দক্ষিণ কলকাতার হাসপাতালে টানা আট দিনের লড়াইয়ের সমাপ্তি। পরাজিত চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টাও। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার বিকেলে প্রয়াত হলেন ভারতীয় হকির কিংবদন্তি লেসলি ক্লডিয়াস। বয়স হয়েছিল ৮৫ বছর। এ দিন দুপুর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় ক্লডিয়াসের। বেলা তিনটে পঁচিশ নাগাদ মারা যান তিনি।
উধম সিংহের মতো দেশের হয়ে চারটি অলিম্পিকে অংশ নিয়ে চারটি পদক জয়ের বিরল নজির রয়েছে ক্লডিয়াসের। ’৪৮, ’৫২, ’৫৬ সালে সোনা। আর ’৬০-এর রোম অলিম্পিকে অধিনায়ক হিসাবে রুপো। সদাহাস্যময়, প্রাণখোলা, বর্ণময় চরিত্রের প্রয়াণে শোকের ছায়া ময়দানে। শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারতীয় ক্রীড়াজগতের এক অপূরণীয় ক্ষতি।” ক্লডিয়াসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমান তাঁর গুণমুগ্ধরা। তাঁদের অনেককেই কাঁদতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে চলে আসেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রও। ক্লডিয়াসের দুই পুত্র থাকেন মেলবোর্নে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে তাঁদের কলকাতায় আসার কথা। প্রয়াত অলিম্পিয়ানের শেষকৃত্যের ব্যাপারে তার পরেই সিদ্ধান্ত হবে। |