টুকরো খবর
পাস করানোর দাবিতে ঘেরাও
ঘেরাও-বিক্ষোভ অগ্রাহ্য করে সিদ্ধান্তে অটল রইলেন হুগলির গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। উচ্চ মাধ্যমিকের টেস্টে ফেল করা ছাত্রীদের কোনও অবস্থাতেই পাস করানো হবে না বলে সাফ জানিয়ে দিলেন তাঁরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ১৮০ জন ছাত্রী টেস্ট পরীক্ষা দেয়। গত ১১ ডিসেম্বর রেজাল্ট বের হয়। দেখা যায়, ৩১ জন পাস করতে পারেনি। প্রাথমিক ভাবে প্রধান শিক্ষিকার কাছে ওই ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার অনুরোধ জানান অভিভাবকেরা। প্রধান শিক্ষিকা বনানী নিয়োগী পাল তাতে কর্ণপাত করেননি। বৃহস্পতিবার শিক্ষিকাদের ঘেরাও করেন ওই ছাত্রী ও অভিভাবকেরা। উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই পরিচালন কমিটির সম্পাদক-সহ অন্যেরা স্কুলে পৌঁছন। শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, চাপের কাছে নতিস্বীকার করা হবে না। পুলিশে খবর দেন স্কুল কর্তৃপক্ষ। পুলিশ এসে বিকেল সাড়ে ৪টে নাগাদ বিক্ষোভ তোলে। অভিভাবকদের একাংশের বক্তব্য, গত কয়েক দিন ধরে স্কুল কর্তৃপক্ষ অকৃতকার্য মেয়েদের পাস করানোর বিষয়টি ভেবে দেখবেন বলে কথা দিয়েছিলেন। পাস করানো না হলে আজ, বৃহস্পতিবারেও স্কুলে বিক্ষোভ দেখানো হবে বলে অভিভাবকদের একাংশ হুমকি দিয়েছেন। পরিচালন সমিতির সম্পাদক প্রসেনজিৎ মণ্ডল বলেন, “এই স্কুলের যথেষ্ট সুনাম আছে। যাঁরা অকৃতকার্য হয়েছে, তাঁরা এতই কম নম্বর পেয়েছে যে, কোনও ভাবেই তাঁদের পাস করানো সম্ভব নয়।” প্রসেনজিৎবাবু আরও বলেন, “যারা পাস করতে পারেনি, তাদের অনেকেই দরিদ্র পরিবারের। আগামী বছর তাদের পড়াশোনার ব্যয়ভার পরিচালন সমিতি বহন করবে।”

যুবককে খুনে স্ত্রী-সহ ধৃত চার
শ্যামপুরে সদ্য বিবাহিত এক যুবককে খুনের অভিযোগে তাঁর স্ত্রী-সহ চার জনকে ধরেছে পুলিশ। মৃতের নাম দীপক দাস। ক্ষিরিশবেড়িয়া গ্রামের ওই যুবকের দেহ বুধবার সকালে একটি গাছের ডালে ঝুলতে দেখা যায়। পাশের গ্রাম ডঙ্কির বাসিন্দা মণিমালা ভক্তার সঙ্গে গত রবিবার ওই যুবকের বিয়ে হয়েছিল। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার দীপকের পরিবারের তরফে স্ত্রী-সহ ছ’জনের নামে অভিযোগ দায়ের হয় থানায়। মণিমালা, তাঁর মা গৌরী, বিয়ের ঘটক মায়া কাঁড়ার ও তাঁর ছেলে রাজেশকে গ্রেফতার করা হয়। মণিমালার বাবা কার্তিকবাবু ও মায়াদেবীর মেয়ে রাখী পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সদস্যপদ সংগ্রহ যুব কংগ্রেসের
সংগঠনের সদস্যপদ সংগ্রহে নেমেছে যুব কংগ্রেস। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এই অভিযান চলছে গত ১৫ ডিসেম্বর থেকে। দলের তরফে দিল্লি থেকে পরিদর্শক হিসেবে আসেন কংগ্রেসের নেতা আব্দুল কায়ুম। অভিযান চলবে, আগামী ১১ জানুয়ারি পর্যন্ত।

হারল এসএফআই
সাড়ে ৩ দশক পরে উত্তরপাড়ার স্বামী নিঃস্বম্বলানন্দ গার্লস কলেছে ছাত্র সংসদের ক্ষমতা হারাল এসএফআই। এ বার সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল টিএমসিপি। প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার ওই কলেজে মনোনয়নপত্র তোলার দিন ছিল। টিএমসিপি ছাড়া কোনও দল মনোনয়নপত্র তোলেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.