টুকরো খবর
দুর্ঘটনাগ্রস্তদের জিনিস চুরি, ধৃত
গাড়ি দুর্ঘটনায় মৃত এবং আহতদের গয়না ও ঘড়ি চুরির অভিযোগ উঠল তাঁদেরই এক ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে। তিনিও ওই গাড়িতেই ছিলেন। দমদমের বাসিন্দা, অভিযুক্ত খোকন তপাদার গ্রেফতার হয়েছে। তার বাড়িতে মিলেছে চুরি যাওয়া গয়না। শনিবার খোকনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পুলিশ জানায়, গত বুধবার তারাপীঠ থেকে গাড়ি করে ফিরছিলেন উত্তর ২৪ পরগনা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস দাস। সঙ্গে ছিলেন আরও চার বন্ধু। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সিঙ্গুরের কাছে গাড়িতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবাশিসবাবুর। জখম তিন বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়। সামান্য জখম হয় খোকন। পরে দেখা যায় দেবাশিসবাবু ও অন্য আহত বন্ধুদের সোনার আংটি, চেন ও ঘড়ি উধাও। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের তরফে দমদম থানায় অভিযোগ দায়ের হয়। জিজ্ঞাসাবাদে খোকন পুলিশকে জানায়, দুর্ঘটনার পরে তাঁদের উদ্ধারের সময়ে সম্ভবত স্থানীয় বাসিন্দারাই গয়নাগুলি খুলে নেন। পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। বাসিন্দারা জানান, খোকনের নির্দেশেই সেদিন তাঁরা আহতদের আংটি ও চেন খুলে খোকনকে দেন। পুলিশের দাবি, জেরায় দোষ কবুল করে খোকন। নাগেরবাজারে খোকনের বাড়িতে মেলে সোনার আংটি, দু’টি সোনার চেন ও তিনটি ঘড়ি।

প্রচারে হামলা
বরাহনগর এলাকায় দুই সিপিএম-কর্মীকে মারধর ও দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সিপিএমের আঞ্চলিক কমিটির সদস্য শানু রায়ের অভিযোগ, সোমবার বরাহনগর পুরসভায় তাঁদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। রবিবার প্রচারের সময় তৃণমূল সমর্থকরা তাঁদের মারধর করেন।

সততার স্বীকৃতি
সততার জন্য এক ট্যাক্সিচালককে রবিবার সংবর্ধনা দিল ভবানীপুরের একটি সংগঠন। অক্টোবরে যাদবপুরে এক যাত্রীকে নামিয়ে ফেরার পথে ট্যাক্সির পিছনের আসনে একটি ল্যাপটপ ও চামড়ার ব্যাগ পড়ে থাকতে দেখেন চালক প্রমোদ সিংহ। ব্যাগের কাগজে ঠিকানা দেখে তা ফিরিয়ে দেন তিনি। সংবর্ধনায় ছিল নগদ টাকা এবং অন্যান্য উপহার।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.