অভিজ্ঞান ও ঐশ্বর্যাকে ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তাদের মা সাগরিকা ভট্টাচার্য। নরওয়েতে থাকাকালীন শিশুদের যত্ন ঠিকমতো না হওয়ার অভিযোগে তাদের কেড়ে নিয়েছিল সে দেশের সরকার। পরে শিশু দু’টি কুলটিতে কাকা অরুণাভাস ভট্টাচার্যের হেফাজতে যায়। বৃহস্পতিবার আবেদনকারীর আইনজীবী বলেন, জাতীয় শিশুকল্যাণ কর্তৃপক্ষ বলেছেন, সন্তানেরা এখন মায়ের কাছেই থাকবে। সন্তানদের মায়ের হেফাজতে দেওয়ার আবেদন জানান তিনি।
|
শৌচাগারে পড়ে গিয়ে মাথায় ও বুকে আঘাত পেলেন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক। শনিবার দিন কায়রোর সেনা হাসপাতালে ঘটে ঘটনাটি। পরে তাঁকে শহরতলির এক হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় এক্স-রে করে কারাগারেই ফিরবেন ৮৪ বছরের মুবারক।
|
দুশো কোটি পিক্সেলের বিস্তারিত একটি ছবি। দূর থেকে যা দেখে মনে হবে অতি সাধারণ। ছবিটা মাউন্ট এভারেস্টের। জুম-এর সাহায্যে ঘরে বসে ভালো ভাবে ছবি দেখা যাবে বলে মনে করেন মার্কিন পর্বতারোহী ডেভিড ব্রিশিয়ার্স। ৪৭৭ টি ছবি দিয়ে গঠিত হয় এভারেস্টের এই বিস্তারিত ছবিটি। ছবিটি পিউমরি স্পট থেকে নেওয়া হয়েছে।
|
১৫ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ‘মিস ইউনিভার্স’ হলেন মার্কিন প্রতিযোগী অলিভিয়া কালপো। তিনি পরে অভিনয় করতে চান। আগে ১৯৯৭-এ ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন মার্কিন সুন্দরী ব্রুক লি। |