টুকরো খবর |
মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন জেলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
খেলার একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র। |
পঞ্চায়েত যুব ক্রীড়া ও খেল অভিযানের রাজ্য স্তরের ফুটবল প্রতিযোগিতায় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুর। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি জেলা। রবিবার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়, কার্তিক শেঠ, বিমল চৌধুরী প্রমুখ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। শুক্রবার থেকে মেদিনীপুর শহরে শুরু হয়েছিল পঞ্চায়েত যুব ক্রীড়া ও খেল অভিযানের রাজ্য স্তরের ফুটবল প্রতিযোগিতা। জেলা স্তরে যে দলগুলি চ্যাম্পিয়ন হয়েছে, তারাই রাজ্য স্তরের প্রতিযোগিতায় খেলতে এসেছিল। পুরুষ বিভাগের ১৬টি দল এবং মহিলা বিভাগের ৯টি দল এতে যোগ দেয়। মহিলা বিভাগের ফাইনালে ওঠে দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুরের সাঁকরাইল ব্লকের দলটি মহিলা বিভাগে জেলা চ্যাম্পিয়ন হয়েছিল। তাই ওই দলটিই রাজ্যস্তরের ফুটবলে জেলার প্রতিনিধিত্ব করে। ফাইনালে দক্ষিণ দিনাজপুরকে ১-০ গোলে হারিয়ে দেয় পশ্চিম মেদিনীপুর। অন্য দিকে, পুরুষ বিভাগের ফাইনালে উত্তর ২৪ পরগনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দেয় জলপাইগুড়ি।
|
খেলোয়াড়দের সংবর্ধনা পুলিশের
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
প্রাক্তন ফুটবলার বিমল মাহাতো, এশিয়ান ম্যারাথন দৌড়ে কৃতী দিবাকর ঘোষ, জাতীয় মহিলা ক্রীড়াবিদ কল্পনা মণ্ডল, রাজ্য স্তরের প্রাক্তন ফুটবলার হিরালাল মণ্ডল, জেলা স্তরের প্রাক্তন খেলোয়াড় বিমান চক্রবর্তী, মোম শিল্পী সুশান্ত রায়-সহ মোট ২৮ জনকে শনিবার সংবর্ধনা জানাল রানিগঞ্জ পুলিশ। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ, আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুখানন্দ ও স্থানীয় বিধায়ক সোহরাব আলি।
|
সেরা জলপাইগুড়ি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত যুব ক্রীড়া ও খেল অভিযানে রাজ্যস্তরের ফুটবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা জলপাইগুড়ি। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম মেদিনীপুর। রবিবার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে ফাইনালে ছিলেন প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়, কার্তিক শেঠ, বিমল চৌধুরী প্রমুখ। শুক্রবার মেদিনীপুর শহরে শুরু হয় পঞ্চায়েত যুব ক্রীড়া ও খেল অভিযানের রাজ্যস্তরের ফুটবল প্রতিযোগিতা। জেলাস্তরে যে দলগুলি চ্যাম্পিয়ন হয়, তারাই রাজ্যস্তরে খেলতে আসে। পুরুষ বিভাগের ১৬টি দল এবং মহিলা বিভাগের ৯টি দল যোগ দেয়। মহিলা বিভাগে ফাইনালে ওঠে দক্ষিণ দিনাজপুর-পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের ওই দল দক্ষিণ দিনাজপুরকে ১-০ গোলে হারিয়েছে। পুরুষ বিভাগে উত্তর ২৪ পরগনাকে ১-০ হারায় জলপাইগুড়ি।
|
দিলশানের লড়াই |
