দ্বিতীয় বারের উত্তরবঙ্গ উৎসবের দিন-তারিখ, ঠিক হলেও বাজেট ঠিক হয়নি। শুক্রবার তা জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। এ দিন শিলিগুড়ির হিলকার্ট রোডের একটি হোটেলে সাংবাদিক বৈঠকে করে উৎসবের ঘোষণা করেন তিনি। মন্ত্রী জানান, ২৮ জানুয়ারি উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান কোথায় হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২৯ জানুয়ারি দার্জিলিংয়ের চৌরাস্তায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন। ওই অনুষ্ঠানে অঞ্জন দত্ত এবং ঊষা উত্থুপের যোগ দেওয়ার কথা রয়েছে। এ বার কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরকে সামনে রেখে অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে। কলকাতা থেকে নানা ক্ষেত্রের শিল্পী, বুদ্ধিজীবীদের অনুষ্ঠানে নিয়ে আসার কথা আপাতত ঠিক হয়েছে। ৩ ফেব্রুয়ারি ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে। এ দিনের সাংবাদিক বৈঠকে শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, “গতবারের উৎসবের অডিট রিপোর্ট তৈরি হয়েছে। সেটা এখনও দেখা হয়নি।” এ বারের উৎসবের খরচ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘এখনও বাজেট ঠিক হয়নি। অনুষ্ঠান ঠিক হয়ে গেলে তা বোঝা যাবে।” গত বার বিরোধী সিপিএমের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, যেখানে চা বাগানে মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, মুখ্যমন্ত্রী যেখানে রাজ্যের অবস্থা নিয়ে একাধিকবার সরব হয়েছেন সেখানে অনুষ্ঠান করে এত টাকা খরচ করার অর্থ কি? মন্ত্রীর বক্তব্য, “অনেক সমস্যা রয়েছে। তার মধ্যেও উৎসব করতে হবে। মুখ্যমন্ত্রী সে কথা সব সময় বলেন।”
|
মন্ত্রীর নির্দেশ অমান্য করে স্টেডিয়ামের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে মহকুমাশাসককে স্মারকলিপি দিল শিলিগুড়ি স্পোটর্স লাভার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের তরফে ডেপুটি ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষের হাতে স্মারকলিপি দেওয়া হয়। তাদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সম্পাদক অরূপরতন মহন্ত। প্রশাসন সূত্রের খবর, আগামী ২২ ডিসেম্বর কলকাতার একটি সংস্থাকে অনুষ্ঠান করার জন্য মাঠ ভাড়া দেওয়া হয়েছে। সেখানে চিত্রতারকা দেব-এর থাকার কথা। অনুষ্ঠান হলে মাঠের ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন খেলাপ্রেমীরা। শিলিগুড়ির মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব বলেন, “মাঠ ভাড়া দিলে রাজস্ব হিসেবে বেশ কিছু টাকা পাওয়া যায়। তা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণে ব্যবহার করা যায়। সেটা ভেবেই স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য ভাড়া দেওয়া হয়েছে। আগে কেউ অভিযোগ জানাননি। আমাকে স্টেডিয়াম খেলার বাইরে অন্য কিছুতে ভাড়া দেওয়া যাবে না বলে কোনও নির্দেশ দেওয়া হয়নি।”
|
বন্ধ চা-বাগান পরিদর্শনে আর্জি |
আন্তর্জাতিক চা দিবসে আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রতিনিধিদের ডুয়ার্সের বন্ধ চা বাগান পরিদর্শনে আর্জি জানাবে আরএসপির শ্রমিক সংগঠন। শুক্রবার এ কথা জানান রাজ্য সম্পাদক অশোক ঘোষ।
|
ডুয়ার্স থেকে দক্ষিণ ভারতের ট্রেনে কামরা বাড়ানোর দাবি জানালেন ধূপগুড়ির সিপিএম বিধায়ক মমতা রায়। শুক্রবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে। |