স্নান করে তবেই সকালের রেওয়াজে তাঁদের বসতে বলেছিলেন রবিশঙ্কর। কিন্তু তন্ময় বসুরা অত সকালে ঠান্ডার মধ্যে স্নান না-করে মাথায় জেল দিয়ে গিয়েছিলেন। তবু ‘গুরুজি’-কে ফাঁকি দেওয়া গেল না। ঠিক ধরে ফেললেন। মমতাশঙ্কর জানালেন, সরস্বতী শব্দটিকে কী ভাবে একেক জনকে একেক রকম নোটে, ভিন্ন ভিন্ন অক্টেভে ধরিয়ে নেহাতই খেলার ছলে অদ্ভুত সুর সৃষ্টি করেছিলেন শিল্পী। এমনই সব ব্যক্তিগত স্মৃতিচারণায় রবিবার সন্ধ্যায় রবিশঙ্কর উঠে এলেন রবীন্দ্র সরোবরে। তাঁর কথা বললেন বিক্রম ঘোষ, পার্থসারথি, জয়া বিশ্বাস, রবীন পালেরাও। প্রদর্শিত হয় রবিশঙ্করের উপরে তৈরি একটি তথ্যচিত্রও।
|
মনসুর আলি খান পটৌডির স্মরণে ভিনটেজ-কার র্যালিতে শর্মিলা ঠাকুর। রবিবার ভোপালে । ছবি: পি টি আই |