টুকরো খবর
সম্মেলন শুরু খড়গপুরে
‘অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশন’ এর তিন দিন ব্যাপী সম্মেলন শুরু হল শনিবার। খড়গপুর শহরের গিরিময়দানে রজতজয়ন্তী বর্ষের এই সম্মেলনের উদ্বোধন করেন আসামের শ্রমমন্ত্রী পৃথিবী মাঝি। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের আদিবাসী উন্নয়ন ও পরিবহন মন্ত্রী চম্পাই সরেন, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা-সহ বিশিষ্টজন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে ৫০টি বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলন উপলক্ষে আয়োজিত বইমেলায় ৩০টি স্টল রয়েছে। সম্মেলনে ঝাড়খণ্ড, বাংলা, বিহার-সহ বিভিন্ন রাজ্যের ১২০০ প্রতিনিধি উপস্থিত হয়েছেন।

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম প্রলয় পয়ড়্যা (৪২)। বাড়ি দাঁতনের খড়াখাই গ্রামে। রবিবার বেলদা থানার রানিসরাই গ্রামে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুুলিশ জানায়, দাঁতনের একটি প্রতিষ্ঠিত নার্সিংহোমের মালিক প্রলয়বাবু এ দিন মোটরবাইকে ব্যবসার কাজে দাঁতন থেকে জাতীয় সড়ক ধরে বেলদায় আসছিলেন। তখনই রানিসরাইয়ের কাছে একটি মালবাহী গাড়ির সঙ্গে তাঁর ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।

শহর সম্মেলন
সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের দ্বিতীয় মেদিনীপুর শহর সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠে (বালক)। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভানেত্রী সুনীতা গুপ্ত, অনিতা মাইতি প্রমুখ। সম্মেলন থেকে ১৫ জনের নতুন কমিটি গঠন করা হয়। সম্পাদিকা হয়েছেন অনিন্দিতা জানা। স্কুলস্তরে যৌন শিক্ষা চালু, অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার প্রতিবাদ জানান নেতৃত্ব। সঙ্গে নারী নির্যাতনের ঘটনা এখন বাড়ছে বলেও অভিযোগ ওঠে।

বেলদায় দুর্ঘটনা
দাঁতন থেকে বেলদা আসার পথে এক দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। মৃতের নাম প্রলয় পড়িয়া (৪৪)। বাড়ি দাঁতনে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে মোটর বাইকে করে দাঁতন থেকে বেলদায় আসছিলেন প্রলয়বাবু। নিয়ন্ত্রণ হারিয়ে রানিসরাইয়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি পিক-আপ ভ্যানের পিছনে ধাক্কা মারেন তিনি। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে বেলদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথেই মৃত্যু হয় তাঁর।

প্রতিবাদ সভা
এসএফআইয়ের প্রতিবাদ মিছিল
স্বপন কোলের মৃত্যুবার্ষিকী পালন করল এসএফআই। রবিবার জেলার বিভিন্ন এলাকায় সংগঠনের কর্মী-সমর্থকেরা শহিদ দিবস পালন করেন। সাইকেল র্যালি হয়। সঙ্গে প্রতিবাদ সভা। মেদিনীপুর শহরের কলেজ মোড়েও প্রতিবাদ সভা আয়োজিত হয়েছিল। উপস্থিত ছিলেন এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, জেলা সভাপতি সোমনাথ চন্দ প্রমুখ। কলেজ ক্যাম্পাসে টিএমসিপি অশান্তি তৈরি করছে দাবি করে পরিস্থিতি মোকাবিলায় পড়ুয়াদের এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব।

ক্রিকেট টুর্নামেন্ট
তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল খড়গপুর শহরের তালবাগিচা হাইস্কুল মাঠে। শনিবার দেশবন্ধু ক্লাব আয়োজিত স্বর্গীয় হরিপদ পাল ও রাধারাণি মজুমদার স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল যোগ দেয়। উদ্বোধনী খেলায় আয়মা একাদশ, হিজলি ইয়ংকে পরাজিত করে। ম্যাচ পরিচালনা করেন দিলীপ দাস ও মধু কর্মকার। খেলা চলবে সোমবার পর্যন্ত।

আলোচনাসভা
গড়বেতা সায়েন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজ্ঞান বিষয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। সঙ্গে তথ্যচিত্র প্রদর্শনী এবং আকাশ পর্যবেক্ষণের আয়োজন করা হয়েছিল। গড়বেতা হাইস্কুল মাঠে এই কর্মসূচি হয়েছে।

সচেতনতা শিবির
মেদিনীপুর লোধা-শবর কল্যাণ সমিতি এবং এক সোসাইটির যৌথ উদ্যোগে আইনি সচেতনতা শিবির হল মেদিনীপুরে। শনিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে শিবিরের আয়োজন করা হয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.