কেটের পূর্বপুরুষ প্রাক্তন প্রধানমন্ত্রী
সংবাদসংস্থা • লন্ডন |
অন্তঃসত্ত্বা হওয়ার পরপরই সুখবরটা পেলেন কেট মিডলটন।কেটের পূর্বপুরুষদের মধ্যে পাওয়া গেল ইংল্যান্ডের এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে। উইলিয়াম পেটি ফিজমরিস। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ১৭৮২-৮৩ সালে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটেনের হয়ে আমেরিকার সঙ্গে সন্ধি স্থাপনে যাঁর প্রধান ভূমিকা। কেটের বংশতালিকা খুঁজতে গিয়ে এই তথ্য পেয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক স্কুলশিক্ষক মাইকেল রিড। রিড জানান, কেটের আর এক পূর্বপুরুষ ক্রিস্টোফার বুলক ছিলেন উইনস্টন চার্চিলের মুখ্য ব্যক্তিগত সচিব। রিড তাঁর এই আবিষ্কারের খবর কেটের কাছে চিঠি লিখে জানিয়েছিলেন। কেট তাঁর ব্যক্তিগত সচিব রেবেকা ডেকনকে এই আবিষ্কারের জন্য রিডকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও লিখতে বলেছেন। যুবরানিই হোন আর যে-ই হোন, ব্রিটিশ উন্নাসিকতার হাত থেকে রেহাই নেই কারও। এত দিন কেটের ‘সাধারণ’ বংশগরিমা নিয়ে কম চর্চা হয়নি। কেটের বংশতালিকা ঘেঁটে পাওয়া গিয়েছিল এক ঝাড়ুদার, কয়লাখনির মালিক, এমনকী এক জেলের আসামিকে। যাঁরা নাকি লতায়-পাতায় কেটের সঙ্গে সম্পর্কযুক্ত। |
জেসিন্থার ফেরা
সংবাদসংস্থা • ম্যাঙ্গালোর |
রবিবার জেসিন্থা সালডানহার কফিনবন্দি দেহ পৌঁছয় ম্যাঙ্গালোর লাগোয়া বাজপে বিমানবন্দরে। সোমবার জেসিন্থার শহর শিরওয়ায় নিয়ে যাওয়া হবে দেহ। সুইসাইড নোটে সেখানেই অন্ত্যেষ্টির ইচ্ছা জানান জেসিন্থা। |