তৃণমূলের বাধায় বন্ধ কোলাঘাট সেতুর কাজ
দীর্ঘ আট বছর অপেক্ষার পরে কোলাঘাটে সেতু নির্মাণ যখন শেষ পর্যায়ে, তখন স্থানীয় শ্রমিক নিয়োগের দাবি তুলে কাজ বন্ধ করে দিল তৃণমূল। পাশের জেলা হাওড়ার শ্রমিকদের ‘বহিরাগত’ আখ্যা দিয়ে কোলাঘাটের তৃণমূল বিধায়ক বিপ্লব রায়চৌধুরী বলেন, “আমরা স্থানীয় শ্রমিকদের কাজে অগ্রাধিকার দিতে বলেছিলাম। কিন্তু ঠিকাদার সংস্থা বাগনান, উলুবেড়িয়া থেকে শ্রমিক আনছে। মজুরদের সরকার নির্ধারিত পারিশ্রমিকও দিচ্ছে না ওরা। তাই কাজ বন্ধ করা হয়েছে।”
সোমবার দুপুরে প্রায় ৫০-৬০ জন তৃণমূল সমর্থক হাওড়া থেকে মুম্বইগামী ৬ নম্বর জাতীয় সড়কে রূপনারায়ণ নদের নির্মীয়মাণ সেতুর কাজ বন্ধ করে দিয়েছেন শুনে নড়েচড়ে বসে দলের উপরমহল। পরে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ও প্রশাসনের হস্তক্ষেপে মঙ্গলবার বিকেল ৩টা নাগাদ কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাস্তা সংস্কার ও সম্প্রসারণ-সহ পরিকাঠামোর উন্নয়নে এত জোর দিচ্ছেন, সেখানে দলীয় নেতা-কর্মীদের এই ব্যবহারে বিব্রত তৃণমূল নেতৃত্ব। তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী বিরক্তির সুরে বলেন, “এটা দলের কোনও কর্মসূচি নয়। আমরা এটা সমর্থনও করি না। তবে বিধায়ক এর পিছনে রয়েছেন কি না, আমার জানা নেই।” ঠিকাদার সংস্থার আধিকারিক জয়শঙ্কর সিংহ জানান, কাজ বন্ধে মদত দেওয়ায় বিধায়ক বিপ্লব রায়চৌধুরী-সহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
কাজ বন্ধ। কোলাঘাটে রূপনারায়ণের উপর নির্মীয়মাণ সেতু। —নিজস্ব চিত্র
‘সোনালি চতুর্ভুজ প্রকল্পে’ কোলাঘাটে দ্বিতীয় সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল ২০০৪ সালে। টাকার অভাবে কাজ করা যাচ্ছে না অজুহাতে ওই বছরই রণে ভঙ্গ দেয় ঠিকাদার সংস্থা। এরপর ২০১০ পর্যন্ত তিন বার বিজ্ঞাপন দিয়েও নতুন ঠিকাদার খুঁজে পাননি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে সমস্ত গাড়ির চাপ এসে পড়ে ১৯৬৭ সালে তৈরি পুরনো সেতুটির উপরে। দু’দিকে মুম্বই রোড ঝাঁ চকচকে চার লেনের হলেও সেতুর উপরে রাস্তাটি দুই লেনের। ‘বোতলের মুখে’র মতো হয়ে যাওয়ায় সেতুর দু’দিকে গাড়ির দীর্ঘ লাইন পড়ে নিত্য। ২০১০-র গোড়ায় মুম্বই রোডকে ছয় লেনে পরিণত করার সিদ্ধান্ত নেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তখনই ঠিক হয় রাস্তাটিকে ছয় লেনে পরিণত করবে যারা, তাদেরই অসমাপ্ত সেতুর কাজ শেষ করতে হবে।
সেই মতো গত বছরে সেতুর কাজ শুরু হয়ে যায় জোর কদমে। ২০১৩ সালের গোড়াতেই সেতুটি চালু করার ইচ্ছা জাতীয় সড়ক কর্তৃপক্ষের। তার আগেই তৃণমূল অযথা কাজে বাগড়া দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.