চিকিৎসকের একটি প্রেসক্রিপশনই খুলে দিল রহস্যের জট। শুক্রবার রাতে এই খুনের ঘটনায় অভিযুক্ত বাবুরাম মণ্ডলকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। শনিবার ধৃত বাবুরামকে আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীদের দাবি, অবৈধ সম্পর্কের জেরে মালবিকা মাল নামে ওই মহিলাকে সোমবার রাতে হোটেলের ঘরে গলায় জুতোর ফিতে পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে বাবুরাম। হোটেলের খাতায় অবশ্য খুন হওয়া মহিলা নিজের ভূয়ো পরিচয় দিলেও মহিলার একটি ব্যাগে থেকে পাওয়া এক চিকিৎসকের প্রেসক্রিপশন ছিল। তাতেই সঠিক নাম জানা যায়। তদন্তকারীরা জানতে পারেন, মালবিকা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আয়ার কাজ করতেন। বাবুরামের স্ত্রী অসুস্থ হয়ে মেদিনীপুরের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। তখনই বাবুরামের সঙ্গে আলাপ মালবিকার। বাবুরাম জানিয়েছে, বাড়িতে জানাজানির পর এই সম্পর্ক থেকে মুক্তি চেয়েছিল সে। কিন্তু মালবিকা তাকে নিয়মিত চাপ দিয়ে টাকা আদায় করতেন। এর থেকে মুক্তি পেতে সে মালবিকাকে হত্যার পরিকল্পনা করেছিল।
|
বরযাত্রী ও পাড়ার লোকের সংঘর্ষে তিন জন জখম হয়েছেন। অভিযোগ, বরযাত্রীর গাড়ির ধাক্কায় মারা গিয়েছেন এক জন। জখম আরও দু’জন। পুলিশ জানায়, হরিদেবপুরের বনমালি ব্যানার্জি রোডে শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারামারির অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে দু’পক্ষের পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গাড়ির ধাক্কায় যিনি মারা গিয়েছেন বলে অভিযোগ, তাঁর নাম নিমাই বিশ্বাস (৬৫)। নিমাইবাবুর মেয়ে সোমা পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাঁর বাবাকে বরযাত্রীদের গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। এসএসকেএম-এ শনিবার তিনি মারা যান। পুলিশ জানায়, গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মেয়ের বিয়ের জন্য বনমালি ব্যানার্জি রোডে বাড়িভাড়া করেছিল স্থানীয় একটি পরিবার। বরযাত্রীরা বাঁশদ্রোণী থেকে ওই বাড়িতে আসছিলেন। বিয়েবাড়ির পাশে পাড়ার ছেলেরা পুজো এবং জলসার আয়োজন করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বরযাত্রীরা পুজো মণ্ডপের সামনে বাজি পোড়াচ্ছিলেন। মাইকও বাজানো হচ্ছিল। তাতে পুজোয় ব্যাঘাত হচ্ছে বলে বরযাত্রীদের বাজি পোড়াতে, বাজনা বাজাতে নিষেধ করা হয়। পুলিশ জানায়, এই ঘটনাকে কেন্দ্র করেই দু’পক্ষে প্রথমে কথা কাটাকাটি, পরে সংঘর্ষ বাধে। দু’পক্ষই একে অন্যকে লক্ষ্য করে ইট ছোড়ে। তাতে তিন জন জখম হন। বরযাত্রীদের পক্ষে রাজকুমার সিংহ নামে এক ব্যক্তি পাল্টা অভিযোগ করে জানান, পুজোর উদ্যোক্তারা তাঁদের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা চান। তাঁরা তা দিতে রাজি না হওয়ায় গোলমাল বাধে।
|
বাসের ধাক্কায় এক যুবকের আহত হওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা ছড়াল বন্দর এলাকার সার্কুলার গার্ডেনরিচ রোডে। উত্তেজিত এক দল লোক ওই বাসে ভাঙচুর চালান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ ১২সি রুটের একটি বেসরকারি বাস সার্কুলার গার্ডেনরিচ রোডে খিদিরপুর ট্রাম ডিপোর কাছে সাইকেল আরোহী অশোক রামকে (২৮) ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
|
সামরিক বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মুরলীধর নাথ। অভিযোগ, চাকরি করিয়ে দেওয়ার নামে কয়েক জনের কাছ থেকে ৪০-৫০ হাজার করে টাকা নিয়েছিলেন তিনি। শুক্রবার রাতে ওয়াটগঞ্জের অরফ্যানগঞ্জ মার্কেট থেকে বছর পঁয়তাল্লিশের মুরলীধরকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি মানিকতলায়।
|
শহরের এক পানশালার মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও নিগ্রহের অভিযোগ আনলেন এক গায়িকা। মানিকতলা থানায় শনিবার এই অভিযোগ করে তিনি জানান, দীর্ঘদিন ধরেই বৈষম্যের শিকার হচ্ছিলেন তিনি। বেশি গান গাইবার সুযোগ না মেলায় আর্থিক ক্ষতি হচ্ছিল। শুক্রবার এই নিয়ে পানশালা-মালিকের সঙ্গে কথা বলতে গেলে তিনি ওই মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করেন। অভিযুক্ত ব্যক্তি ফেরার। |