ভুয়ো রেশন কার্ডের খোঁজে বাড়িতে তল্লাশি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভুয়ো রেশন কার্ডের সন্ধানে এ বার গ্রাহকদের বাড়ি বাড়ি যাবেন খাদ্য দফতরের কর্মীরা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ করেছেন, ভুয়ো রেশন কার্ড উদ্ধারের বিষয়টি নিয়ে রেশন ডিলাররা কোনও রকম সহযোগিতা করছেন না। শনিবার খাদ্যমন্ত্রী বলেন, “ডিলারদের উপরে ভরসা করে বসে না থেকে খাদ্য দফতরের কর্মীরা নিজেরাই গ্রাহকদের বাড়িতে বাড়িতে গিয়ে এ বার রেশন কার্ড দেখতে চাইবেন। কোনও বাড়ি যদি রেশন কার্ড দেখাতে না পারে, তা হলে ওই পরিবারের কার্ড সঙ্গে সঙ্গেই বাতিল করে দেওয়া হবে।” কেবল তাই নয়, পরবর্তী কালেও ওই পরিবার যাতে রেশন কার্ড না পান, তারও ব্যবস্থা নেওয়া হবে বলে জ্যোতিপ্রিয়বাবু এ দিন জানিয়েছেন। মন্ত্রীর অভিযোগ, অনেক ক্ষেত্রেই গ্রাহকেরা রেশন কার্ড নিজেরা ব্যবহার না করে ডিলারদের কাছে জমা রেখে দেন। উপকৃত হন ডিলাররাই। মন্ত্রী জানান, এখন রাজ্যে ৭৯ লক্ষ ভুয়ো রেশন কার্ড রয়েছে।
|
বৃ্ত্তম বাম ঐক্য চাইছে ফ ব |
পঞ্চায়েত ভোটের আগে বামফ্রন্টের বাইরে থাকা বাম দল ও ব্যক্তি বামপন্থীদের কাছে টানতে চায় ফরওয়ার্ড ব্লক। শনিবার ফ ব-র তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, “পঞ্চায়েত ভোট আসছে। বামফ্রন্টের বাইরেও অনেক বামপন্থী নানা জায়গায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছেন। এই অংশ থেকে আমাদের বন্ধু খুঁজতে হবে।” এসইউসি, সিপিআই (এমএল) লিবারেশন, পিডিএসের মতো বাম দলগুলির সঙ্গেও কি তাঁরা ঐক্য চান? দেবব্রতবাবুর জবাব, “নিচু তলায় আলোচনা হবে।” |