উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কালিয়াগঞ্জ ডিপোর জমি সমস্যার সমাধানে প্রশাসনের ডাকা ত্রিপাক্ষিক বৈঠক ব্যর্থ হল। মঙ্গলবার উত্তর দিনাজপুরের জেলাশাসকের নির্দেশে রায়গঞ্জের মহকুমাশাসক নন্দিনী সরস্বতী কর্ণজোড়ায় নিগম কর্তৃপক্ষ ও কালিয়াগঞ্জ পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে পুরসভার চেয়ারম্যান কংগ্রেস নেতা অরুণ দে সরকার জানিয়ে দেন, পুরসভা তাঁদের জমিতে নিগম কর্তৃপক্ষকে ডিপো চালাতে দেবেন না। তাঁর অভিযোগ, ১৯৯৪ সালে পুর কর্তৃপক্ষ সরকারি আইন মেনে নিগম কর্তৃপক্ষকে জমি হস্তান্তর করেননি। তাই পুরসভা সেই জমি নিজেদের দখলে নিয়েছে। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “কালিয়াগঞ্জ পুরসভা নিজের জমি দখলে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। জমি হস্তান্তর প্রক্রিয়া খতিয়ে দেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।”
চেয়ারম্যান অরুণবাবু জানান, ১৯৯৪ সালে অ্যাডহক কমিটির মাধ্যমে পুরসভা পরিচালিত হত। তাঁর অভিযোগ, সেই সময় পুর কর্তৃপক্ষ সরকারি আইন মেনে নিগম কর্তৃপক্ষকে জমি হস্তান্তর করেননি। আদালতের মাধ্যমে জমি হস্তান্তর না-করে পুর কর্তৃপক্ষ পুরসভার নিজস্ব প্যাডে দানপত্রের মাধ্যমে নিগমকে ডিপো তৈরির জন্য জমি হস্তান্তর করেছিলেন। তিনি বলেন, এখন নিগম থেকে নিয়মিত বাস চলে না। সন্ধ্যার পর দুষ্কৃতীরা ডিপো চত্বরে মদ ও জুয়ার আসর বসায়। আমরা গত কয়েক বছর ধরে বার বার নিগম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জমি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলেও কোনও লাভ হয়নি। তাই পুরসভা ওই জমি নিজেদের দখলে নিয়ে মার্কেট কমপ্লেক্স করার সিদ্ধান্ত নিয়েছে।
নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর সাহা বলেন, “নিগম কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরে বার বার সরকারি আইন মেনে পুর কর্তৃপক্ষকে জমি হস্তান্তর করার অনুরোধ করলেও তাতে কোনও কাজ হয়নি। তাছাড়া পুরসভা একটি সরকারি সংস্থা। পুর কর্তৃপক্ষ নিগমকে দানপত্রের মাধ্যমে জমি হস্তান্তর করেছিলেন। সেই দানপত্রের কোনও গুরুত্ব দিতে চাইছেন না অরুণবাবু। পুরসভা ডিপোর জমি দখলে নেওয়ায় কালিয়াগঞ্জ থেকে বিভিন্ন রুটের বাস বাতিল হয়ে গিয়েছে। যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। আমি জেলাশাসক ও নিগমের কর্তাদের সব বলেছি।” গত বুধবার কালিয়াগঞ্জ ডিপোর সীমানা পাঁচিল ভেঙে পুরসভা ডিপোর জমি দখল করে বলে অভিযোগ। পুরসভা ডিপো চত্বরে জল ও ময়লার একাধিক গাড়ি রাখায় ডিপোর সদর গেট বন্ধ হয়ে পড়ায় বাস যাতায়াত বন্ধ হয়ে পড়ে বলেও অভিযোগ ওঠে। ফলে ওই দিন থেকে অনির্দিষ্টকালের জন্য কালিয়াগঞ্জ থেকে কলকাতা, মালদহ ও শিলিগুড়ি রুটের তিনটি বাস বাতিল করে দিয়েছেন নিগম কর্তৃপক্ষ। এক সপ্তাহ ধরে বাস বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়ছেন। নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার পুরসভার বিরুদ্ধে জেলাশাসক ও নিগমের ম্যানেজিং ডিরেক্টরের পুরসভার বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখল করার লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছিল প্রশাসন। নিগমের পরিচালন বোর্ডের ডিরেক্টর তৃণমূল নেতা তিলক চৌধুরী বলেন, “পুরসভা ১৯৯৪ সালে দানপত্র লিখে নিগমকে ডিপো তৈরির জন্য প্রায় ২৪২ শতক জমি হস্তান্তর করে। রাজনৈতিক স্বার্থে সেই হস্তান্তর প্রক্রিয়াকে এখন বেআইনি বলে প্রমাণ করতে চাইছেন কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভা। তাই নিগম আইনের পথেই যাচ্ছে।” কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায় জানান, পুরসভা আইন মেনেই সব কাজ করছে। |