টুকরো খবর
দশ মাসে সর্বনিম্ন মূল্যবৃদ্ধির হার
শিল্পোৎপাদনের পর এ বার কিছুটা স্বস্তি দিল মূল্যবৃদ্ধির হারও। নভেম্বরে পাইকারি বাজার ভিত্তিক সার্বিক মূল্যবৃদ্ধি নেমে এসেছে ৭.২৪ শতাংশে। যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। সংশ্লিষ্ট মহলের আশা, এর ফলে রিজার্ভ ব্যাঙ্কের জানুয়ারির ঋণনীতিতে সুদ কমানোর সম্ভবনা জোরদার হল। তবে আগামী মঙ্গলবার ঋণনীতি পর্যালোচনায় সেই সম্ভাবনা বিশেষ নেই বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। তাদের মতে, সুদ কমাতে মূল্যবৃদ্ধির আরও কিছুটা নামা জরুরি। অক্টোবরের ৭.৪৫% ও ২০১১-র ৯.৪৬% হারের তুলনায় নভেম্বরে মূল্যবৃদ্ধির এই নীচে নামার মূল কারণ বাজারে সব্জি দাম কমে যাওয়া। শিল্প সূচক ওঠার পর এ বার মূল্যবৃদ্ধি কমার খবরে শুক্রবার ৮৮ পয়েন্ট বেড়েছে আগের পাঁচ দিন টানা পড়তে থাকা সেনসেক্সও। থেমেছে ১৯,৩১৭.২৫ অঙ্কে। বিশেষজ্ঞদের মতে, জানুয়ারিতে সুদ কমলে বৃদ্ধির চাকায় গতি ফেরার সম্ভাবনা উৎসাহী করেছে লগ্নিকারীদের। এ দিন মূল্যবৃদ্ধি কমায় কিছুটা আশ্বস্ত অর্থমন্ত্রী চিদম্বরম। তাঁর আশা, ২-৩ মাসে তা আরও নামবে। যোজনা কমিশনের চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়ার মতে, “ভাল ইঙ্গিত। রিজার্ভ ব্যাঙ্ক জানে কী করতে হবে।” শীর্ষ ব্যাঙ্ক অবশ্য মনে করে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ জাল নোটও।

স্পেকট্রাম বেচে আসবে ২০ হাজার কোটি
চার সার্কেলের অবিক্রিত স্পেকট্রাম নিলাম থেকে আরও ২০,০০০ কোটি টাকা ভাঁড়ারে আসবে বলে আশা করছে কেন্দ্র। শুক্রবার টেলিকম সচিব আর চন্দ্রশেখর জানান, “স্পেকট্রামের ন্যূনতম দর ৩০% কমানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও নিলামে ২০ হাজার কোটি উঠবে বলে আশা।” এই অর্থবর্ষ শেষেই সরকারের হাতে থাকা ও নভেম্বরে বিক্রি না হওয়া ৯০০ ও ১,৮০০ মেগাহার্ৎজের স্পেকট্রাম ফের নিলাম করবে কেন্দ্র।

জানুয়ারিতে কমতে পারে সুদের হার, আশা রঙ্গরাজনের
মূল্যবৃদ্ধি কমলেও, আগামী ১৮ ডিসেম্বরের ঋণনীতিতে সুদ কমানোর সম্ভাবনা যে প্রায় নেই, তা স্পষ্ট করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা সি রঙ্গরাজনের আশা, মূল্যবৃদ্ধির হার এ ভাবে নীচের দিকে থাকলে জানুয়ারির ঋণনীতিতে সুদের হার কমানোর পথে হাঁটতে পারে শীর্ষ ব্যাঙ্ক। তাঁর মতো এই একই আশা করছে শিল্পমহল ও শেয়ার বাজার। পাশাপাশি রঙ্গরাজনের ধারণা, চলতি অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধি ৫.৫-৬ শতাংশের মধ্যে থাকবে। ফের তাতে গতি ফিরবে ২০১৩-’১৪ আর্থিক বছর থেকে।

বিধি মেনেই ব্যবসা, দাবি ওয়ালমার্টের
ভারতে ব্যবসা শুরুর জন্য তারা অনৈতিক কোনও কাজ করেনি বলে দাবি করল ওয়ালমার্ট। আমেরিকার আইন মাফিক, ব্যবসার জন্য লবি করতে খরচের অঙ্ক জানাতে হয় মার্কিন কংগ্রেসকে। নিয়ম মেনে সেই রিপোর্ট পেশ করেছিল তারা। সেখানে ভারতে ব্যবসা শুরুর ক্ষেত্রে অনৈতিক কোনও কাজ প্রতিফলিত হয়নি বলেই দাবি রিটেল বহুজাতিকটির। তবে এ নিয়ে ভারত সরকারের তদন্তে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে তারা।

রতন টাটার পরামর্শ
চেয়ারম্যান হিসেবে নিজের বিচার-বিবেচনা অনুযায়ীই ব্যবসা পরিচালনা করুক সাইরাস মিস্ত্রি। টাটা গোষ্ঠীর হবু চেয়ারম্যানকে বিদায়ী কর্ণধারের পরামর্শ, “নিজের সিদ্ধান্ত নিজে নাও। ভাব নিজের মতো করে।” এ দিকে, আগামী ২৮ ডিসেম্বর থেকে টাটা স্টিল ও টাটা কেমিক্যাল্স-এও চেয়ারম্যানের দায়িত্ব মিস্ত্রি সামলাবেন বলে জানিয়েছে ওই দুই সংস্থা।

ইইউ-এ নজরদারি
ইউরো অঞ্চলের সমস্ত বড় ব্যাঙ্কের উপর নজরদারির জন্য একটি তত্ত্বাবধায়ক সংস্থা গড়তে একমত হল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেহাল ব্যাঙ্কিং ব্যবস্থা শোধরাতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, দাবি বিশেষজ্ঞদের।

মেয়াদ বাড়ল পুরনো চেকের
আগামী ৩১ মার্চ পর্যন্ত টাকা তোলা এবং জমা দেওয়া যাবে পুরনো চেক বই ব্যবহার করেই। এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা করতে পারার কথা ছিল। কারণ, ওই সময়ের মধ্যে সমস্ত ব্যাঙ্ককে নতুন চেক বই দেওয়ার নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু এ দিন সেই নয়া ‘সিটিএস ২০১০’ চেক ব্যবস্থা চালুর সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দিয়েছে তারা।

বন্ধ নেট ব্যাঙ্কিং
শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা। রক্ষণাবেক্ষণের কারণেই ওই ১২ ঘন্টা পরিষেবা বন্ধের কথা জানিয়েছে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.