ইডেনে আসন্ন ভারত-পাক ম্যাচে বাড়তি মাত্রা যোগ হল মহম্মদ আজহারউদ্দিনকে ঘিরে। সব কিছু ঠিকঠাক চললে, নতুন বছরের ইডেনে দেখা যাবে ইডেনের ‘সুলতান’ আজহারকে। সিএবি তাঁর সঙ্গে কথাবার্তা বলে আনার চেষ্টাও চালু করে দিয়েছে। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বললেন, “আজহারকে আনছি আমরা। ইডেনের সঙ্গে ওঁর বন্ধনটাও আলাদা।” মনে করা হচ্ছে, বোর্ডের তরফেও কোনও অসুবিধা হবে না আজহারকে আনা নিয়ে। কারণ বোর্ড-আজহার শৈত্য হালফিলে অনেকটাই কমেছে। বোর্ডের বার্ষিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে আজহারকে।
ইডেনে ভারত-পাক ম্যাচ ম্যাচের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে এমনিতেই বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যবস্থা রাখছে সিএবি। ১৯৮৭ থেকে ২০১২এই পঁচিশ বছরে যে সব ক্রিকেটার দু’দেশের অধিনায়কত্ব করেছেন সবাইকেই হাজির করতে চলেছে সিএবিকে। সেখানে যেমন আজহার আছেন, কপিল দেব আছেন, তেমনই থাকবেন ওয়াঘার ও-পারের ওয়াসিম আক্রমরা। ঠিক হয়েছে, ম্যাচের শেষে সমস্ত অধিনায়কদের গল্ফ কার্টে করে ইডেন ঘোরানো হবে। তুলে দেওয়া হবে ভারতীয় বোর্ড ও সিএবি-র লোগো অঙ্কিত স্মারক। পাশাপাশি একটি সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা রাখারও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
|
শেষ পর্যন্ত ফেডারেশনের শাস্তির হাত থেকে রক্ষা পেলেন না ইস্টবেঙ্গলের উগা ওপারা আর প্রয়াগের বেলো রজ্জাকের। ফেডারেশন এ দিন দু’জনকেই দু’টি করে ম্যাচ নির্বাসিত করেছে। একই সঙ্গে ইস্টবেঙ্গল আর প্রয়াগকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ইস্টবেঙ্গল-প্রয়াগ ম্যাচের দিন দু’দলের দুই নাইজিরিয়ান স্টপারের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর মারামারি করার অভিযোগ ছিল। আর পরিস্থিতি সামলাতে না পারার অভিযোগে শাস্তি হল দুই ক্লাবেরও।
|
ফেডারেশনের বিচারে বর্ষসেরা হলেন রহিম নবি। বাড়িতে বিছানায় শুয়ে নবির প্রতিক্রিয়া, “খুব ভাল লাগছে। তাড়াতাড়ি মাঠে ফিরতে চাই। পরের লক্ষ্য অর্জুন পুরস্কার।” আই লিগের সব ক্লাবের ভোটেই বর্ষসেরা হন নবি। গোলকিপার ছাড়া নবি তাঁর ফুটবল জীবনে প্রায় সব পজিশনেই খেলেছেন।
|
রাজ্য সশস্ত্র পুলিশের উদ্যোগে আন্তঃ ব্রিগেড ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ, শুক্রবার ডাবগ্রামে রাজ্য সশস্ত্র পুলিশের জলপাইগুড়ি জেলার সদর দফতরে ওই প্রতিযোগিতা হবে।
|
আইএফএ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট শুরু হল মেদিনীপুরে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং চন্দননগরের মোট ৪টি দল নিয়ে মেদিনীপুরে লিগ পর্যায়ের খেলা হবে। বৃহস্পতিবার থেকে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়।
|
কেন্দ্রের স্পোর্টস কোড মেনেই আরও চার বছরের জন্য এআইএফএফ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন প্রফুল্ল পটেল। বিরোধী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে প্রফুল্ল পটেল গোষ্ঠী। |