কানেকটিকাটের নিউটাউনে একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত হলেন ১৮ থেকে ২০টি শিশু-সহ প্রায় ৩০ জন। স্কুলের প্রিন্সিপ্যাল ও মনোবিদও নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে ভাইস প্রিন্সিপ্যালও আছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কানেকটিকাটের গভর্নরকে সব সাহায্য দিতে সরকার তৈরি। |
সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাদের। কানেকটিকাটের স্কুলে হামলার পর। ছবি: রয়টার্স |
কানেকটিকাটের নিউটাউন উত্তর ফেয়ারফিল্ড কাউন্টিতে। নিউ ইয়র্ক থেকে এই শহরের দূরত্ব ১৩০ কিলোমিটার। আক্রান্ত স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীদের গড় বয়স ৫ থেকে ১০। পুলিশ সূত্রে খবর, শুক্রবার হঠাৎই স্কুলে হামলা চালায় এক বন্দুকবাজ। তার কাছে দু’টি আগ্নেয়াস্ত্র ছিল। এক পড়ুয়া জানিয়েছে, হঠাৎ বেশ কয়েক বার জোরে শব্দ শুনতে পায় সে। আর এক জন জানিয়েছে, স্কুলের হলে প্রথম গুলির শব্দ শোনা গিয়েছিল। ব্যাপারটা কী তা দেখতে যান তিন জন। তাঁদের মধ্যে এক জন ফিরে আসেন। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ।
শিক্ষার্থীটি জানিয়েছে, প্রথমে শিক্ষকরা তাদের একটি অফিসে সরিয়ে নিয়ে যান। পরে এক জন পুলিশ অফিসার তাদের স্কুল থেকে সাবধানে বেরিয়ে যেতে বলেন। বাইরে এসে ছুটে নিরাপদ দূরত্বে চলে আসে তারা। সংঘর্ষে বন্দুকবাজও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সে আত্মহত্যা করেছে না পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজ বছর কুড়ির তরুণ। নাম রায়ান ল্যানজা। তার মা ওই স্কুলের শিক্ষিকা ছিলেন। নিহতদের মধ্যে তিনিও আছেন বলে এক সূত্রের দাবি। দ্বিতীয় এক জনকে জেরা করা হচ্ছে।
খবর পেয়েই স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। কানেকটিকাট স্টেট পুলিশের তরফে জানানো হয়েছে, তারা এবং এফবিআই এই বিষয়ে স্থানীয় পুলিশকে সাহায্য করছে।
ঘটনাস্থল থেকে ১৮ কিলোমিটার দূরে ডানবিউরি হাসপাতাল। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, স্যান্ডি হুকের ঘটনায় আহত তিন জন ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে আসেন গভর্নর ড্যানেল পি ম্যালোয়।
ঘটনার পরেই নিউটাউনের অন্যান্য স্কুল বন্ধ করে দেয় পুলিশ। বিষয়টি নিয়ে শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ওবামা। আমেরিকায় গত কয়েক বছরে বেশ কয়েক বার ঘটেছে। ওবামার কথায়, “শিক্ষার্থীরা নিহত হলে আমি প্রেসিডেন্ট নয়, অভিভাবক হিসেবেই প্রতিক্রিয়া জানাই। সন্তানের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়।” |