আর একটা স্যান্ডি হুক হতে পারত। সেই শুক্রবারই। কিন্তু পুলিশের তৎপরতায় আটকানো গিয়েছে সেই বীভৎসতা। কিন্তু শনিবারই ফের ক্যালিফোর্নিয়ার এক শপিং মলে চলল এলোপাথাড়ি গুলি। কেউ আহত না হলেও মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিড়ে ঠাসা মলটিতে। তবে কিছু ক্ষণের মধ্যেই মার্কোস গুরোলা নামের ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ।
কানেক্টিকাটের স্যান্ডি হুক স্কুলে যে দিন বন্দুক নিয়ে তাণ্ডব চালিয়েছিল অ্যাডাম ল্যানজা, সেই দিনই ওকলাহোমার একটি স্কুলে তারই কিছু সহপাঠীকে মেরে ফেলার ছক কষেছিল স্যামি ইগ্লবিয়ার চাভেজ। কিন্তু স্যামির এক সহপাঠী বৃহস্পতিবার সেই পরিকল্পনার কথা শুনে ফেলে পুলিশে জানিয়ে দেয়। পুলিশের হাতে ধরা পড়ে স্যামি। এক মার্কিন দৈনিকে আজ এই খবর প্রকাশিত হয়েছে।
পুলিশ জানায়, বার্টলেসভিল হাইস্কুলের ছাত্র স্যামি। বৃহস্পতিবারই সে স্কুলের কিছু সহপাঠী ও শিক্ষককে মেরে ফেলার ইচ্ছের কথা জানায় কয়েক জন বন্ধুকে। পুলিশ এলে সে কী ভাবে বিস্ফোরক দিয়ে গোটা স্কুল উড়িয়ে দেবে, তা-ও বলে। এর পরই এক বন্ধু পুলিশে খবর দেয়। শুক্রবার স্যামিকে গ্রেফতার করা হয়। পুলিশের ধারণা, স্যামির কাছে একটি কোল্ট .৪৫ বন্দুক রয়েছে। বিস্ফোরক তৈরির পদ্ধতি নিয়েও রীতিমতো গবেষণা চালিয়েছিল সে। কিন্তু কী কারণে সে নিজের স্কুলে হত্যালীলা চালানোর পরিকল্পনা করছিল, তা এখনও জানা যায়নি। কানেক্টিকাট-কাণ্ডের সঙ্গে স্যামির পরিকল্পনার সম্পর্ক নেই বলেও মনে করছেন তদন্তকারীরা। তবে স্যামির সহপাঠীরা জানাচ্ছে, মাঝে মধ্যেই ১৯৯৯-এ কলম্বিয়ার হাইস্কুলের গুলি চালানো নিয়ে আলোচনা করত স্যামি। |