টুকরো খবর
বেহাল রাস্তা নিয়ে সমস্যায় পাঁচলাবাসী
গত ৫ বছর ধরে বেহাল অবস্থা হাওড়া জেলার পাঁচলার কালীতলা থেকে রানিহাটি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনে বার বার জানানোর সত্ত্বেও ওই রাস্তার বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাস্তায় গর্ত হয়ে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। কিছু দিন আগে গর্তে মাটি ফেলে রাস্তাটিকে যাতাযাতের উপযোগী করে তোলা হয়। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। তাই রাস্তাটি অবিলম্বে মেরামতির দাবিতে গ্রামবাসীরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০০৪ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে এই রাস্তাটি তৈরি করা হয়েছিল। এই রাস্তার উপর দিয়েই যাতায়াত করেন গঙ্গাধরপুর, জয়নগর, গোন্দলপাড়া, কুলাই, দেউলপুর ইত্যাদি ১২টি গ্রামের মানুষ। এ ছাড়াও এই এলাকার বিএড কলেজ, জুনিয়র বেসিক ট্রেনিং স্কুল সহ এলাকার স্কুলগুলির ছাত্র-ছাত্রীরাও যাতায়াত করেন ওই রাস্তা দিয়ে। পাঁচলার প্রাক্তন বিধায়ক সন্তোষ দাস বলেন, “রাস্তাটি মেরামতের জন্য বার বার প্রশাসনে জানিয়েও কোনও ফল হয়নি।” হাওড়া জেলার পূর্ত কর্মাধ্যক্ষ আনন্দ চট্টোপাধ্যায় বলেন, “টাকার অভাবে রাস্তাটির মেরামতি করা যাচ্ছে না। টাকা এলেই মেরামতের কাজ শুরু হবে।’’ পাঁচলার বর্তমান বিধায়ক গুলশন মল্লিক বলেন, “ওই রাস্তাটি মেরামতিক ব্যাপারে টেন্ডার ডাকা হয়ে গিয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।”

চাকরিপ্রার্থীদের জন্য প্রশিক্ষণকেন্দ্র
হুগলি জেলা পুলিশের উদ্যোগে সরকারি চাকরিপ্রার্থীদের এক প্রশিক্ষণ কেন্দ্র এবং পাঠাগার তৈরি হল ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায়। শনিবার এর উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিজি নপরাজিৎ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যাতে সরকারি চাকরি পাওয়ার দক্ষতা লাভ করতে পারে, সেই লক্ষেই সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় প্রশিক্ষণকেন্দ্র ও পাঠাগার তৈরি করা হল। প্রশিক্ষণ-সংক্রান্ত পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই ওই পাঠাগারে পাওয়া যাবে। ডিজি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি (বর্ধমান রেঞ্জ) তাপসরঞ্জন ঘোষ, ডিআইজি (আইপিএস সেল) সঞ্জীব বসু, হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত প্রমুখ।

পঞ্চায়েত সমিতির অনুষ্ঠান বলাগড়ে
বলাগড় পঞ্চায়েত সমিতির বার্ষিক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হল। সমিতির প্রাঙ্গণে ওই অনুষ্ঠান হয়। সমিতির সভাপতি অসীম রায় জানান, অনুষ্ঠানে ৬২ জন গ্রামবাসীর হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। তার মধ্যে ৮ জন ছিলেন ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পের আওতায়। এ ছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণির ৮৫ জন কৃতী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।

গয়নার দোকানে চুরি
দোকানের শাটার এবং গ্রিল ভেঙে গয়না এবং টাকা চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে চণ্ডীতলার গঙ্গাধরপুরের রাধাগোবিন্দতলায়। পুলিশ জানায়, প্রায় দেড় ভরি সোনা, কয়েক ভরি রূপো এবং নগদ কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় চোরেরা।

এফডিআইয়ের প্রতিবাদে মিছিল
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে রবিবার হুগলিতে মিছিল করল তৃণমূল। পোলবার সংগ্রামপুর থেকে ব্যান্ডেলের লিচুতলা পর্যন্ত ওই মিছিল হয় চুঁচুড়ার বিধায়ক তপন মজুমদারের নেতৃত্বে। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিরও প্রতিবাদ হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.