খেয়াল রাখুন
ম্যানেজমেন্ট পড়তে জিআরই
গ্র্যাজুয়েট রেকর্ড এগজামিনেশন বা জিআরই স্কোরের ভিত্তিতে এখন থেকে বিশ্ব জুড়ে এক হাজারেরও বেশি ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে এমবিএ অর্থাৎ মাষ্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাঠ্যক্রমে ভর্তি হওয়া সম্ভব হবে। অন্যান্য এমবিএ প্রবেশিকা পরীক্ষার তুলনায় অপেক্ষাকৃত কম পরীক্ষার ফি দিতে হবে এতে। সেই সঙ্গে পরীক্ষার পদ্ধতিও তুলনায় সহজ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি বিশ্বের তাবড় তাবড় ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে এখন জিআরই স্কোর গ্রাহ্য করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হল ডিউক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ আইওয়া, ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসন, এমলিয়ন বিজনেস স্কুল, এইচইসি প্যারিস, রটারডাম স্কুল অফ ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। জিআরই-র মাধ্যমে কোন কোন ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে এমবিএ পাঠ্যক্রমে ভর্তির দরজা খুলে গেল তা জানা যাবে www.ets.org/gre/business ওয়েবসাইটে।

বিদেশে নতুন শাখা
অ্যাপটেক কম্পিউটার এডুকেশন ও অ্যাপটেক ইংলিশ লার্নিং অ্যাকাডেমির দু’টি শাখা খুলল রোয়ান্ডায়। রাজধানী কিগালি-তে তৈরি হয়েছে প্রতিষ্ঠান দু’টি। কর্তৃপক্ষের দাবি, তাদের সাম্প্রতিক সমস্ত পাঠ্যক্রমই পড়ানো হবে সেখানে। আরও বিস্তারিত জানতে দেখুন www.aptechworldwide.com ওয়েবসাইটটি।

কর নিয়ে পড়তে
হিসাব শাস্ত্রের সঙ্গে আয়কর, পরিষেবা কর, সেন্ট্রাল এক্সাইজ, এন্ট্রি ট্যাক্স সমেত একাধিক কর সংক্রান্ত বিষয় নিয়ে বেঙ্গল ট্যাক্স কনসালট্যান্সির প্রফেশনাল সার্টিফিকেট ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন পাঠক্রমটিতে ভর্তির জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। এক বছরের পাঠক্রম। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ৯৩৩১০-৬২৭৩৩ নম্বরে।

নেট-এর প্রশিক্ষণ
কলেজ শিক্ষকতার জন্য আয়োজিত নেট, স্লেট এবং ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য আয়োজিত গেট পরীক্ষার জন্য সল্টলেকের অ্যাকাডেমিক্স-এ শুরু হচ্ছে ছ’মাসের পাঠ্যক্রম। জানুয়ারি থেকে ক্লাস। ভর্তি হতে হবে ডিসেম্বর মাসের মধ্যে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ৯৮৩০১-৩২৪৬৩ নম্বরে।

নয়া ডিপ্লোমা কোর্স
কম্পিউটার তৈরি, মেরামতি ও নেটওয়ার্কিং-এর ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা পাঠ্যক্রমে ভর্তি চলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার্স-এ (আইআইএইচই) ডিপ্লোমা কোর্সটি এক বছরের এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সটি ২ বছর মেয়াদের। যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলে ভর্তি হওয়া যাবে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন ৯৮৩০২ ৪৮২৩৭ নম্বরে।

পরীক্ষার প্রস্তুতি
চাকরির পরীক্ষার জন্য রাজ্য জুড়ে জিএসসিই-র বিভিন্ন শাখায় চালু হচ্ছে প্রশিক্ষণের নতুন মরসুম। রেল, ব্যাঙ্ক, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ইউপিএসসি-সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি দিতে পড়ুয়াদের তৈরি করা হবে এখানে। ভর্তির জন্য নাম নথিভুক্ত করতে ফোন করতে পারেন ৯৮৩০২-৭৭১০০ নম্বরে।
আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর
প্রশ্ন: আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। জানতে চাই রাজ্যে এই বিষয়ে কোন কোন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ‘এম টেক’ পড়ানো হয়? এম টেক পড়লে কি চাকরির দৌড়ে এগিয়ে থাকব?
উত্তর: রাজ্যে এখন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এর মধ্যে কয়েকটিবেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু), যাদবপুর বিশ্ববিদ্যালয়, বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাকাডেমি অফ টেকনোলজি, গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি, মেঘনাদ সাহা ইন্সটিটিউট অফ টেকনোলজি, নারুলা ইন্সটিটিউট অফ টেকনোলজি, হেরিটেজ ইন্সটিটিউট অফ টেকনোলজি, বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, জে আই এস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, আর সি সি ইন্সটিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি, এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, বাঁকুড়া উন্নয়নী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, আইইএম, হলদিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এ বার প্রশ্ন, এম টেক করলে কি চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা যায়? উত্তরে অ্যাকাডেমি অফ টেকনোলজির কর্তা জগন্নাথ বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি নির্ভর করছে প্রার্থী কোন ক্ষেত্রে চাকরিতে আগ্রহী, তার উপর। তথ্যপ্রযুক্তি সংস্থা বা তথ্যপ্রযুক্তি নির্ভর শিল্পে যোগ দিতে চাইলে এম টেক-এর থেকে কোনও নামী প্রতিষ্ঠানে ‘এমবিএ’ কোর্স বরং কার্যকর। কিন্তু, গবেষণা-উন্নয়নের কাজে বা শিক্ষকতায় প্রবেশ করতে চাইলে ‘এম টেক’ অবশ্যই করণীয়। এই কারণে ছাত্রাবস্থায় সিদ্ধান্ত নিতে হবে যে ভবিষ্যতে কোন পথে এগোতে চায়। শুধু তাই নয়, তথ্যপ্রযুক্তি সংস্থায় যোগ দিতে চাইলে কলেজের তৃতীয় বর্ষের শেষ বা চতুর্থ বর্ষের প্রথম থেকে ‘এমবিএ’ পড়ার প্রস্তুতি নিতে হবে। কারণ, বি টেকধারীদের তথ্যপ্রযুক্তি সংস্থায় যে মর্যাদা দেওয়া হয়, তার থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় বি টেক এবং সেই সঙ্গে ভাল প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের। আর এম টেক পড়ার ইচ্ছে থাকলে ‘গেট’ অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতিও সমান ভাবে নিতে হবে। রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ আইআইটি বা এনআইটি থেকেও ‘এম টেক’ পড়ার লক্ষ্য রাখতে হবে।


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.