শিক্ষক নিয়োগের মামলা দ্রুত সারতে আর্জি রাজ্যের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগেই আপিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য সরকারও। তাদের বক্তব্য, বিচারপতি দেবাশিস করগুপ্তের ওই স্থগিতাদেশ অসাংবিধানিক। বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের কাছে সরকারের আর্জি, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ২৩ ডিসেম্বর ওই নিয়োগ পরীক্ষা নিতে চায়। তাই ডিভিশন বেঞ্চ দ্রুত মামলার মীমাংসা করে দিক। পর্ষদ সোমবার ওই ডিভিশন বেঞ্চেই পৃথক ভাবে মামলা দায়ের করেছিল। বিচারপতি করগুপ্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সরকার তাদের আবেদনে জানিয়েছে, সকলের জন্য শিক্ষা আইন অনুযায়ী সংবিধানের ২১(ক) ধারা মেনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ঠিক করবে রাজ্যই। এ ক্ষেত্রে এনসিটিই বা অন্য কোনও সংস্থা নাক গলাতে পারে না। এনটিসিই-র নির্দেশ রাজ্য মানেনি বলে আদালতে অভিযোগ করেছিলেন কিছু প্রশিক্ষিত প্রার্থী। এনসিটিই-র নিয়ম অনুসারে প্রশিক্ষিত প্রার্থীদের আগে নিয়োগ করার জন্য রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ কী ব্যবস্থা নিচ্ছে, তা অবশ্য আপিল মামলার আবেদনে বলা নেই।
|
নতুন নেত্রী
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পশ্চিমবঙ্গে মহিলা প্রদেশ কংগ্রেস সভানেত্রী পদে পরিবর্তন ঘটাল কংগ্রেস হাইকম্যান্ড। মৈত্রেয়ী সাহাকে সরিয়ে নতুন নেত্রী করা হয়েছে কবিতা রহমানকে। কবিতা সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এ আই সি সি) সদস্য। আগে মধ্য কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
|
বামেদের পরে এ বার কংগ্রেস। পরিষদীয় সচিব নিয়োগ বিলের প্রতিবাদ জানিয়ে রাজ্যপাল এমকে নারায়ণনের কাছে চিঠি পাঠালেন কংগ্রেস পরিষদীয় দলের নেতা মহম্মদ সোহারব। তাঁর অভিযোগ, যথাযথ বিতর্ক ছাড়াই শাসক দলের সদস্যদের সংখ্যাধিক্যের জোরে বিলটি পাশ করানো হয়েছে।
|