কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় আজ, শনিবার ‘জঙ্গলমহলে আদিবাসী নৃত্যের ঐতিহ্য’ শীর্ষক এক আদিবাসী নৃত্যোৎসবের আয়োজন করা হয়েছে। ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন মঞ্চে এই উৎসবের আয়োজন করেছে ‘লোকায়ত সংস্কৃতি পরিষদ’। সংস্থার সম্পাদক নির্মলেন্দু পাহাড়ি জানান, বিকেল ৪টেয় উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। থাকবেন ঝাড়গ্রাম মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী, সাঁওতালি সাহিত্যিক শৈলজানন্দ হাঁসদা, বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমৎ সরেন প্রমুখ। পরিবেশিত হবে ‘বাহা’, ‘লাংড়ে’, ‘সহরায়’, ‘করম’, ‘দাঁসায়’, ‘সাড়পা’র মতো বিভিন্ন আদিবাসী লোকনৃত্য। আদিবাসী নৃত্যের প্রসার ও শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্যই এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান নির্মলেন্দুবাবু।
|
শুরু হল এগরা পুরসভা সংলগ্ন মাঠে কৃষ্টিচক্রের ৩৫তম নাট্যোৎসব। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধন করেন জেলার প্রবীণ নাট্য ব্যক্তিত্ব সুকুমার পাহাড়ি। ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস এবং জেলার নাট্য ব্যক্তিত্বরা। উৎসবের ৫ দিনে মোট ৯টি নাটক মঞ্চস্থ হবে। শুক্রবার কলকাতার নেহরু চিলড্রেনস্ মিউজিয়াম প্রযোজিত ও রমাপ্রাসাদ বণিক নির্দেশিত শিশু কিশোরদের নাটক ‘লুক্সেমবার্গের লক্ষ্মী’ মঞ্চস্থ হয়। শনিবার হবে কৃষ্টিচক্রের নবতম প্রযোজনা ‘লালন ফকির’, কলকাতার থিয়েলাইট প্রযোজিত ‘ফিদাঁয়ে’, দক্ষিণেশ্বরের কোমল গান্ধার প্রযোজিত ‘১৫ই অগস্টের গপ্পো’। রবিবার থাকছে ভুবনেশ্বরের নাট্য চেতনা প্রযোজিত ‘চিড়িং চিড়িং’। সোমবার রয়েছে ৩টি একাঙ্ক নাটক। মঙ্গলবার হবে কলকাতার সায়ক প্রযোজিত ‘পিঙ্কি বুলি’।
|
আর পাঁচ জনের থেকে ওঁরা একটু আলাদা। কারণ ওঁরা অন্যদের ভালর কথা ভাবেন। নিজের মতো করে আড়াল থেকেই কাজ করে যান এই সমাজটার ভালর জন্য। হাজারো মুখের ভিড়ে মিশে থাকা সেই মুখগুলোকেই খুঁজে নিতে ফের হাজির হয়েছিল ‘অফিসার্স চয়েস আনন্দলোক সালাম বেঙ্গল’। এ বছর শিক্ষায় দুঃস্থ মেয়েদের পড়াশোনার ভার নেওয়া অরিজিৎ মিত্র, ক্রীড়ায় চল্লিশ বছর ধরে পরম যত্নে একের পর এক ফুটবলার তৈরি করা কোচ অমিয়কুমার ঘোষ, চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবায় সেরিব্রাল পলসি, এডস আক্রান্ত ফুটপাথবাসী শিশুদের হোম গড়ে তোলার কাণ্ডারী কল্লোল ঘোষ, এবং সাহসিকতায় স্টিফেন কোর্ট ও আমরির অগ্নিকাণ্ডে বেশ কিছু প্রাণ বাঁচিয়ে দেওয়া অকুতোভয় তরুণ মুখোপাধ্যায়কে তাঁদের অবদানের স্বীকৃতি জানাল তারা। শুক্রবার সন্ধ্যায়, বিদ্যামন্দিরে সেই বিজয়ীরা।
|