কুলতলির বিট অফিসে হামলা মত্স্যজীবীদের |
কুলতলির বিট অফিসে মত্স্যজীবীদের হামলায় গুরুতর আহত হলেন বিট অফিসার-সহ ফরেস্ট গার্ড। ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়াল কুলতলির বিট অফিসে। কিছুদিন আগে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে কয়েকজন মত্স্যজীবীকে আটক করেন বন দফতরের কর্মীরা। তাদের ৬টি বোট ও জাল আটক করা হয়। এই ঘটনার জেরেই মত্স্যজীবীরা বিট অফিসে হামলা চালায় বলে অভিযোগ বন দফতরের। বিট অফিসার উত্তম বিশ্বাস, ফরেস্ট গার্ড ব্রজনাথ হালদার সহ হামলার শিকার হন আরও দু’জন বনকর্মী। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে কুলতলি থানার পুলিশ।
|
ধূপগুড়িতে হাতির হানা, মৃত ১ |
ফের হাতির হানাকে ঘিরে আতঙ্ক ছড়াল ধূপগুড়ির সজনেপাড়ায়। দিনভর ধানক্ষেতে তাণ্ডব চালাল একদল দাঁতাল। হাতির হামলায় মৃত্যু হয় মহম্মদ বসিরুদ্দিন নামে এক ব্যক্তির। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রায়ই হাতির হানায় ফসলের ক্ষতি হয় বলে অভিযোগ জানান তারা। ক্ষতিপূরণ বাবদ মৃত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হলে প্রতিবাদ জানান পরিবারের লোকজন-সহ এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছেছে পুলিশ।
|
সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। লক্ষাধিক টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ দোকানের মালিক-সহ অন্যান্য কর্মচারীদের। স্থানীয় বাসিন্দারাই প্রথম দোকানের তালা ভাঙা দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
|