চিকিৎসা চলাকালীনই রামপুরহাট মহকুমা হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে গেলেন এক রোগী। মাথায় গুরুতর আঘাত নিয়ে ১৫ ডিসেম্বর দুপুর থেকে হাসপাতালের চার তলায় ওই বিভাগে ভর্তি ছিলেন মাড়গ্রাম থানার কৌড় গ্রামের বাসিন্দা মৃণালকান্তি সাহানা (৩১)। তিনি রামপুরহাট-২ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য। এ ভাবে এক রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সার্বিক ভাবে হাসপাতালের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে। হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার দুপুর সওয়া ১টার পর থেকে মৃণালকে তাঁর শয্যায় দেখতে পাওয়া যায়নি। রামপুরহাট থানায় বিষয়টি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিনই মৃণালকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। এ দিন রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, কংগ্রেসের রফিউদ্দিন মোমিন বলেন, “যতদূর জানি একটি বিবাদের জেরে মৃণালের মাথায় বঁটি দিয়ে আঘাত করা হয়েছিল ১৫ তারিখ।” ওই ঘটনা এবং নিখোঁজ-কাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ক্যান্সার ও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্য করলেন চন্দননগরের এক ফিজিওথেরাপিস্ট। রবিবার চন্দননগরের মেরি পার্কে অনুষ্ঠানে ১৭ জন ক্যান্সার আক্রান্তের পরিবারকে ১০ হাজার ও ২৫ জন থ্যালাসেমিয়া আক্রান্তের পরিবার-পিছু ৫ হাজার টাকা দেওয়া হয়। দুর্ঘটনায় মৃত ৪ জনের পরিবারের হাতেও টাকা দেওয়া হয়। পাশাপাশি গুণিজন সম্বর্ধনারও আয়োজন হয়েছিল। রতনকুমার চট্টোপাধ্যায় নামে ওই ফিজিওথেরাপিস্ট জানান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক বিনোদ রাঠৌর, অভিনেত্রী চুমকি চৌধুরী, হাস্যকৌতুক শিল্পী উত্তম দাস, হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী-সহ বহু বিশিষ্টজন।
|
প্রসূতির মৃত্যুর সম্ভাবনা থাকলে গর্ভপাত আইনসিদ্ধ করার সিদ্ধান্ত নিল আয়ার্ল্যান্ড সরকার। সম্প্রতি সে দেশে গর্ভপাত না করায় প্রাণ হারান সবিতা হালাপ্পানাভার। তার পরেই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। আয়ার্ল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী জেমস রেইলি বলেছেন, বিষয়টি নিয়ে সকলেরই ব্যক্তিগত মত আছে। কিন্তু, দেশে প্রসূতিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চায় সরকার। |