সুইসাইড নোটে ক্ষোভ জেসিন্থার
কটা নয়, ভারতীয় বংশোদ্ভূত নার্স জেসিন্থা সালডানহার ঘর থেকে মিলেছে তিন-তিনটি সুইসাইড নোট। এর মধ্যে দীর্ঘতম চিঠিটিতে সহকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন জেসিন্থা। অস্ট্রেলীয় রেডিও-র দুই সঞ্চালকের ভুয়ো ফোনের ঘটনার পর গত শুক্রবার হাসপাতালের কর্মী আবাসনে তাঁর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জেসিন্থাকে। এ নিয়ে তদন্তে নেমেছেন স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা।
এর মধ্যেই সালডানহার দেহ নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন তাঁর পরিজনেরা। মুম্বই থেকে দেহ নিয়ে যাওয়া হবে ম্যাঙ্গালোরে। সারওয়েতে পরশু দিন তাঁর অন্ত্যেষ্টি।
গত কাল ওয়েস্টমিনস্টারের আদালতে তদন্তকারী অফিসার জেমস হারমন জানান, জেসিন্থাকে যেখানে পাওয়া গিয়েছিল, তার পাশেই পড়ে ছিল দু’টো সুইসাইড নোট। ঘরেরই অন্য জায়গা থেকে পরে পাওয়া যায় তৃতীয় চিঠিটি। তাঁর কব্জিতেও বেশ কিছু আঘাতের চিহ্ণ ছিল।
গত সপ্তাহে বুধবার হাসপাতালের রিসেপশনে ছিলেন জেসিন্থা। সে সময় যুবরাজ চার্লস ও রানি এলিজাবেথের গলা নকল করে কেটের খবর জানতে চান অস্ট্রেলিয়ার দুই রেডিও সঞ্চালক। কেট যে ঘরে রয়েছেন, সেখানে ফোনের লাইন দিয়ে দেন জেসিন্থা। আর এতেই নিমেষের মধ্যে চাউর হয়ে যায় ব্রিটিশ রাজ পরিবারের গোপন খবর, অন্তঃসত্ত্বা কেট। কী ভাবে গোটা ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি, প্রথম চিঠিতে তা-ই সবিস্তার লিখেছেন সালডানহা। এর পরের চিঠিটা সব চেয়ে বড়। ফোন-কাণ্ডের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ব্যবহার করেছিলেন, এই চিঠিতে তার কড়া সমালোচনা করেন তিনি। তৃতীয় সুইসাইড নোটটি অবশ্য অন্য রকম। নিজের অন্ত্যেষ্টি নিয়ে লেখা রয়েছে সেখানে। চিঠিগুলি পরীক্ষা করে দেখছেন তদন্তকারী অফিসাররা। হাতে লেখা এই তিন চিঠিরই কপি তুলে দেওয়া হয়েছে জেসিন্থার পরিবারের হাতে। তাঁর ই-মেল, ফোনের তালিকা খুঁটিয়ে দেখার পাশাপাশিই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আত্মীয়-স্বজন, সহকর্মীদেরও।
সুইসাইড নোটের কথা জানাজানি হওয়ার পরই সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জেসিন্থার স্বামী বেন বারবোজা। ব্রিটেনের ভারতীয় এমপি কিথ ভাজ এ দিন জানান, ব্রিস্টলে শনিবার এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। গত কাল রাতে কিং এডওয়ার্ড সেভেন হাসপাতালের পক্ষ থেকে সালডানহার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বলা হয় প্রিয়জনের শোক ভুলতে তাঁরা যদি কাউন্সেলিং করাতে চান, সেই ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করে দেবেন ।
এ দিকে আগল ভেঙে মাত্র চার দিন আগেই প্রকাশ্যে এসেছিলেন অস্ট্রেলীয় রেডিওর দুই সঞ্চালক। ক্রমাগত হুমকি ফোন ও চিঠির ঠেলায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁদের বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করতে হয়েছে।

হামলা, আহত ২২ শিশু
প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের উপর ছুরি নিয়ে হামলা করল এক দুষ্কৃতী। আহত ২২টি শিশু। শিশুদের বাঁচাতে গিয়ে আহত হন এক গ্রামবাসীও। চিনের গুয়ানঝাং প্রদেশের চেংপেং গ্রামের ঘটনা। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মিন ইয়েংজুন, বয়স ৩৬। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎই স্কুলের গেটে বাচ্চাদের গায়ে ছুরি চালাতে শুরু করে সে। বাচ্চারা তখন স্কুলে ঢুকছিল। গত কয়েক বছর ধরেই চিনে এ ধরনের হামলা চলছে।

গ্রেফতার ভারতীয়
বিমানে এক মহিলার শ্লীলতাহানি করায় শিকাগো আদালতে দোষী সাব্যস্ত হলেন ভারতীয় সফটওয়্যার কনসালট্যান্ট শ্রীনিবাস এস এরামিলি। বৃহস্পতিবারের ঘটনা। তিনি কর্মসূত্রে আমেরিকা যাচ্ছিলেন। মুচলেকা পত্রে সই করিয়ে তাঁকে জামিন দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.