দুই শিশুর মৃত্যু
সংবাদসংস্থা • শ্রীনগর |
হাসপাতাল পরিষেবা খারাপ হওয়ার কারণেই বারামূলার জেলা সদর হাসপাতালে মৃত্যু হল দুই নবজাতকের। ওই দুই নবজাতকের মৃত্যুর কারণ জানতে চেয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। নবজাতক দু’টির বাড়ির লোকেদের অভিযোগ, শিশু দু’টি কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে বেঁচে ছিল। কিন্তু হঠাৎ লোডশেডিং হওয়ায় কৃত্রিম শ্বাসযন্ত্র বন্ধ হয়ে যায়। জেলা হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা না থাকায় ওই দুটি শিশু মারা যায়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন। কর্তৃপক্ষের ব্যাখ্যা, ওই হাসপাতালে গত ১৪ তারিখ সকাল পর্যন্ত তিনটি নবজাতককে ডাক্তারি পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর মধ্যে দু’টি শিশুর অবস্থা ভাল ছিল না। এক জন প্রবল শ্বাসকষ্টে ভুগছিল। তাকে ইনকিউবেটরে রেখেও বাঁচানো যায়নি। আর এক জনের রক্তে বিষক্রিয়া ছিল। তাকে অন্য একটি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল কর্তৃপক্ষের তরফে। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। তবে হাসপাতালের দুটি জেনারেটরে কোনও অসুবিধে ছিল না।
|
প্রসূতির মৃত্যুতে গ্রেফতার হাতুড়ে
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক হাতুড়েকে গ্রেফতার করল বুদবুদ থানার পুলিশ। স্থানীয় কসবা মানা এলাকায় ঘটনাটি ঘটে। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ধৃতের নাম সন্তোষ দিবাকর। এ দিন সকালে কসবা মানার বাসিন্দা গীতা চৌধুরী একটি পুত্র সন্তান প্রসব করেন। এর পর তিনি অসুস্থ হয়ে পড়লে সন্তোষ তাঁর চিকিৎসা করেন। কিছুক্ষণের মধ্যেই গীতাদেবী মারা যান। মৃতার স্বামী ঘনশ্যামবাবুর অভিযোগ, সঠিক চিকিৎসা না হওয়াতেই গীতাদেবীর মৃত্যু হয়েছে।
|
এড্স সচেতনতা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও তৃণমূলের আসানসোল শিক্ষা সেলের উদ্যোগে রূপনারায়ণপুরের ঊষাগ্রাম বয়েজ হাইস্কুলে এড্স সচেতনতা দিবস পালন করা হল শনিবার। এ দিন সকালে আসানসোল গির্জা মোড় থেকে মহিলা কল্যাণ বিদ্যালয় পর্যন্ত একটি প্রভাত ফেরি হয়েছিল। ছিলেন আসানসোল শিক্ষা সেলের চেয়ারম্যান অসীম ঘটক।
|
শহরে সেমিনার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
থ্যালাসেমিয়া সোসাইটি অফ মেদিনীপুর ডিস্ট্রিক্টের উদ্যোগে রবিবার এক সেমিনার হয়েছে মেদিনীপুর শহরের জেলা পরিষদ হলে। গ্রামীণ ডাক্তার, শিক্ষিক থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সেমিনারে যোগ দেন। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তেই এই কর্মসূচি বলে উদ্যোক্তারা জানান।
|
ডেবরার মঠ বিষ্ণুপুর রামকৃষ্ণ আশ্রম ও এক সংস্থার যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল রবিবার। |