টুকরো খবর
খসড়া তালিকা নিয়ে সর্বদল বৈঠক
পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা নিয়ে সর্বদল বৈঠক হল মেদিনীপুর সদর ব্লকে। শুক্রবার ব্লক অফিসে আয়োজিত এই বৈঠকে ছিলেন বিডিও অয়ন নাথ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে তৃণমূলের কোনও প্রতিনিধি বৈঠকে ছিলেন না। আবার কেশপুরে শুক্রবার খসড়া তালিকা নিয়ে সর্বদল বৈঠকে বিডিও মহম্মদ জামিল আখতার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেন। তবে বৈঠকে অনুপস্থিত ছিলেন সিপিএমের প্রতিনিধি। সম্প্রতি পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। ভোটার সংখ্যার নিরিখে আসন সংখ্যার বিন্যাস হয়েছে। জেলায় পঞ্চায়েতের আসন বেড়েছে ৫৩৭টি। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও আসন সংখ্যা বেড়েছে। এই খসড়া তালিকা জেলাশাসকের অফিস, বিডিও অফিসের পাশাপাশি পঞ্চায়েত অফিসেও টাঙানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ২৯০টি গ্রাম পঞ্চায়েত আছে। আগে পঞ্চায়েতের আসন ছিল ৩৩০৯টি। এ বার বেড়ে হয়েছে ৩৮৪৬টি। জেলার ২৯টি পঞ্চায়েত সমিতিতে আসন ছিল ৭৫০টি। এ বার হয়েছে ৭৯৮টি। আর জেলা পরিষদে আসন ছিল ৬২টি। এ বার হয়েছে ৬৭টি। প্রশাসন জানিয়েছে, নিয়ম মেনে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণও করা হয়েছে বিন্যাসে। তফসিলি জাতি ও উপজাতির সংরক্ষণও রাখা হয়েছে নিয়ম মেনে। খসড়া তালিকা নিয়ে প্রতিটি ব্লকেই সর্বদল বৈঠক করার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। সেই মতোই এ দিন বৈঠক হয়।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা উধাও হয়ে গেল এক গ্রাহকের। ওই গ্রাহকের নাম সদানন্দ কুমার। কয়েক বছর আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খড়্গপুর আইআইটি শাখায় তিনি অ্যাকাউন্ট খুলেছিলেন। কয়েক দিন আগে সদানন্দ জানতে পারেন, বেশ কয়েকবার তাঁর অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুলে নিয়েছে। বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাশাপাশি খড়্গপুর টাউন থানাতেও অভিযোগ জানান তিনি। সদানন্দ কুমার বলেন, “আমার ই-ব্যাঙ্কিংয়ের সুবিধা রয়েছে। সব দিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখা সম্ভব নয়। হঠাৎ দিন কয়েক আগে ব্যালান্স দেখতে গিয়ে দেখি, প্রায় ১ লক্ষেরও কিছু বেশি টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেউ তুলে নিয়েছে।” খড়্গপুর থানা জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সদানন্দ কুমারের বাড়ি বিহারের নালন্দায়। তিনি ২০০৯ সালে এম টেক পড়ার জন্য খড়্গপুর আইআইটিতে এসেছিলেন। বর্তমানে চাকরি সূত্রে সদানন্দ জম্মু ও কাশ্মীরে রয়েছেন।

পোস্টার ছেঁড়ার অভিযোগ
দলীয় পোস্টার ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে কলেজ অধ্যক্ষের দ্বারস্থ হল এসএফআই। শুক্রবার মেদিনীপুর কমার্স কলেজের ঘটনা। অধ্যক্ষ দিলীপ নিয়োগীর কাছে এই নিয়ে স্মারকলিপি দিয়েছে এসএফআই। যারা ওই পোস্টার ছিঁড়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানানো হয়েছে। এসএফআইয়ের কলেজ ইউনিটের সম্পাদক শেখ বাবলু বলেন, “ছাত্র সংসদ পরিচালিত কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে স্বরচিত কবিতা ও তাৎক্ষণিক বক্তৃতা বাদ দেওয়া হয়েছে। প্রতিবাদে বৃহস্পতিবার আমরা নোটিস বোর্ডে হাতে লেখা পোস্টার লাগিয়েছিলাম। ওই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে।” পোস্টার ছিঁড়ে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ এসএফআইয়ের।

বৃদ্ধাকে ধর্ষণ, ধৃত
ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল খড়্গপুর লোকাল থানা এলাকার আলিচকরিসা গ্রামে। বুধবার রাতে বৃদ্ধার বাড়িতে ঢুকে ৩০ বছরের এক যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত যুবক পিন্টু রায়কে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, পিন্টুর বাড়ি আলিচকরিসা গ্রামের পাশের বসন্তপুর-কামারবাগান গ্রামে। পাশাপাশি গ্রাম হওয়ায় তাঁরা একে অপরের পরিচিত ছিলেন। সেই সূত্রেই বুধবার রাতে বৃদ্ধার বাড়িতে যায় যুবক। তখন বাড়িতে বৃদ্ধার সঙ্গে বছর আটেকের এক নাতনি ছিল। নাতনিকে বিড়ি কিনতে দোকানে পাঠায় ওই যুবক। তারপরই বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ধান কিনতে শিবির
ধান কেনা শুরু হল ডেবরায়। শুক্রবার আলোককেন্দ্র ও অর্জুনিতে শিবির করে ধান কেনা হয়। এলাকার চাষিরা সেখানে ধান নিয়ে এসেছিলেন। শিবিরে উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতি ও বিডিও মালবিকা খাটুয়া। বিধায়ক জানান, সহায়ক মূল্যে সমস্ত চাষির কাছ থেকে ধান কিনতে এই ভাবেই শিবির করা হবে। এ ছাড়াও চাষিরা চালকলে নিয়ে গিয়েও ধান বিক্রি করতে পারবেন।

শ্লীলতাহানির নালিশ
এক প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার মেদিনীপুর কোতয়ালি থানার বাড়ুয়ার ডোমপাড়ার ঘটনা। শুক্রবার ওই কিশোরীর পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ, দুপুরে বাড়িতে ঢুকে পাড়ারই এক যুবক ওই কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করে। পরে প্রতিবেশীরা ছুটে এলে যুবকটি পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শীতবস্ত্র বিতরণ
ভারত সেবাশ্রম সঙ্ঘের মেদিনীপুর শাখার উদ্যোগে দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করা হল শুক্রবার। উপস্থিত ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। সঙ্ঘের মেদিনীপুর শাখার সম্পাদক স্বামী মিলনানন্দ মহারাজ জানান, প্রায় ৫৫০ জনকে কম্বল দেওয়া হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.