প্যারিসের সালিশি আদালতে এখনই যেতে পারবে না হলদিয়া পেট্রোকেম |
আদালতে চলতে থাকা বিভিন্ন মামলার আইনি অবস্থানের কারণে হলদিয়া পেট্রোকেমিক্যালস-এর সমস্যা সমাধানে এখনই প্যারিসের আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়া যাবে না বলে জানিয়ে দিল হাইকোর্ট। চলতি বছরের মার্চে সংস্থার ১৫.৫০ কোটি শেয়ার হস্তান্তর নিয়ে নিজেদের অবস্থান জানতে ‘ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন’-এ দ্বারস্থ হয় চ্যাটার্জি গোষ্ঠী। মালিকানার বিবাদ হলে যে কোনও পক্ষ ওই আদালতে যেতে পারে। এই পদক্ষেপের বিরুদ্ধে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে যায় পেট্রোকেম। তৎকালীন প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বলেন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় শুনানি শেষে চূড়ান্ত রায় দেবেন। বৃহস্পতিবার আর্ন্তজাতিক সালিশি আদালতে যাওয়ার কোনও প্রয়োজন নেই বলে রায় দিলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। রায়ের পরে গোষ্ঠীর আইনজীবী সিদ্ধার্থ মিত্র জানান, হাইকোর্ট জানিয়েছে ‘টেকনিক্যাল’ কারণে ওই সালিশি আদালতে যাওয়া যাবে না। কিন্তু শেয়ারের অধিকার চেয়ে দেশের আদালতে যেতে পারবে চ্যাটার্জি গোষ্ঠী।
|
ব্যাঙ্ক ধর্মঘটে ভোগান্তি গ্রাহকের |
ব্যাঙ্কিং সংস্কার বিলের প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের ব্যাঙ্ক ধর্মঘটে মোটামুটি সাড়া মিলল রাজ্যে। ফলে ভোগান্তির মুখে পড়লেন গ্রাহকেরা। এটিএমেও টাকা মেলেনি বলে অভিযোগ। অন্যান্য রাজ্যে অবশ্য ধর্মঘট হয় বিক্ষিপ্ত ভাবে। পশ্চিমবঙ্গেও যে যে শাখার সামনে ধর্মঘটীরা বিক্ষোভ দেখান, সেখানেই মূলত কাজকর্ম ব্যাহত হয়। তবে ধর্মঘটের অন্যতম আহ্বায়ক এ আই বি ই এ সভাপতি রাজেন নাগরের দাবি, “পশ্চিমবঙ্গে ধর্মঘট পুরো সফল। অন্য রাজ্যেও ভাল সাড়া মিলেছে।” বিলটি আগেই লোকসভায় পাশ হয়। এ দিন তা রাজ্যসভাতেও পাশ হল। রাজেনবাবুর হুমকি, “এই সংস্কারে ব্যাঙ্কে মানুষের টাকার নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়বে। তাই বিরোধিতা চালিয়ে যাব।”
|
জেলার হস্তশিল্পীদের শিল্প সামগ্রী বিক্রির জন্য ‘পুরুলিয়া হাট’ তৈরি করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার পুরুলিয়া জুবিলি ময়দানে জেলা সবলা মেলার উদ্বোধনেএ কথা জানান রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি মন্ত্রী শান্তিরাম মাহাতো। পুরুলিয়ার বিধায়ক কে পি সিংহ দেও বলেন, “এ বার থেকে হস্তশিল্পীদের শিল্প সামগ্রী শপিং মলেও যাতে বিক্রি হয়, আমরা সেই চেষ্টা করছি। মেলা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
|
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ানের সঙ্গে পরিষেবা ও লগ্নি ক্ষেত্রে বৃহস্পতিবার অবাধ বাণিজ্য চুক্তি সই করল ভারত। এর জেরে ভারতীয় পেশাদারদের সামনে আসিয়ানের বাজার খুলে যাবে। ’২২ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যও ২০ হাজার কোটি ডলার ছোঁবে বলে শীর্ষ বৈঠকে জানান মনমোহন সিংহ। পণ্য লেনদেনে অবাধ বাণিজ্য চুক্তি সই হয় গত বছরেই।
|
ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রতন টাটা। লিখেছেন, লন্ডনের একটি সংবাদপত্রে প্রকাশিত ওই সাক্ষাৎকারটি পড়ে তিনি নিজেও স্তম্ভিত। তাঁর কথার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে। সঙ্গে প্রমাণ হিসেবে তাঁর সাক্ষাৎকারের একটি কপিও পাঠিয়েছেন। সংবাদমাধ্যমের ভুলের জন্য তাঁদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রীর কাছে দুঃখপ্রকাশও করেন রতন টাটা। এর জবাবে টাটাকে ধন্যবাদ জানিয়ে আরও একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী। |