প্রায় সাত ঘণ্টা ব্যাট করে তিলকরত্নে দিলশানের ১৪৭ সত্ত্বেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর (৪৫০-৫ ডিঃ) টপকাতে পারল না শ্রীলঙ্কা। ৩৩৬-এ তারা অলআউট হয়ে যাওয়ার পরে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ২৭-০। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সিডল পাঁচ উইকেট পেলেও অস্ট্রেলিয়ার জন্য খারাপ খবর, কোমরের পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে তাদের অন্য পেসার হিলফেনহস।
|
দল পেলেন না ভরত |
আইপিএলের ছায়া হকি ইন্ডিয়া লিগের নিলামে! আইপিএলের নিলামে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই এইচআইএলের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি পেলেন না লন্ডন অলিম্পিকে ভারতীয় হকি দলের অধিনায়ক বাংলার ভরত ছেত্রী। রবিবার এই নিলামে সর্বোচ্চ দাম উঠল বর্তমান ভারত অধিনায়ক সর্দারা সিংহের। ৭৮ হাজার মার্কিন ডলারে (৪২.৪৯ লক্ষ টাকা) তাঁকে কিনল দিল্লি ওয়েভ রাইডার্স। চড়া দাম উঠল ভারতীয় দলের নতুন ড্র্যাগ ফ্লিকার ভি আর রঘুনাথের (৪১.৪০ লক্ষ টাকা)। তিনি গেলেন সহারা উত্তরপ্রদেশ উইজার্ডস দলে।
|
আদালতে বালোতেল্লি |
তাঁর ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি-র অভিযোগ, তিনি একের পর এক শৃঙ্খলা ভেঙেছেন। তাই ইতালীয় স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করেছিলেন ক্লাব কর্তারা। কিন্তু সেই জরিমানা না দিয়ে বালোতেল্লি গিয়েছেন আইনের দরবারে। বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই সদস্য বিশিষ্ট ট্রাইবুনালের মুখোমুখি হবেন মারিও। শুনানিতে হারলে মানচিনির দলে তাঁর জায়গা হওয়া নিয়ে এখন থেকেই আশঙ্কায় সিটি সমর্থকেরা।
|
বিশ্ব সেরা কোরিন্থিয়ান্স |
বিশ্ব ক্লাব কাপ গেল ব্রাজিলে। রবিবার ইয়াকোহামা সিটিতে ফাইনালে সাওপাওলো শহরের দল কোরিন্থিয়ান্স ১-০ হারাল ইংলিশ প্রিমিয়ার লিগের দল এবং গতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসিকে। রাফায়েল বেনিতেজের দলের বিরুদ্ধে ৬৯ মিনিটে গোল করেন পাওলো গুরেরো। ১২ বছর আগে প্রথম বার বিশ্ব সেরা হয়েছিল কোরিন্থিয়ান্স।
|
ডনের টুপি লাখ ডলার |
ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনের দাম এক লক্ষ ডলার। ডনের তিনটি ব্যাট আর ওই ব্যাগি গ্রিন টুপি নিলামে তুলেছিল ব্র্যাডম্যান মিউজিয়াম কর্তৃপক্ষ। টেস্টে পঞ্চম উইকেটে ৪০৫ রানের বিশ্বরেকর্ড পার্টনারশিপ গড়ার সময় ব্র্যাডম্যান যে ব্যাট আর টুপি ব্যবহার করেছিল সেগুলি কিনে নিলেন এক ভারতীয় সংগ্রাহক। ব্যাটের দাম উঠল ৬৫ হাজার ডলার।
|
সেরার সেরা শুমাখার-ভেটেল |
ব্যাঙ্ককে রেস অব চ্যাম্পিয়ন্স-এ মাইকেল শুমাখার ও সেবাস্তিয়ান ভেটেলের জুটি সেরাদের সেরা ট্রফি পেলেন। এ বার নিয়ে টানা ছ’বার এই ট্রফি জিতলেন এই জুটি। ফর্মুলা ওয়ান, ন্যাসকার, ইন্ডিকার, নানা র্যালি-সহ বিভিন্ন রেসিং সিরিজের সেরাদের নিয়ে মরসুম শেষে হয় রেস অব চ্যাম্পিয়ন্স।
|
সেরা পাঁচে গগনজিৎ |
এশীয় ট্যুরে মরসুমের শেষ টুর্নামেন্ট ইস্কান্দর জোহর ওপেনে গগনজিৎ ভুল্লার ২১ নম্বরে শেষ করলেন। তবে এশিয়ার অর্ডার অব মেরিট তালিকায় তিনি থাকলেন পঞ্চম স্থানে। ভারতীয়দের মধ্যে এ বছর তিনিই সেরা। তালিকায় এক নম্বরে তাইল্যান্ডের থাওর্ন উইরাটচান্ত। দ্বিতীয় বার এশীয় সেরা হলেন তিনি। |
|