|
|
|
|
|
|
দক্ষিণ কলকাতা |
বিআইটিএম |
হুল্লোড়ের গ্যালারি |
বিভূতিসুন্দর ভট্টাচার্য |
এটাও জাদুঘর। কিন্তু এখানে কাচের এ পার থেকে নয়, প্রতিটি প্রদর্শ ছুঁয়ে বুঝে নেওয়া যায় তার ব্যবহার। ছোটদের জন্য সম্প্রতি একটি নতুন গ্যালারি চালু হল বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহালয়ে (বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়াম)।
শিশুদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে গ্যালারির বিভিন্ন আইটেম। চার হাজার বর্গফুটের এই গ্যালারিতে রয়েছে নানা ভাগ ‘কিড্স জোন’, ‘লার্নিং জোন’, ‘মিরর জোন’, ‘ফান জোন’, ‘অ্যাসেমব্লি জোন’, ‘রাইড জোন’ ইত্যাদি। |
|
‘কিড্স জোন’ যেন স্বপ্নের খেলাঘর। রয়েছে ডাক্তারের চেম্বার, পুতুলের ঘর ইত্যাদি। তার ঠিক উল্টোদিকেই টয়ট্রেন। ‘মিরর জোন’-এ আয়নার সামনে দাঁড়ালেই দেখা যাবে নিজের অদ্ভুত সব আকৃতি। তবে এর আসল আকর্ষণ ‘ভুলভুলাইয়া’। নানা আকৃতির আয়না, সাবেক থাম আর সবুজ আলো সবে মিলে যেন ছোটদের এক মায়ার জগতে পৌঁছে দেবে। ছোটদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য রয়েছেন গ্যালারি-সহায়করা, জানালেন বিআইটিএম-এর টেকনিক্যাল অফিসার গৌতম শীল। |
|
খেলায় মগ্ন ছোট্ট রোহন জানাল, খুব ভাল লাগছে গ্যালারিটা। তার বাবা সমীর রায় বললেন, “খেলার ছলে বিজ্ঞানের নানা দিকের সঙ্গে ওরা পরিচিত হচ্ছে।”
বিআইটিএম-এর অধিকর্তা ইমদাদুল ইসলাম বললেন, “ছোটদের কাছে মিউজিয়ামকে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ।” |
|
|
|
|
|