দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে রাজ্যে ধর্ষণের ঘটনাকে সাজানো ঘটনা বলে উড়িয়ে দেন। অথচ মঙ্গলবার দিল্লি গণধর্ষণ নিয়ে বলতে উঠে কলকাতাতেও যে ধর্ষণের ঘটনা ঘটছে, তা মেনে নিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। জানান, কলকাতাতেও ৪২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে অবশ্য তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, ওই সংখ্যা দেশের অন্য বড় শহরের থেকে যে অনেক কম, সাংসদ সেটাই বলতে চেয়েছেন। গণধর্ষণ নিয়ে সংসদে বলতে গিয়ে দিল্লির কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হন ডেরেক। তাঁর কথায়, “দিল্লি শুধু দেশের রাজধানী নয়, ধর্ষণেরও রাজধানী। ৫৭৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে এই শহরে।” নিজের বক্তব্যে তিনি জানান, শুধু দিল্লি নয়, সর্বত্রই ধর্ষণ বাড়ছে। মুম্বইয়ে ২৫০টি, বেঙ্গালুরুতে ৯৬, চেন্নাইতে ৭৬ এমনকী কলকাতায় ৪২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ডেরেক যে ভাবে কলকাতার ধর্ষণের প্রসঙ্গ উত্থাপন করেছেন, তাতে কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল। দলের এক সাংসদের কথায়, “কলকাতাকে এক সারিতে না বসালেই ভাল হত।” যদিও ঘনিষ্ঠ মহলে পরে ডেরেক জানিয়েছেন, গোটা দেশে এমন কোনও শহর নেই যেখানে ধর্ষণ হয় না। কিন্তু দেশের অন্য চারটি বড় শহরের তুলনায় কলকাতায় ধর্ষণের সংখ্যা অনেকটাই কম।
|
‘তথ্যমিত্র’ কেন্দ্রের প্রচারের জন্য মোবাইল ভ্যানের উদ্বোধন করলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কেন্দ্রের সহায়তায় রাজ্যের প্রায় ৬১০০টির বেশি জায়গায় বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা পৌঁছে দিতে এমন কেন্দ্র আছে। সেগুলি আরও জনপ্রিয় করতেই এই ভ্যান। আগামী তিন মাস ভ্যানটি উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও মালদহে প্রচার চালাবে। মঙ্গলবার এর উদ্বোধনের জন্য মহাকরণের সামনের রাস্তা কিছুক্ষণ বন্ধ থাকায় কিছুক্ষণ যানজট হয়।
|
‘ইউনিভার্সিটি অফ ন্যাশনাল এমিনেন্স’ বা জাতীয় স্তরের বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার প্রেসিডেন্সির কাউন্সিলের বৈঠকের পরে এ কথা জানান উপাচার্য মালবিকা সরকার। এই মর্যাদা পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র কাছে আবেদন জানিয়েছিল প্রেসিডেন্সি। নতুন মর্যাদা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সহায়ক তো হবেই। তা ছাড়া আর্থিক দিক থেকেও এর সুফল পাওয়া যাবে। প্রেসিডেন্সি এই মর্যাদা পাওয়ায় ভারতীয় নাগরিকেরা ওই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আর্থিক অনুদান দিলে বিধিমাফিক পুরোপুরি কর ছাড় পাবেন। বিদেশি কোনও নাগরিক অনুদান দিতে চাইলেও বিপুল পরিমাণ কর মকুব করা হবে বলে জানান মালবিকাদেবী। প্রেসিডেন্সি-কর্তৃপক্ষের আশা, এর ফলে অনুদান পাওয়া সহজ হবে। উপাচার্য জানান, প্রেসিডেন্সির প্রাক্তনীরা আমেরিকায় ‘ফ্রেন্ডস অফ প্রেসিডেন্সি’ নামে একটি সংগঠন তৈরি করেছেন। চাইলে ওই সংগঠনের মাধ্যমে অনুদান পাঠানো যেতে পারে। |
শহরে পার্কিং ফি আদায়কারীদের জন্য বিশেষ ইউনিফর্ম চালু করছে কলকাতা পুরসভা। মঙ্গলবার পুর-প্রশাসনের সঙ্গে কিছু পার্কিং এজেন্সির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মেয়র পারিষদ (পার্কিং) রাজীব দেব বলেন, “বেআইনি পার্কিং কিছুতেই আটকানো যাচ্ছে না। প্রায়শই অভিযোগ আসছে কিছু লোক পার্কিংয়ের জন্য নির্দিষ্ট ফি-এর থেকে বেশি টাকা তুলছেন। তা আটকাতেই এই সিদ্ধান্ত। ওই সব আদায়কারীদের সঙ্গে পার্কিং অফিসারের সই করা পরিচিতিপত্র ও গাড়ির ফি-এর তালিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “পুরসভার হাতে তো পুলিশ নেই। তাই বেআইনি পার্কিং রোখা খুবই কঠিন।” নতুন এই ব্যবস্থায় কিছুটা সুরাহা বলে তাঁর আশা।
|
একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে মঙ্গলবার সকালে বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রের খবর, আন্তর্জাতিক টার্মিনালের লাউঞ্জে কিট-ব্যাগটি পড়ে থাকতে দেখে ঘোষণা করা হয়। কেউ নিতে আসেননি। পরে বম্ব স্কোয়াড তল্লাশি চালায়। ব্যাগটি থেকে একটি সুগন্ধি ও কিছু জামাকাপড় মিলেছে। অনুমান, কোনও যাত্রী ব্যাগ ফেলে গিয়েছেন। কয়েক দিন আগে এ ভাবে ব্যাগ ফেলে রাখায় এক মহিলা যাত্রীকে জরিমানাও করেন কর্তৃপক্ষ।
|
সাউথ সিঁথি রোডে মঙ্গলবার সকালে একটি বহুতলের সামনে সত্যজিৎ দত্ত (৩৬) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ জানায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও ওই যুবক বেকার ছিলেন। তিনি চারতলার ছাদ থেকে ঝাঁপ দেন। সন্ধ্যায় বাগুইআটির তেঘরিয়ায় একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা যান দেবারতি দত্ত (২৭) নামে এক এমটেক পড়ুয়া। অবসাদ থেকেই এই ঘটনা।
|
নিত্যযাত্রীদের একাংশের গুন্ডামির কাছে কার্যত আত্মসমর্পণ করল আরপিএফ। মঙ্গলবার ভোরে কৃষ্ণনগর স্টেশনে ট্রেনে বেআইনিভাবে জায়গা রাখা রুখতে আরপিএফ ও জিআরপিকে সঙ্গে নিয়ে অভিযান চালায় রেল। ধরা হয় দুই যাত্রীকেও। তারপরেই নিত্যযাত্রীদের একাংশ বিক্ষোভ দেখিয়ে ট্রেন আটকে দেয়। শেষ পর্যন্ত ধৃত ওই দুই নিত্যযাত্রীকেও ছেড়ে দিতে হয়।
|
পাটুলির এক যুবকের দেহ মিলল দিঘার হোটেল থেকে। মৃতের নাম সমীর ভদ্র (৩০)। পুলিশ জানায়, সোমবার দীর্ঘক্ষণ হোটেলের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় কর্মীদের। পরে পুলিশ দেহটি উদ্ধার করে। মিলেছে একটি সুইসাইড নোট ও ডায়েরি। |