বন্ধ্যাকরণের অস্ত্রোপচারের পরে মৃত দুই বারাবনিতে
ন্ধ্যাকরণের অস্ত্রোপচার করানোর পরে মৃত্যু হয়েছে দুই বধূর। শুক্রবার বারাবনির কেলেজোড়া স্বাস্থ্যকেন্দ্রে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরে অসুস্থ হয়ে পড়ায় দু’জনকে আসানসোল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে জানানো হয়। কেন ওই দু’জনের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে মহকুমা প্রশাসন।
আসানসোল স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরিতা সেন চট্টোরাজ জানান, এ দিন বন্ধ্যাকরণের অস্ত্রোপচারের জন্য কেলেজোড়া স্বাস্থ্যকেন্দ্রে একটি বিশেষ শিবির হয়। ৩৯ জনের অস্ত্রোপচার হয়েছে। বাকিরা সুস্থ থাকলেও মির্জাপুরের চানমনি হেমব্রম (৩৮) ও কালিপাথরের ভবানী টুডুর (২৫) মৃত্যু হয়েছে। অরিতাদেবী বলেন, “কেন ওই দু’জন মারা গেলেন, তা ময়না-তদন্তের রিপোর্ট আসার পরেই বুঝতে পারব। এর বেশি এখন কিছু বলা যাবে না।” আসানসোলের মহকুমাশাসক শিল্পা গৌরী বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এ বিষয়ে খোঁজখবর নেবে।” মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ওই হাসপাতালে যাবে।
মহকুমা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা থেকে অস্ত্রোপচার শুরু হয়। চানমনিদেবী ও ভবানীদেবীর অস্ত্রোপচার হয় শেষ দিকে। বিকেল ৫টা নাগাদ অস্ত্রোপচারের পরেই তাঁদের শারীরির অবস্থার অবনতি শুরু হয়। তড়িঘড়ি হাসপাতালের অ্যাম্বুল্যান্সে করে তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে জানান। চানমনিদেবীর স্বামী গোরাচাঁদ হেমব্রম ও ভবানীদেবীর স্বামী দুলাল টুডু আসানসোল হাসপাতালে দাঁড়িয়ে বলেন, “অস্ত্রোপচারের পরেই ডাক্তারবাবু বলেন, ওদের শরীর ভাল নেই। এখানে নিয়ে আসার পরে ডাক্তার বললেন, ওরা মারা গিয়েছে।”
সন্ধ্যায় আসানসোল হাসপাতালে সিপিএমের জোনাল সম্পাদক পার্থ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু হয়। অস্ত্রোপচারের পরেই দু’জনের মৃত্যু হল কেন? এ দিন অস্ত্রোপচারের দায়িত্বে থাকা বারাবনির ব্লক স্বাস্থ্য আধিকারিক আসিফ সিরাজের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে এক বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, সম্ভবত ওই দুই বধূর শরীরে পুষ্টির অভাব ছিল। তার উপরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত না খেয়ে বসে থাকায় শরীর আরও দুর্বল হয়। ফলে অস্ত্রোপচারের ধকল তাঁরা নিতে পারেননি।

প্রতিবাদ সভা
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের বন্ধে সাড়া না দিয়ে কাজ করায় ৪ ডিসেম্বর নিগৃহীত হয়েছিলেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের এক সদস্য। তারই প্রতিবাদ জানাতে শুক্রবার প্রতিবাদ সভার আয়োজন করল অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন। এ দিন মেদিনীপুর শহরের পঞ্চুরচকে সভার পাশাপাশি একটি মিছিলও করা হয়। এই সংগঠনের অভিযোগ, কোনও সংগঠনের যেমন বন্ধ ডাকার অধিকার রয়েছে, তেমনি অন্য সংগঠনেরও কাজ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। সংগঠনের মেদিনীপুর আঞ্চলিক শাখার সম্পাদক শান্তনু ভুঁইয়া বলেন, “আমাদের সংগঠনের সদস্যকে নিগ্রহ করার প্রতিবাদ জানাতেই এদিন সভা ও মিছিল করা হয়।”

নয়া চিকিৎসা কেন্দ্র
নোভা মেডিক্যাল সেন্টারের বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্র খোলা হল পার্ক সার্কাসে। চিকিৎসক রোহিত গুটগুটিয়া জানান, এখানে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সুযোগ থাকছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.