দীর্ঘদিন ধরে এলাকায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়েও আজ পর্যন্ত সেতুটি নির্মাণ হয়নি। এলাকাবাসী একাধিকবার প্রশাসনের সর্বস্তরে জানালেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। সম্প্রতি পুনরায় সেতু নির্মাণের দাবিতে সরব হন এলাকাবাসী। নলহাটি থানার সিউডহরি গ্রামের বাসিন্দারা সেতু নির্মাণের দাবিতে নলহাটি ১ ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেন। এলাকাবাসীর দাবি, গ্রাম সংলগ্ন তিরপিতা নদীর উপর সেতু না থাকার জন্য বর্ষাকালে গ্রাম থেকে নলহাটি-সহ অন্যত্র এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নলহাটি ১ ব্লকের বিডিও তাপস বিশ্বাস বলেন, “তিরপিতা নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে জেলাস্তরে উন্নয়নমূলক সভায় একাধিকবার বলা হয়েছে।” নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের মাধবেন্দ্র ঘোষাল বলেন, “তিরপিতা নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে জেলাতে প্রকল্প ব্যয় পাঠানো হয়েছে। এখনও অনুমোদন পাওয়া যায়নি।”
|
লোবার কৃষিজমি রক্ষা কমিটির আন্দোলনে যোগ দেওয়ার জন্য সিপিএমের রাজ্য সম্পাদক তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে আর্জি জানালেন পিডিএস নেতা সমীর পূততুণ্ড। এবং তা-ও সিপিএমের জনসভার মঞ্চে হাজির হয়ে। শুক্রবার বেলঘরিয়ায় সিপিএমের প্রয়াত নেতা বীরু বসুর স্মরণসভায় বিমানবাবুর সামনেই সমীরবাবু বলেন, “লোবায় গুলি চলার প্রতিবাদ করেছে বামফ্রন্ট। ওই অঞ্চলের মানুষ বৃহস্পতিবার কলকাতায় জমায়েত করেন। তাঁরা বিমানদাকে চিঠি দিয়েছিলেন। কিন্তু তিনি যেতে পারেননি। ফ্রন্ট ওঁদের পাশে দাঁড়ালে আন্দোলন জোরদার হবে।” সমীরবাবুর ওই বক্তব্যের সময় তাঁর একদা ঘনিষ্ঠ গৌতম দেব এবং নেপালদেব ভট্টাচার্য মঞ্চে ছিলেন। বিমানবাবু বলেন, “ওঁরা আমাকে ব্যক্তিগত ভাবে চিঠি দিয়েছিলেন। আমি যেতে পারিনি। সামনে রাজ্য কমিটির সভা আছে। তখন বীরভূম জেলার সম্পাদকের সঙ্গে কথা হবে। দলে আলোচনার পর আমরা ওদের পাশে দাঁড়াতে পারি।”
|
স্কুল, কলেজ, বাজার-হাট এমনকি জীবন-জীবিকার যে কোনও প্রয়োজনে ময়ূরেশ্বরের বাঁধগ্রামের বাসিন্দাদের যেতে হয় লোকপাড়া। যাতায়াতের একমাত্র উপায় আলপথ। বর্ষাকালে তাও হয়ে ওঠে চলাচলের অযোগ্য। গাড়ি, মোটর সাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই রীতিমত কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু ওই গ্রামে রাস্তা তৈরি করার ব্যাপারে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। অভিযোগের সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট ঢেকা পঞ্চায়েতের প্রধান ফরওয়ার্ড ব্লকের কল্যাণী দাস বলেন, “রাস্তার জন্য ওই গ্রামের বাসিন্দাদের চরম সমস্যা হয়। কিন্তু প্রয়োজনীয় জায়গার অভাবে ওই গ্রামে রাস্তা নির্মাণ করা যায়নি। গ্রামবাসীরা জায়গা দিলে রাস্তা নির্মাণের ব্যবস্থা করা হবে।”
|
রাস্তা সংস্কার, ধুলোর দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে শুক্রবার ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার পিনারগড়িয়া মোড়ে, রামপুরহাট-দুমকা রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এই অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ক্ষুব্ধ জনতার। অভিযোগ, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। দুমকার পুলিশ সুপার হেমন্ত টপ্পো অবশ্য বলেন, “অবরোধ সরাতে গিয়ে পুলিশের সঙ্গে জনতার ছোটখাটো সংঘর্ষ হয়। এতে কোনও পুলিশকর্মী বা অবরোধকারীদের কেউ জখম হননি এবং পুলিশ কোনও গুলি ছোড়েনি।” পিনারগড়িয়া পাথর ব্যবসায়ী মালিক সমিতির সম্পাদক নাসির আনসারির দাবি, “যাতে ধুলো না ওড়ে সে জন্য মালিক সমিতির পক্ষ থেকে দু’বেলা রাস্তায় জল দেওয়া হয়।”
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম মায়া হাঁসদা (১৮)। বাড়ি রামপুরহাট থানার বড়পাখুড়িয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই বধূর সন্তান মারা যাওয়ার পরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। গত ৬ ডিসেম্বর নিজেই গায়ে আগুন ধরিয়ে দেন। রামপুরহাট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। |