খেলার টুকরো খবর
সাঁতারে সাফল্য
সাঁতার প্রতিযোগিতায় ফের সাফল্য পেল বীরভূমের প্রতিবন্ধী সাঁতারুরা। গত ৬-৯ ডিসেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল প্যারা অলিম্পিক সুইমিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ব্যক্তিগত তিনটি ইভেন্টে দ্বিতীয় হয়ে রুপো এবং একটিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে নলহাটি থানার কুশুমজলির অর্চনা হেমব্রম। একই প্রতিযোগিতায় দু’টিতে তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে কয়থা’র আকাল চৌধুরী। গত বছর ওই প্রতিযোগিতায় দু’টিতে প্রথম হয়ে সোনা ও দু’টিতে দ্বিতীয় হয়ে রুপো পেয়েছিল অর্চনা। রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও দু’টি সোনার পদক জেতে সে। আকালও রাজ্য স্তরের প্রতিযোগিতায় এর আগে দু’টি ইভেন্টে প্রথম হয়ে সোনা জেতে। অর্চনার একটি হাত ও একটি পা পোলিও আক্রান্ত। পোলি আক্রান্ত আকালও। দু’জনেরই অভাবের সংসার। পিতৃহীন অর্চনাদের দিন চলে সামান্য জমি চাষ করে। আর আকালের বাবা ভ্যানচালক। দু’জনেই প্রশিক্ষণ নেয় নলহাটির বাসিন্দা রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জেলা সম্পাদক মহম্মদ বদরুদ্দৌজা শেখের কাছে। অর্চনা ও আকালের সাফল্যে রীতিমতো আপ্লুত প্রশিক্ষকও। তিনি বলেন, “জেলা তথা রাজ্যের গৌরব বৃদ্ধি করলেও এই সব প্রতিবন্ধী খেলোয়াড়রা কোনও রকম সরকারি সহায়তা পায় না। পেলে তারা আরও অনেক দূর যেতে পারবে।” পদকজয়ীদের বক্তব্য, “বদরুকাকুর সহায়তা ও উৎসাহ ছাড়া ওই জাগায় পৌঁছনোর কথা আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না।”
সংক্ষেপে: ময়ূরেশ্বরের লোকপাড়া ধর্মরাজ সঙ্ঘের পরিচালনায় আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১৬ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। স্থানীয় কলেজ মাঠে ওই খেলা হবে। উদ্বোধনী খেলায় স্থানীয় কুমারপুর এ কে সি’র মুখোমুখি হবে মুর্শিদাবাদের মাজিয়াড়া ক্রিকেট ক্লাব।

স্মৃতি ফুটবল
বোলপুর টাউন ক্লাব পরিচালিত চার দলীয় ধীরানন্দ নায়ক স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় আজ বুধবার হুগলির সিধো কানহু ফুটবল অ্যাকাডেমির মুখোমুখি হতে চলেছে আয়োজক সংস্থা। গত ৯ ডিসেম্বর ক্লাবের মাঠে খেলা শুরু হয়। উদ্বোধনী খেলায় আয়োজক সংস্থাকে ৫-০ গোলে হারায় বর্ধমান বিশ্ববিদ্যালয়। ১২ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয় বনাম পাণ্ডুয়া ফুটবল অ্যাকাডেমির খেলাটি ১-১ গোলে ড্র হয়। ১৫ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয় বনাম হুগলির সিধো কানহু ফুটবল অ্যাকাডেমির খেলাটিও ড্র হয় ১-১ গোলে। ১৬ ডিসেম্বর আয়োজক সংস্থাকে ৩-১ গোলে হারায় পান্ডুয়া ফুটবল অ্যাকাডেমি। ২২ ডিসেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা। ক্লাবের সম্পাদক গৌতম গড়াই জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৫ হাজার ও ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

জঙ্গলমহল কাপ
বারিকুলে মহিলাদের ফুটবল।
জঙ্গলমহল ফুটবল প্রতিযোগিতা ২০১২-র বাঁকুড়া জেলায় মহিলা বিভাগে ফাইনালে উঠল বারিকুলের শ্যামাডি সাগুন সুশার ক্লাব ও রানিবাঁধের পাঞ্জামতলা ফুটবল দল। প্রথম সেমিফাইনাল ম্যাচে শ্যামাডি টাইব্রেকারে সারেঙ্গার কুলডিহা ব্রাইট স্টার ক্লাবকে হারায়। দ্বিতীয় সেমিফাইনালে রানিবাঁধের দল ১-০ গোলে সারেঙ্গা মহিলা ফুটবল দলকে হারিয়েছে। অন্য দিকে, পুরুষ বিভাগে ফাইনাল ম্যাচের যোগ্যতা অর্জন করেছে বারিকুলের সাগরচাকা ইয়ং স্টার ক্লাব ও রানিবাঁধের রাজাকাটা বিডি আর ক্লাব। সাগরচাকা ২-১ গোলে সারেঙ্গা একাদশকে এবং রাজাকাটা ১-০ সিমলাপাল একাদশকে গোলে পরাজিত করে। মঙ্গলবার খাতড়া স্টেডিয়ামে ম্যাচগুলি হয়। খেলার মাঠে হাজির ছিলেন এসডিপিও (খাতড়া) কল্যাণ সিংহরায়, খাতড়া থানার আইসি স্বপন দত্ত, রানিবাঁধ থানার আইসি মহম্মদ আজম আলি, বারিকুল থানার ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।

জেলা স্কুল ক্রীড়া
পুরুলিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র।
পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি মানভূম ক্রীড়া সংস্থার মাঠে হয়ে গেল। জেলার ৫টি জোন থেকে মোট ২৮০ জন প্রতিযোগী যোগ দেয়। মোট ২৭জন প্রতিযোগী কলকাতায় মূল পর্বে জেলার প্রতিনিধিত্ব করবে।

জয়ী কাঠগড়া
বোরো থানার জামতড়িয়ায় ১৫-১৬ ডিসেম্বর ফুটবল প্রতিযোগিতা হল। মানভূম জনকল্যাণ সমিতি পরিচালিত এই খেলায় ১২টি দল যোগ দিয়েছিল। চূড়ান্ত ম্যাচে কাঠগড়া দল টাইব্রেকারে ৫-৪ গোলে জোজোডি দলকে পরাজিত করে।

সাঁতুড়িতে ফুটবল
আনাড়ায় ফুটবল প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র।
কাননবিহারী ও মঙ্গলাদেবী স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল বাঁকুড়ার বিষ্ণুপুরের দয়াময় মণ্ডল একাদশ। সম্প্রতি সাঁতুড়ির বৃন্দাবনপুর গ্রামের আশ্রম ময়দানে ওই ফুটবল প্রতিযোগিতা হয়। উদ্যোক্তা ছিল বৃন্দাবনপুর রামকানালি ফুটবল ক্লাব। যোগ দেয় আটটি দল। চূড়ান্ত পর্যায়ের খেলায় নিতুড়িয়ার মদনডি ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারায় বিষ্ণুপুরের ওই দল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.