রাজধানীর ধর্ষণকাণ্ড নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন মেঘালয়ের উইলিয়াম নগরে হওয়া গণধর্ষণের ঘটনায় ধৃতদেরও মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে সরব হল প্রদেশ মহিলা কংগ্রেস। পুলিশ অভিযুক্ত ১৫ জনকে গ্রেফতার করেছে। ঘটনার শুরু ১৩ ডিসেম্বর। পূর্ব গারো হিল জেলার উইলিয়াম নগরে সিমসাং উৎসব দেখে বাড়ি ফিরছিল ১৮ বছর বয়সী একটি মেয়ে। রাস্তায় তাঁর মাথায় পাথর ছুড়ে মারা হয়। অজ্ঞান হয়ে যায় মেয়েটি। সংজ্ঞাহীন, রক্তাক্ত মেয়েটিকে মোট ১৬ জন মিলে ধর্ষণ করে। তবে শেষ রক্ষা হয়নি। মেয়েটির জ্ঞান ফিরে এসেছিল। পরে হাসপাতালে সে ধর্ষণকারীদের বিবরণ দেয় পুলিশকে। তিন দিনে অভিযুক্ত ১৬ জনের মধ্যে ১৫ জনকেই ধরেছে পুলিশ। ধৃতদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। গ্রেফতার হওয়া ১৫ জনের বয়স ১৩ থেকে ২০ বছরের মধ্যে। ঘটনাটি নিয়ে ক্ষিপ্ত ও বিস্মিত রাজ্যের শিশু ও মহিলাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলি।
|
মায়ের সামনেই, মাথায় পিস্তল ঠেকিয়ে মণিপুরি নায়িকার শ্লীলতাহানি করল নাগা জঙ্গিরা। শুধু তাই নয়, নায়িকাকে রক্ষা করতে গেলে, অন্য এক অভিনেত্রী ও গায়ককে লক্ষ্য করে গুলিও চালানো হয়। কপালজোরে বেঁচে গিয়েছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে মণিপুরের চান্দেলে। ছিল পুলিশ, কিন্তু স্রেফ দর্শকের ভূমিকায়। মণিপুর ফিল্ম ফোরামের তরফে জানানো হয়, মঙ্গলবার রাতে চান্দেল বাজারের কাছে মহা ইউনিয়ন উচ্চমাধ্যমিক স্কুলের মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই অনুষ্ঠান সংযোজকের ভূমিকায় ছিলেন মণিপুরি নায়িকা খানগেম্বাম রোসনিয়া ওরফে মোমোকো। তাঁর মা-ও সেখানে হাজির ছিলেন। মোমোকোর কথায়, রাতে অনুষ্ঠানের সময় মঞ্চের পিছনের গ্রিনরুমে চড়াও হয় লিভিংস্টোন নামে এনএসসিএন (আইএম)-এর এক সশস্ত্র, মত্ত জঙ্গি। এবং সে-ই তাঁর শ্লীলতাহানি করে।
|
শিক্ষক-পরিবারকে হত্যার দায়ে ধৃত ২ |
শিক্ষক ও তাঁর পরিবারকে হত্যা করে পোড়ানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গোলাঘাটের সরুপথারে ‘অসম ট্রেনিং ইংলিশ স্কুল’-এর প্রতিষ্ঠাতা-শিক্ষক জিমি ব্রাউন বড়গোঁহাই, তাঁর স্ত্রী ও মেয়ের দগ্ধ মৃতদেহ পাওয়া যায় স্কুল চত্বরেই। আজ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে আরও কয়েক জন জড়িত ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গ্রামবাসীদের একাংশের সঙ্গে শত্রুতার ফলেই জিমি ও তাঁর স্ত্রী-কন্যাকে প্রাণ দিতে হল।
|
লঙ্কাগুঁড়ো রাখুন, পরামর্শ পুলিশের |
আত্মরক্ষায় মহিলাদের সঙ্গে লঙ্কাগুঁড়ো রাখার পরামর্শ দিলেন ঠানের পুলিশ কমিশনার কে পি রঘুবংশী। ডোম্বিভালির একটি কলেজে বক্তৃতা দিতে এসে তিনি বলেন, ‘‘প্রত্যেক মহিলারই এক প্যাকেট লঙ্কাগুঁড়ো রাখা উচিত। কেউ অশালীন আচরণ করলে সেটি ব্যবহার করে বাঁচতে পারবেন।’’ ‘মির্চ মশালা’ ছবি দেখিয়েছিল, লঙ্কাগুঁড়ো ব্যবহার করেই অত্যাচারী সুবাদারের হাত থেকে আব্রু রক্ষা করছেন মহিলারা।
|
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন জঙ্গি ছোটা হাফিজ ওরফে শাকির হুসেন নিহত হয়েছে। খিস্তওয়ারের খান্ডারি গ্রামে জঙ্গিদের খবর পেয়ে অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিরা তাদের লক্ষ করে গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। ১৫ মিনিটের গুলির লড়াইয়ে হাফিজ নিহত হয়।
|
সোহরাবুদ্দিন হত্যা-মামলার অন্যতম অভিযুক্ত বিজেপি-র অমিত শাহ নারাণপুরা নির্বাচনী কেন্দ্র থেকে জিতলেন। অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জিতু বি পটেলকে প্রায় ৬৩০০০-এরও বেশি ব্যবধানে হারিয়ে দিলেন এই প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
|
মাস চারেক আগেই বিজেপি ছেড়েছিলেন। তৈরি করেছিলেন নিজের গুজরাত পরিবর্তন পার্টি। সেই পার্টির প্রার্থী হিসেবেই নির্বাচনে জয়ও পেলেন কেশুভাই পটেল। প্রায় ৪২০০০ ভোটে কৃষি প্রতিমন্ত্রী কানুভাই ভালালাকে হারিয়ে দিলেন তিনি। বিসভাদর কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি।
|
পরপর তিন বার জয়ী মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের। বৃহস্পতিবার চেন্নাই চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের ফাঁকে নরেন্দ্র মোদীর জয় নিয়ে প্রশ্নের উত্তরে অমিতাভ বচ্চন বলেন, “আমি ওঁকে অভিনন্দন জানাচ্ছি।”
|
সানন্দ নিয়ে উন্নয়নের দামামা বাজান নরেন্দ্র মোদী। সেই সানন্দেই বিজেপি প্রার্থী কামাভাই গাগজিভাই রাঠৌরকে প্রায় চার হাজার ভোটের ব্যবধানে হারালেন কংগ্রেস প্রার্থী কারামসিভাই ভিরজিভাই পটেল। নির্বাচনের ক’দিন আগে এই সানন্দেই প্রচার চালিয়েছেন রাহুল গাঁধী। তার জেরেই এই ফল কি না, প্রশ্ন উঠেছে।
|
মাত্র ৬ মাস আগে শিমলায় মেয়র ও ডেপুটি-মেয়র পদে জিতে ইতিহাস গড়েছিল সিপিএম। হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনে দলের প্রাপ্তি কিন্তু শূন্যই রইল। রাজ্যে ১৫টি কেন্দ্রে এ বারে প্রার্থী দিয়েছিল সিপিএম। |