টুকরো খবর
এলাকায় ‘সন্ত্রাস’, অবরোধ বাইপাসে
এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগে রাজ্যের এক মন্ত্রীর ছেলেকে গ্রেফতারের দাবিতে বাইপাস অবরোধ করলেন তিলজলা থানার উত্তর পঞ্চান্নগ্রামের বাসিন্দারা। দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত দফায় দফায় অবরোধ চলে। ফলে যানজট ছড়িয়ে পড়ে বাইপাসে। পুলিশ বেশ কয়েক বার অবরোধকারীদের উঠিয়ে দেয়। এর পরেও একাধিক জায়গায় অবরোধ হয়। অবরোধকারীদের তরফে জুলকার নইন আলি নিজেকে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি দাবি করে বলেন, “দমকলমন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ খানের আশ্রিত দুষ্কৃতীরা নানা অছিলায় সংখ্যালঘু সেলের সমর্থকদের মারধর করছেন। পুলিশে অভিযোগ জানিয়েও প্রতিকার হচ্ছে না। তাই এই অবরোধ।” ফৈয়াজ বলেন, “রাজনীতির সঙ্গে আমার যোগ নেই। ১০৮ নম্বর ওয়ার্ডে আমার ও বাবার নাম জড়িয়ে বেআইনি ভাবে জমি-ব্যবসা চলছে। এর প্রতিবাদ করা হয়েছে। আমার বিরুদ্ধে তদন্ত হোক। পুলিশকে সব তথ্য দিয়ে সাহায্য করব।” তৃণমূলের ব্লক সভাপতি মণীন্দ্র দত্ত বলেন, “ওই ব্যক্তির সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। বেআইনি ভাবে পুকুর ভরাট করে জমি বিক্রির প্রতিবাদ করা হয়েছে। পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে।” তিলজলা থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

মমতায় আস্থা শোভনদেবের

মিছিলে শোভনদেব কলকাতায়।—নিজস্ব চিত্র
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জানিয়েই কলকাতায় বড় মিছিল করে তাঁর সাংগঠনিক শক্তি প্রদর্শন করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। চিনি ও খাদ্যশস্যের জন্য ১০০% চটের ব্যাগ ব্যবহার আবশ্যিক করার দাবিতে বৃহস্পতিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তাঁর নেতৃত্বাধীন ‘ন্যাশনাল ফেডারেশন অফ জুট ওয়ার্কার্স।’ মিছিলে ছিলেন মমতা-ঘনিষ্ঠ বিধায়ক তমোনাশ ঘোষও। ধর্মতলার সভায় শোভনদেববাবু বলেন, “চিনি ও খাদ্যশস্যের জন্য চটের ব্যাগ ব্যবহারে কেন্দ্র বরাদ্দ কমিয়ে রাজ্যের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কারণ, কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজ্যের চটশিল্প ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিকের উপর আঘাত নামলেই মমতার নেতৃত্বে তৃণমূলের শ্রমিক সংগঠন আন্দোলন করবে।” দলের শ্রমিক সংগঠনে শোভনদেববাবুকে গুরুত্বহীন করার প্রচেষ্টা হয়েছে বলে অনুগামীরা অভিযোগ করেন। সম্প্রতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে দলের কর্মী সংগঠনের এক নেতা তাঁকে নিগ্রহও করেন। কিন্তু দল এ বিষয়ে ব্যবস্থা নেয়নি। এই প্রেক্ষাপটে শোভনদেববাবুর নেতৃত্বে মিছিল তাৎপর্যপূর্ণ বলেই দলীয় নেতৃত্বের একাংশের অভিমত। সংগঠনের পক্ষ থেকে এ দিন রাজ্যপালের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

গোপন জবানবন্দি দেবেন ধৃত রক্ষী
গোপন জবানবন্দি দিতে চাইলেন স্টেট ব্যাঙ্কের ভবানীপুর শাখায় দুই সহকর্মীকে খুনের ঘটনায় ধৃত রক্ষী সুনীল সরকার। আর্জি মঞ্জুরও হয়েছে। তাঁর হাতের লেখার নমুনা সংগ্রহের আর্জিও মঞ্জুর করেছেন বিচারক। ৭ ডিসেম্বর ওই রক্ষীর গুলিতে নিহত হন ব্যাঙ্কের ক্যাশিয়ার মানব বসু ও অন্য এক রক্ষী রাধাকৃষ্ণ মণ্ডল। হাতের লেখার নমুনা সংগ্রহ ও জবানবন্দি দেওয়া পর্যন্ত ধৃতকে জেলে আলাদা রাখতে বৃহস্পতিবার নির্দেশ দেন বিচারক।

গ্রেফতার দুই
এক নাবালিকা-সহ দুই মহিলাকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগে বৃহস্পতিবার দু’জন গ্রেফতার হয়েছে। উদ্ধার হন ওই দু’জন। পুলিশের অভিযোগ, সুজাতা রায় নামে এক মহিলা ঢাকুরিয়ায় একটি ফ্ল্যাটে দেহ ব্যবসা চালাচ্ছিলেন। পুলিশ হানা দিয়ে সুজাতা ও সজল সরকার নামে এক ব্যক্তিকে ধরে।

চুরির চেষ্টা
মিনিবাস চুরি করে পালাচ্ছিল চোরের দল। বুধবার রাতে মৌলালির মোড়ে পুলিশ বাসটি আটক করে। চোরেরা পলাতক। ওই রাতেই এপিসি রোড থেকে গাড়ি চুরি করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। পুলিশের তাড়ায় হাতিবাগানে গাড়ি ফেলে পালায়।

দেহ উদ্ধার
এক তরুণের ঝুলন্ত দেহ মিলল। বৃহস্পতিবার, বিধাননগরে। মৃতের নাম ভিকি গঙ্গোপাধ্যায় (১৯)। পুলিশ জানায়, একটি নির্মীয়মাণ বাড়িতে দেহটি মেলে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.