্টের জনসভার মঞ্চেই মুখ্যমন্ত্রীর পাশে। মঞ্চেই দলনেত্রীর সঙ্গে বেশ কয়েক বার ঘনিষ্ঠ ভাবে কথাও বললেন। গত ২৭ নভেম্বর তাপসবাবুকে নদিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছে। তেহট্টে দলের রাজনৈতিক ও প্রশাসনিক কাজের দায়িত্ব তাপসবাবুর হাতেই থাকবে, এমন কথাও সম্প্রতি বলে গিয়েছেন তৃণমূলের রাজ্য স্তরের নেতারা। সেই মতো বুধবার থেকেই মঞ্চ তৈরির তদারকি থেকে শুরু করে সর্বত্রই দায়িত্ব পালন করতে দেখা গেছে তাপসবাবুকে।

বধূ খুনে কারাদণ্ড
বধূ হত্যার দুটি পৃথক ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়ি-সহ মোট ৮ জনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিল লালবাগের থার্ড ফাস্ট ট্রাক কোর্ট। আইনজীবী মহম্মদ নকিবুদ্দিন বলেন, “২০০৬ সালে রানিতলার হোসনাবাদ গ্রামের শেফালি বিবিকে কীটনাশক খাইয়ে মারা হয়। ওই অপরাধে বৃহস্পতিবার স্বামী মাসাদুল শেখ, শ্বশুর জিন্নাত শেখ, শাশুড়ি মদিনা বিবি ও মাসাদুলের ভগ্নিপতি গোলাপ শেখের ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন।”

ডোমকলে গরু চুরি
গৃহস্থের গোয়াল থেকে গরু চুরির ঘটনা ঘটল। বুধবার রাতে ডোমকলের কুপিলা গ্রামের আবু তাহের বিশ্বাসের দু’টি ও সাদেক আলির একটি গরু চুরি হয়েছে। গরু চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত চাষীরা। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.